Advertisment

দুরন্ত খেলেও বারবার বাতিলের খাতায়! ক্ষোভ উগরে দিলেন সঞ্জু স্যামসন

আইপিএল তো বটেই চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও দুরন্ত খেলছেন সঞ্জু স্যামসন। তারপরেও নির্বাচকদের কাছে ব্র্যাত্য হতে হল তারকাকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ বিশ্বকাপে বিপর্যয়ের পরে কুড়ি কুড়ি ফরম্যাটে ভারতের দলে যে বেশ কিছু পরিবর্তন আসবে, তা প্রত্যাশিতই ছিল। দলের বেশ কিছু সিনিয়রকে যেমন বিশ্রামে পাঠানো হয়েছে, তেমন নতুনদের স্কোয়াডে সুযোগও দেওয়া হয়েছে। আইপিএলে দারুণ পারফরম্যান্সের সুবাদে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩ ম্যাচের টি২০ স্কোয়াডে জায়গা পেয়েছেন আবেশ খান, রুতুরাজ গায়কোয়াড, হর্ষল প্যাটেলদের মত উঠতি প্রতিভারা।

Advertisment

এমন অবস্থাতেও বেশ কিছু তারকা ব্র্যাত্যই রয়ে গেলেন। এদের মধ্যেই একজন সঞ্জু স্যামসন। কিছুদিন আগে শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালসের অধিনায়ক ছিলেন তিনি। ব্যাট হাতেও ছিলেন তুখোড় ফর্মে। একটা সেঞ্চুরির পাশাপাশি সঞ্জুর ব্যাট থেকে বেরিয়েছে দুটো হাফসেঞ্চুরিও। ভাবা হয়েছিল কিউয়ি সিরিজে সঞ্জু স্যামসনকে জাতীয় রাখা হবে। তবে উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে ঋষভ পন্থের সঙ্গে নির্বাচকরা আস্থা রেখেছেন ঈশান কিষানের ওপরে।

আরও পড়ুন: ভাগ্য সঙ্গ দিল না ইন্ডিয়ার এই পাঁচ তারকাকে! জাতীয় দল থেকে সটান বাদ

সোশ্যাল মিডিয়া এরপরেই সঞ্জুর প্রতি 'অন্যায়ের প্রতিবাদে' সরব হয়। একের পর এক ফ্যান সঞ্জুর সমর্থনে গলা মেলান। টুইটারে ট্রেন্ডিং হয়ে ওঠে 'জাস্টিস ফর সঞ্জু স্যামসন' হ্যাশট্যাগ। সঞ্জুও নিজের টুইটার হ্যান্ডল থেকে অর্থবহ পোস্ট করে বসেন। কোনও ক্যাপশন ছাড়াই সঞ্জু নিজের তিনটে ছবি পোস্ট করেন। তিনটে ছবির মধ্যে দুটো জাতীয় দলের জার্সিতে। একটি দিল্লি ডেয়ারডেভিলস দলের জার্সিতে। তিনটে ছবিতেই তারকাকে দেখা যাচ্ছে দুরন্ত ভঙ্গিতে বাউন্ডারি বাঁচাচ্ছেন।

ওয়াকিবহাল মহলের ব্যাখ্যা জাতীয় দল থেকে ফের একবার বাফ পড়ায় নির্বাচকদের নিঃশব্দে বার্তা দিতে চেয়েছেন। স্রেফ উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেও তাঁকে দলে নেওয়া যেত।

আইপিএলে ১৪ ইনিংসে ১৩৬.২৭ স্ট্রাইক রেট এবং ৪০ গড় সমেত সঞ্জু করেছেন ৪৮৪ রান। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও ব্যাট হাতে দুরন্ত ছন্দে রয়েছেন তারকা। সৈয়দ মুস্তাক আলিতে ৮৭.৫ গড় এবং ১৪৭.০৫ স্ট্রাইক রেটে তাঁর নামের পাশে ইতিমধ্যেই ১৭৫ রান।

আরও পড়ুন: কোহলির পরে ভারতের টি২০ নেতা ঘোষণা করল বোর্ড! কিউয়ি সিরিজে বাদ একাধিক তারকা

সমর্থকদের বার্তা, ঋষভ পন্থকে যেভাবে বোর্ডের তরফে ব্যাক করা হচ্ছে, সঞ্জুর ক্ষেত্রে কেন হচ্ছে না! এই বার্তা নির্বাচকদের কানে পৌঁছয় কিনা, সেটাই এখন দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

sanju IPL Cricket News Indian Cricket Team
Advertisment