কমনওয়েলথ গেমসে ভারোত্তোলনে ভারতের জয়জয়কার। মীরাবাঈ চানুর পর ফের দেশকে সোনা এনে দিলেন খুমুকচাম সঞ্জিতা চানু। বছর চব্বিশের এই মণিপুরি কন্যার সৌজন্যে কমনওয়েলথে ভারতের দ্বিতীয় স্বর্ণপদক চলে এল। এদিন কারারা স্পোর্টস অ্য়ান্ড লেজার সেন্টারে ভারোত্তোলনের ৫৩ কেজি বিভাগে সোনা পেলেন সঞ্জিতা।
গতবারের চ্য়াম্পিয়ন পাপুয়া নিউ গিনির লোয়া ডিকা তুয়াকে হারিয়ে দেশের জন্য সোনা ছিনিয়ে এনেছেন সঞ্জিতা। গতবছর গ্লাসগো কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন সঞ্জিতা। ৪৮ কেজি বিভাগে চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এদিন চানু মোট ১৯২ কেজি তুলেছিলেন। স্ন্য়াচে ৮৬ কেজি ও ক্লিন-অ্যান্ড-জার্কে ১০৮ কেজি ওজন তোলেন তিনি।
এই জয়ের সঙ্গেই সঞ্জিতা সানামচা চানুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে ৫৩ কেজি বিভাগে কমনওয়েলথে সোনা পেলেন। পাশাপাশি সঞ্জিতা আরও একটি নজির গড়েছেন। কুঞ্জারানি দেবীর পর দ্বিতীয় ভারতীয় মহিলা হিসেবে কমনওয়েলথে দুবার সোনা পেলেন তিনি।
আরও পড়ুন- মীরাবাঈ চানুর হাত ধরে কমনওয়েলথে দেশের প্রথম সোনা
ট্য়ুইটারে শুভেচ্ছার ঝড়