Advertisment

ধোনির উত্তরসূরি হিসাবে CSK-তে এই তারকা কিপার! বড় খবরের ইঙ্গিত পাওয়া গেল টুইটারে

আগামী আইপিএলের পরেই সম্ভবত আইপিএল কেরিয়ারেও দাঁড়ি টানবেন ধোনি। তাঁর পরিবর্ত হিসাবে উঠে আসছে সঞ্জু স্যামসনের নাম।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

ভারতীয় ক্রিকেটের উদীয়মান নক্ষত্র ধরা হয় সঞ্জু স্যামসনকে। জাতীয় দলে অনিয়মিত হলেও আইপিএলের অন্যতম বড় নাম সঞ্জু। কিছুদিন আগেই শেষ হওয়া আইপিএলে রাজস্থান রয়্যালস দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি।

Advertisment

তবে সম্ভবত সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালস ছাড়তে চলেছেন। আগামী আইপিএলের আগে ১০ দলের মেগা নিলাম আয়োজিত হবে। সেই নিলামের আগে সম্ভবত রাজস্থান রয়্যালস বিস্ফোরক এই উইকেটকিপার ব্যাটসম্যানকে ছেড়ে দিতে পারে। এমনটাই একাধিক প্রচারমাধ্যামে জানানো হচ্ছে। সঞ্জু স্যামসনের নতুন ঠিকানা হতে পারে সিএসকে। সম্প্রতি টুইটারে সঞ্জু স্যামসন রাজস্থান রয়্যালসকে আনফলো করে সিএসকেকে ফলো করায় সেই জল্পনা আরও জোরালো হয়েছে। অনমনোরামা-র খবর এমনটাই।

আরও পড়ুন: ভারতের বিদায়ে আইসিসির মাথায় হাত! কোটি কোটি ডলার ক্ষতির মুখে সংস্থা

সিএসকের জার্সিতে ধোনির কেরিয়ার শেষের পথে। সিএসকের মালিক এন শ্রীনিবাসন সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেছিলেন, ধোনিকে রিটেন করে অর্থ খরচ করুক সিএসকে, তা চান না ধোনি নিজেই। সূত্রের খবর, আসন্ন আইপিএলের পরেই বুটজোড়া তুলে রাখতে পারেন মাহি। তাই নিলামে ধোনির উত্তরসূরি হিসাবে সঞ্জু স্যামসনকে টার্গেট করতে পারে হলুদ জার্সি।

গতবারের আইপিএলে স্টিভ স্মিথ রাজস্থানকে মোটেও প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেননি। তাই স্মিথকে ছেড়ে দেওয়ার পরে সঞ্জু স্যামসনকে নেতা বেছেছিল রাজস্থান। সঞ্জুর নেতৃত্বেও রাজস্থান টিম হিসাবে নিজেদের মেলে ধরতে ব্যর্থ। প্লে অফে আরও একবার উঠতে পারেনি মরু শহরের ফ্র্যাঞ্চাইজি। দলগতভাবে রাজস্থান ব্যর্থ হলেও উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে দুর্দান্ত খেলেছেন সঞ্জু। ১৪ ম্যাচে ৪০.৩৩ গড়ে ৪৮৪ রান করেছেন তারকা

publive-image

এখন দেখার, সিএসকে ধোনির প্রস্থানের সঙ্গে সঞ্জুর আগমন কীভাবে মসৃনভাবে সম্পন্ন করে। ধোনি আইপিএল চলাকালীনই অবসরের জল্পনা উড়িয়ে বলেছিলেন, চেন্নাইয়ের দর্শকদের সামনে আইপিএল খেলেই অবসর নিতে চান।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Chennai Super Kings CSK Rajasthan Royals MS DHONI sanju IPL
Advertisment