Advertisment

Samson likely to miss Ranji: বিরাট দুঃসংবাদ! তর্জনীতে আঘাত সঞ্জু স্যামসনের, খেলতে পারবেন না গুরুত্বপূর্ণ ম্যাচ

Sanju Samson likely to miss Ranji Trophy quarterfinal: মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম ও শেষ টি২০-তে আঙুলে চোট পেয়েছেন সঞ্জু স্যামসন। তাঁকে ৪-৬ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকতে হতে পারে।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sanju Samson

Sanju Samson: সঞ্জু স্যামসন।

Sanju Samson likely to miss Ranji Trophy quarterfinal: চোটের জেরে দীর্ঘদিন মাঠের বাইরে থাকতে হবে ভারতের টি২০ দলের ওপেনার সঞ্জু স্যামসনকে। তিনি রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে খেলতে পারবেন না। মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ম তথা সিরিজের শেষ টি২০-তে আঙুলে চোট পেয়েছেন সঞ্জু। ইনজুরির কারণে তিনি জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে কেরলের হয়ে রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনাল খেলতে পারবেন না। ওয়াংখেড়েতে জোফরা আর্চারের বলে ভারতের এই উইকেটরক্ষক-ব্যাটসম্যানের তর্জনীতে আঘাত লেগেছে। 

Advertisment

সংবাদ সংস্থার প্রতিবেদন অনুসারে, সঞ্জু ইতিমধ্যেই তিরুবনন্তপুরমে বাড়ি ফিরে গেছেন। জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) চোট থেকে ফিরে আসার পর তিনি প্রশিক্ষণ শুরু করবেন। চোট শেষে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরে আসার তাঁকে এনসিএর অনুমতি নিতে হবে। এই অনুমতি মিললে সঞ্জু স্যামসন ২০২৫ সালে রাজস্থান রয়্যালসের হয়ে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)-এ খেলতে নামবেন। সূত্রের খবর, 'স্যামসনের ডান হাতের তর্জনীতে চোট লেগেছে। নেটে অনুশীলনে ফিরতে তাঁর ৫ থেকে ৬ সপ্তাহ সময় লাগবে। তাই ৮-১২ ফেব্রুয়ারি, পুনেতে হতে চলা কেরলের রঞ্জি ট্রফির কোয়ার্টার ফাইনালে (জম্মু ও কাশ্মীরের বিরুদ্ধে) স্যামসনের খেলার কোনও সম্ভাবনা নেই। সম্ভবত, রাজস্থান রয়্যালসের হয়ে আইপিএলের সময়ই তাঁর প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন ঘটবে।'

আর্চারের করা ম্যাচের তৃতীয় বলেই স্যামসনের আঘাত লেগেছে। বলটি প্রায় ১৫০ কিলোমিটার গতিতে ছিল। প্যাভেলিয়নে ফেরার পর সঞ্জুর আঙুলের ফোলাভাব আরও বেড়ে যায়। স্ক্যানে ফ্র্যাকচার ধরা পড়েছে। গত ৫টি টি২০ ম্যাচের ৩টিতে সেঞ্চুরি করা সঞ্জু ইংল্যান্ডের বিরুদ্ধে টি২০ সিরিজে ভালো খেলতে পারেননি। ডানহাতি এই ব্যাটার ৫ ম্যাচে মাত্র ৫১ রান করেছেন। কলকাতায় প্রথম টি২০-তে ২৬ ছিল তাঁর সর্বোচ্চ রান। আর্চার, মার্ক উড ও সাকিব মাহমুদের শর্ট ডেলিভারি খেলতে গিয়ে বাকি ম্যাচগুলোয় তিনি আউট হয়ে যান।

আরও পড়ুন- অভিষেকের দুর্দান্ত ইনিংস দেখেই লাফালাফি মুকেশের, আম্বানির উচ্ছ্বাসে তাজ্জব নেটিজেনরা

Advertisment

প্রস্তুতিমূলক ক্যাম্পে যোগ না দেওয়ায়, সঞ্জু স্যামসনকে সম্প্রতি বিজয় হাজারে ট্রফি থেকে বাদ দেওয়া হয়েছিল। ইংল্যান্ডের বিরুদ্ধে ৩টি ওয়ানডে এবং চ্যাম্পিয়ন্স ট্রফির ভারতীয় দলেও রাখা হয়নি। ৩০ বছর বয়সি এই খেলোয়াড়কে এখন তাঁর পরবর্তী সুযোগের জন্য অপেক্ষা করতে হবে। সম্ভবত তাঁকে আগস্টে বাংলাদেশের বিরুদ্ধে সিরিজে ভারতীয় দলে দেখা যাবে।

cricket Ranji Trophy Cricket News T20 Sanju Samson Wankhede Stadium
Advertisment