Suryakumar Yadav has backed Sanju Samson: গত সপ্তাহেই কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন (কেসিএ/KCA) সভাপতি জয়েশ জর্জ তীব্র নিন্দা করেছিলেন ভারতীয় দলের উইকেটরক্ষক সঞ্জু স্যামসনের। তিনি বলেছিলেন যে সঞ্জু যখন খুশি চাইলেই কেরলের হয়ে খেলবেন, 'এটা হতে পারে না।' তারপরও বিসিসিআই নির্বাচকরা ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন ৫ ম্যাচের টি২০ সিরিজে ৩০ বছর বয়সি সঞ্জু স্যামসনকে দলে রেখেছেন। বুধবার সিরিজের প্রথম ম্যাচ। তার আগে বুধবার ভারতীয় টি২০ দলের অধিনায়ক সূর্যকুমার যাদব সঞ্জু স্যামসনের সমর্থনে মুখ খুললেন। তিনি বলেছেন, 'ভারতীয় টি২০ দলের উইকেটরক্ষককে নিয়ে প্রশ্ন তোলার কোনও সুযোগই নেই।'
বিজয় হাজারে ট্রফিতে না খেলার জেরেই সঞ্জুকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়তে হয়েছে। কার্যত এমন ধারণাই ছড়িয়ে দিয়েছেন জয়েশ জর্জ। এই পরিস্থিতিতে কেরলের উইকেটরক্ষক ভারত অধিনায়কের সমর্থন পেয়ে যেন বুকে জল পেলেন। ভারতের হয়ে শেষ ৫টি আন্তর্জাতিকে শতরানের বন্য বইয়ে দিয়েছেন সূর্যকুমার যাদব। তারপরও তিনি বিজয় হাজারে ট্রফি থেকে বাদ পড়েছেন। কারণ, সঞ্জু ব্যক্তিগত কারণ দেখিয়ে কেরলের শিবিরে যোগ দেননি। কেসিএর পালটা অভিযোগ, সঞ্জু তাদের কার্যত উপেক্ষা করেছেন। আর, এক্ষেত্রে সঞ্জুর বিরুদ্ধে পদক্ষেপ করতে কেসিএ বিসিসিআইয়ের সাম্প্রতিক এক নির্দেশকে হাতিয়ার করেছে। ওই নির্দেশে বলা হয়েছে, জাতীয় দলের খেলা না থাকলে জাতীয় দলের ক্রিকেটারদের ঘরোয়া ম্যাচ খেলতে হবে।
এই প্রসঙ্গে কেসিএ সভাপতি জয়েশ জর্জ গত সপ্তাহে স্যামসনের তীব্র নিন্দা করে বলেন, 'স্যামসন চাইলেই ইচ্ছেমত কেরলের হয়ে খেলবে, এটা হতে পারে না। ও আজ জাতীয় দলে সুযোগ পেয়েছে কেরলের জন্যই।' এই পরিস্থিতিতে তাঁকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক ধামাচাপা দিতে ৩০ বছর বয়সি ভারতীয় দলের উইকেটরক্ষকের কাছে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে ৫ ম্যাচের টি২০ সিরিজ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।
তার আগে স্যামসন স্বস্তির নিঃশ্বাস ফেলতেই পারেন। কারণ, তাঁর অধিনায়ক সূর্যকুমার যাদব তাঁর পাশে দাঁড়িয়েছেন। ভারতের টি২০ বিশ্বকাপ জয়ের পর ২০২৪-এ স্যামসন দুর্দান্ত খেলেছেন। বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে পাঁচ ইনিংসের ব্যবধানে তিনটি টি২০ সেঞ্চুরি করেছেন। যা তাঁকে এক ক্যালেন্ডার বর্ষে বিরল কৃতিত্বের অধিকারী প্রথম ব্যাটারের মর্যাদা দিয়েছে। এই ইস্যুতে কলকাতার ইডেন গার্ডেনে ইংল্যান্ডের বিরুদ্ধে ভারতের প্রথম টি২০-র আগে সূর্যকুমার বলেছেন, 'বর্তমানে ভারতের টি২০ দলে উইকেটরক্ষক রদবদলের কোনও প্রশ্নই নেই। সঞ্জু গত ৭-৮ মাসে দুর্দান্ত খেলেছে। ও কী করতে পারে, সেটা দেখিয়েছে।'
আরও পড়ুন- শ্রমিক বাবাকে লক্ষ লক্ষ টাকার সুপার বাইক! বিরাট উপহারে ঝড় তুললেন রিঙ্কু সিং
স্যামসন ২০২৪ সালের ডিসেম্বরের শুরুতে সৈয়দ মুশতাক আলি ট্রফিতে কেরলের নেতৃত্ব দিয়েছিলেন। এরপরই ৫০ ওভারের বিজয় হাজারে ট্রফি (ভিএইচটি) টুর্নামেন্টের ক্যাম্প থেকে তিনি ছুটি নেন। কিন্তু, তিনি ছুটি নেওয়ায় কেরল ক্রিকেট অ্যাসোসিয়েশন স্যামসনকে আর রাজ্য দলে ফেরায়নি। তাতে অবশ্য কেরলের ক্ষতিই হয়েছে। বিজয় হাজারে ট্রফির গ্রুপ পর্ব থেকেই ছিটকে গিয়েছে দক্ষিণের দল।