Duleep Trophy 2025: দলীপ ট্রফি শুরু হচ্ছে কয়েকদিন পরেই। সেখানে টিম ইন্ডিয়ার সমস্ত প্রথম সারির তারকারা খেললেও বিশ্রামে রয়েছেন কোহলি, রোহিত শর্মা, জসপ্রীত বুমরা। তিন মহারথীর অনুপস্থিতি নিয়েই এবার প্রশ্ন তুললেন সঞ্জয় মঞ্জরেকর। বলে দিলেন, কোহলিদের দলীপে খেলা উচিত ছিল।
আন্তর্জাতিক ক্রিকেট শুরু হলেই ভারতের সামনে অপেক্ষা করছে টানা লাল বলের ক্রিকেটের রগরানি। ১০ টা টেস্ট খেলতে হবে টানা। শুরু হচ্ছে ১৯ সেপ্টেম্বর বাংলাদেশ সিরিজ থেকে। তারপর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলে উঠেই ভারত দৌড়বে অস্ট্রেলিয়ায় সেখানে বর্ডার-গাভাসকার ট্রফিতে পাঁচটা টেস্ট খেলবে।
তবে টানা টেস্টে খেলার আগে কোহলিদের পর্যাপ্ত প্রস্তুতির অভাব থাকছে। রোহিত শেষবার টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিরুদ্ধে গত মার্চে। অন্যদিকে কোহলি শেষবার লম্বা ফরম্যাটে অংশ নিয়েছিলেন জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। বিশ্বকাপ জয়ের পর জসপ্রীত বুমরা লম্বা ছুটিতে রয়েছেন। জিম্বাবোয়ে এবং শ্রীলঙ্কা সফরে যাননি তিনি।
শ্রীলঙ্কা সফরে ভারতের স্পিন খেলার দুর্বলতা বেশ প্রকট হয়েছে। ওয়ানডেতে ২৭ বছর পর সিরিজ হারতে হয়েছে দ্বীপরাষ্ট্রের ক্রিকেটারদের বিপক্ষে। সিরিজে ৩০টির মধ্যে ২৮টিই উইকেট ভারত খুঁইয়েছে শ্রীলঙ্কান স্পিনারদের বিপক্ষে।
মঞ্জরেকর নিজের বক্তব্য জানিয়ে টুইটারে লিখেছেন, "ভারত ২৪৯টা আন্তর্জাতিক ম্যাচ খেলেছে (২০১৯-এর ১ অগাস্ট থেকে)। রোহিত কেবলমাত্র ৫৯ শতাংশ ম্যাচে অংশ নিয়েছেন। বিরাট এবং বুমরা খেলেছেন যথাক্রমে ৬১ এবং ৩৪ শতাংশ। পর্যাপ্ত বিশ্রাম নেওয়া ক্রিকেটার ওঁরা। দলীপ ট্রফিতে ওঁদের খেলানো যেতে পারত।"
India has played 249 international matches in the last 5 years. Rohit has played only 59% of those. Virat 61 % & Bumrah 34%. I see them as well rested India players. Could have been selected for the Duleep trophy.
— Sanjay Manjrekar (@sanjaymanjrekar) August 28, 2024
বুমরা বাংলাদেশ সিরিজেও সম্ভবত খেলবেন না। অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত গুরুত্বপূর্ণ এই সিরিজে সম্ভবত থাকবেন কোহলি-রোহিত দুজনেই।
২০২৫-এর অগাস্ট পর্যন্ত ভারত সর্বমোট ১৫টি টেস্ট খেলবে। যাইহোক, রোহিত-কোহলিরা না খেললেও দলীপে প্ৰথম সারির একাধিক তারকা অংশ নিতে চলেছেন। মঙ্গলবার বোর্ডের তরফে বিবৃতিতে জানানো হয়েছে, ফাস্ট বোলার মহম্মদ সিরাজ এবং রবীন্দ্র জাদেজা প্রথম পর্যায়ের ম্যাচ গুলিতে থাকবেন না।