Advertisment

Sanju Samson: পন্থকে বাতিলের বড় ব্লুপ্রিন্ট তৈরি! বিধ্বংসী তারকাকে টেস্টে উইকেটকিপার চাইছেন গম্ভীর-রোহিত দুজনেই

Sanju Samson in Test: বছর ২৯-এর স্যামসন গত মাসে অনন্তপুরে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১১তম সেঞ্চুরি করেছেন। বেঙ্গালুরুতে রঞ্জি ট্রফির দ্বিতীয় রাউন্ডে খেলতে তিনি কেরল দলে যোগ দিয়েছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson, India, সঞ্জু স্যামসন, ইন্ডিয়া,

Sanju Samson-India: সঞ্জু নিজেই জানিয়েছিলেন যে টেস্ট খেলতে চান। (ছবি- টুইটার)

Sanju Samson career: হায়দরাবাদে বাংলাদেশের বিরুদ্ধে তাঁর প্রথম টি২০ সেঞ্চুরি করেছেন সঞ্জু স্যামসন। এতে তাঁর টেস্ট দলে জায়গা পাওয়ার আশা দৃঢ় হয়েছে। ওই ম্যাচে মাত্র ৪০ বলে স্যামসন, ভারতীয় হিসেবে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরিটি করেন। এরপরই তিনি জানিয়েছিলেন, টেস্ট ক্রিকেট খেলতে চান। তবে, আপাতত সেই সম্ভাবনা নেই। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতীয় দলের স্কোয়াডে তাঁকে রাখা হয়নি। স্যামসন তাই শুক্রবার থেকে বেঙ্গালুরুতে কর্ণাটকের বিরুদ্ধে হতে চলা তাঁদের দ্বিতীয় রাউন্ডের রঞ্জি ট্রফির ম্যাচে কেরল দলে যোগ দিয়েছেন।

Advertisment

এই পরিস্থিতিতে বছর ২৯-এর এই ক্রিকেটার মঙ্গলবার তিরুবনন্তপুরমে সাংবাদিকদের বলেন, 'আমি মনে করি যে লাল বলের ক্রিকেটেও ভালো খেলতে পারব। আর, সেই কারণেই আমি সাদা বলের ক্রিকেট নিজেকে আটকে রাখতে চাই না। আমি ভারতের হয়ে টেস্ট ক্রিকেট খেলতে চাই। দলীপ ট্রফির আগে আমাকে বলা হয়েছিল যে টেস্ট দলের জন্য ভাবা হচ্ছে। সেই সময়ই আমাকে ব্যাপারটাকে গুরুত্ব দিতে এবং রঞ্জি ট্রফির আরও ম্যাচ খেলতে বলা হয়েছিল।'

স্যামসন সম্প্রতি অনন্তপুরে দলীপ ট্রফির দ্বিতীয় এবং তৃতীয় রাউন্ডে ইন্ডিয়া ডি-এর হয়ে খেলেছেন। ইন্ডিয়া ডি-এর হয়ে দ্বিতীয় ইনিংসে প্রথম শ্রেণির ক্রিকেটে তাঁর ১১তম সেঞ্চুরি করেন। কেরলের এই ব্যাটার গত মরশুমে চারটি রঞ্জি ম্যাচে ১৭৬ করেন। যথারীতি, তাঁর দল নকআউটে পর্বে পৌঁছতে পারেনি। 
স্যামসন বলেছেন, 'এবার আমি বেশ ভালো প্রস্তুতি নিয়েছি। শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের পর, রাহুল দ্রাবিড় স্যার এবং জুবিন ভারুচার কাছে আরআর (রাজস্থান রয়্যালস) একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছি। দলীপ ট্রফিতে সেঞ্চুরি আমাকে বেশ আত্মবিশ্বাস দিয়েছে। ওখানে দেশের সেরা বোলাররা ছিল।'

আরও পড়ুন- বিশ্বকাপে লজ্জাজনক বিদায়! বিস্ফোরক সিদ্ধান্তে ক্যাপ্টেন ছাঁটছে জয় শাহের বিসিসিআই

এবার শচীন বেবির নেতৃত্বাধীন কেরল দল সোমবার থুম্বাতে এলিট সি গ্রুপের উদ্বোধনী ম্যাচে পঞ্জাবের বিরুদ্ধে আট উইকেটে জিতেছে। কেরল দলের স্কোয়াডে পেসার বাসিল এনপি ছাড়াও আছেন স্পিনার জলজ সাক্সেনা, আদিত্য সারভাতে ও অলরাউন্ডার বাবা অপরাজিত। এর মধ্যে কেরলের হয়ে তাঁদের প্রথম এফসি ম্যাচ খেলা সারভাতে ও অপরাজিত পঞ্জাবের বিরুদ্ধে দলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। দু'জনে মিলে ১৩ উইকেট নিয়েছেন।

Cricket News T20 Indian Cricket Team Sanju Samson
Advertisment