Sanjay Sen Exclusive: 'মুখের ওপর না বলতে পারি না...', আদৌ বাংলার কোচ হবেন সঞ্জয় সেন?

Sanjay Sen: একথা অনস্বীকার্য, সঞ্জয় সেন বাংলার অন্যতম সেরা ফুটবল কোচ। সম্প্রতি সন্তোষ ট্রফিতে তিনি বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। আগামী মরশুমেও তাঁকেই কোচ করার প্রস্তাব দিয়েছেন অরূপ বিশ্বাস।

Sanjay Sen: একথা অনস্বীকার্য, সঞ্জয় সেন বাংলার অন্যতম সেরা ফুটবল কোচ। সম্প্রতি সন্তোষ ট্রফিতে তিনি বাংলাকে চ্যাম্পিয়ন করেছেন। আগামী মরশুমেও তাঁকেই কোচ করার প্রস্তাব দিয়েছেন অরূপ বিশ্বাস।

author-image
Koushik Biswas
New Update
Sanjay Sen

বাংলা ফুটবল দলের কোচ সঞ্জয় সেন

Sanjay Sen: আগামী সন্তোষ ট্রফিতেও (Santosh Trophy 2025) বাংলা ফুটবল দলকে (Bengal Football Team) কোচিং করাবেন সঞ্জয় সেন? ব্যাপারটা নিয়ে ইতিমধ্যে বিস্তর জলঘোলা শুরু হয়েছে। সোমবার (২৩ জুন) কলকাতা ফুটবল লিগের উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেখানেই রাজ্যের ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas) প্রস্তাব দেন, সঞ্জয় সেনকেই আগামী সন্তোষ ট্রফিতে বাংলা ফুটবল দলের কোচ করা হোক। কিন্তু, সঞ্জয় সেন কি নিজে আর বাংলা ফুটবল দলের কোচ হতে চান? ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে সেকথাই জানালেন তিনি।

Advertisment

চিন্তাভাবনার সময় দরকার - সঞ্জয় সেন

অনুষ্ঠানের পর সঞ্জয় সেন বললেন, 'এটা অরূপ বিশ্বাস ওঁর ভালবাসা থেকে বলেছেন। ওঁর চাহিদা থেকে বলেছেন। এই ঘোষণাটি আমার কাছে আসলে একটা চমকের মতোই ছিল। আমি নিজেও প্রত্যাশা করিনি যে এমন কিছু ঘোষণা করা হতে পারে। এই ঘোষণাটি আমার কাছে অত্যন্ত গৌরবের। তবে প্রত্যেকটা মানুষেরই চিন্তাভাবনা করার জন্য একটা সময় দরকার লাগে। আমি সরাসরি মুখের উপর না বলতে পারি না। তবে প্রস্তাবটা অবশ্যই ভাল। আমি আবারও বলব, বাংলা ফুটবল দলের কোচ যেই হোন না কেন, সে তাঁর মতো করে দল নির্বাচন করতে পারবেন। শেষপর্যন্ত কী হয়, দেখা যাক।'

Advertisment

CFL 2025: 'ভূমিপুত্রদেরই নিয়েই হোক কলকাতা লিগ', IFA-র কাছে আবেদন ক্রীড়ামন্ত্রীর, রেফারিং নিয়েও অসন্তোষ প্রকাশ

গত বছর সন্তোষ ট্রফি শুরু হওয়ার আগে বাংলা ফুটবল দলকে নিয়ে অনেকেই কটাক্ষ করেছিলেন। কিন্তু, যাবতীয় কটাক্ষের যোগ্য জবাব দিয়েছিলেন সঞ্জয় সেন। ফাইনাল ম্য়াচে কেরালার বিরুদ্ধে খেলতে নেমেছিল বাংলা ফুটবল দল। এই ম্য়াচে ১-০ গোলে বাংলা জয়লাভ করে। বাংলার হয়ে জয়সূচক গোলটি করেছিলেন রবি হাঁসদা (৯০+৪ মিনিট)।

P K Banerjee: জন্মদিনেই অনন্য সম্মান পি কে ব্যানার্জিকে, সেরার সেরা কোচকে নিয়ে বিরাট ঘোষণা IFA-র

এই প্রসঙ্গে আপনাদের জানিয়ে রাখি, ২০২৫ কলকাতা ফুটবল লিগ বাংলার কিংবদন্তী খেলোয়াড় প্রদীপ কুমার বন্দ্যোপাধ্যায়কে উৎসর্গ করা হয়েছে। বাংলা তথা গোটা ভারতের ফুটবলে পি কে ব্যানার্জীর অবদান যে কতখানি, সেটা আর আলাদা করে বলে দেওয়ার দরকার নেই। IFA-র এই সিদ্ধান্তকে কুর্নিশ জানালেন সঞ্জয় সেন। তিনি বলেন, 'এটা অবশ্যই একটা দারুণ উদ্যোগ। এমন উদ্যোগ আগে কখনও গ্রহণ করা হয়নি। প্রদীপ'দা একজন কিংবদন্তী ব্যক্তিত্ব। আমার আরও ভাল লাগার কারণ হল, আমি নিজে রেলওয়ে কর্মী। আমার কোচিংটাই শুরু হয় ওঁর হাত ধরে। প্রদীপদার আন্ডারে রেলের হয়ে আমি খেলেওছি। এটা অত্যন্ত গৌরবের একটি মুহূর্ত। এটা তো শুরু হল। এবার প্রতি বছরই কোনও না কোনও বিখ্যাত ক্রীড়াবিদদের নিয়ে CFL চিন্তাভাবনা করবে। এটা অবশ্যই একটা দারুণ উদ্য়োগ।' 

Sanjay Sen Bengal Football Team Santosh Trophy 2025 Aroop Biswas