Sapir Berman: আন্তর্জাতিক ফুটবলে প্রথম ট্রান্সজেন্ডার রেফারি, ইতিহাসে সাপির বারম্যান

She took charge of the Women’s U-17 Euro qualifier between Northern Ireland and Montenegro: তিনি উত্তর আয়ারল্যান্ড ও মন্টেনেগ্রোর মধ্যে মহিলা অনূর্ধ্ব-১৭ ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করেছেন।

She took charge of the Women’s U-17 Euro qualifier between Northern Ireland and Montenegro: তিনি উত্তর আয়ারল্যান্ড ও মন্টেনেগ্রোর মধ্যে মহিলা অনূর্ধ্ব-১৭ ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিচালনা করেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Sapir Berman: ম্যাচে রেফারি সাপির বারম্যান

Sapir Berman: ম্যাচে রেফারি সাপির বারম্যান। (ছবি- ফেসবুক)

Sapir Berman Creates History as First Transgender Referee in International Football: সোমবার, ইসরায়েলি রেফারি সাপির বারম্যান আন্তর্জাতিক ফুটবলে নতুন ইতিহাস গড়েছেন। প্রথম ট্রান্সজেন্ডার রেফারি হিসেবে তিনি কোনও আন্তর্জাতিক ম্যাচ পরিচালনা করলেন। ৩০ বছর বয়সি বারম্যান উত্তর আয়ারল্যান্ড ও মন্টেনেগ্রোর মধ্যে মহিলা অনূর্ধ্ব-১৭ ইউরো বাছাইপর্বের ম্যাচ পরিচালনার দায়িত্ব পালন করেছেন। এই ম্যাচ আয়োজিত হয়েছে উত্তর আয়ারল্যান্ডের রাজধানী বেলফাস্টে। 

Advertisment

এই প্রসঙ্গে বারম্যান বলেন, 'এটি একটি অসাধারণ অনুভূতি। প্রচণ্ড গর্ব হচ্ছে। ভাষায় প্রকাশ করতে পারছি না, এমন উত্তেজনা অনুভব করছি। সবচেয়ে বড় ব্যাপার হল, নিজের পছন্দের কাজটা চালিয়ে যেতে পারছি। এটি সেই পৃথিবী, যেখানে আমি বড় হয়েছি এবং যা আমাকে গড়ে তুলেছে। আমি আমার সেরা পারফরম্যান্স দেওয়ার চেষ্টা করছি। আমার দেশকে প্রতিনিধিত্ব করতে, ট্রান্সজেন্ডার কমিউনিটিতে আমার বোনদের পাশে দাঁড়াতে এবং প্রতিটি স্বপ্ন পূরণ করা সম্ভব, এটা প্রমাণ করতেই আমি এটা চালিয়ে যেতে চাই।'

বারম্যানের মতে, ফুটবল মাঠে বৈচিত্র্য দেখা গেলে তা স্বাভাবিকতাই বাড়ায় এবং প্রতিভা ও প্রতিশ্রুতিই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেই বার্তা দেয়। 

২০২১ সালে বারম্যান ঘোষণা করেন যে তিনি ট্রান্সজেন্ডার। এখন তিনি ইসরায়েলের সেরা ফুটবল লিগের একমাত্র মহিলা রেফারি হিসেবে কাজ করছেন। তিনি জানান, ছোটবেলা থেকেই তিনি নিজেকে মেয়ে হিসেবে দেখেছেন, কিন্তু সমাজের প্রতিক্রিয়া নিয়ে শঙ্কিত ছিলেন।

Advertisment

বারম্যান বলেন, 'আমি বুঝতে পেরেছিলাম যে সমাজ আমাকে মেনে নেবে না। আমাকে সমর্থন করবে না। তাই আমি প্রায় ২৬ বছর ধরে নিজেকে আড়ালে রেখেছি। কিন্তু প্রায় ছয় মাস আগে, আমি সিদ্ধান্ত নিলাম যে নিজেকে প্রকাশ করব, প্রথমত আমার নিজের জন্য, আর সবচেয়ে বড় কথা, আমার আত্মার জন্য।'

এই আন্তর্জাতিক রেফারি জানিয়েছেন, তাঁর সিদ্ধান্তের পর, খেলোয়াড় এবং দর্শকরাও এই পরিবর্তনকে মেনে নিয়েছে। তাঁরা তাঁকে হিব্রু ভাষার নারীবাচক শব্দ দিয়েই সম্বোধন করতে শুরু করেছেন। যা বারম্যান সম্মানজনক পরিবর্তন হিসেবেই দেখেন। 

আরও পড়ুন- শেষ তিন বছরে সবচেয়ে ধারাবাহিক দল গুজরাট টাইটানস, দাবি ক্যাপ্টেন গিলের

বারম্যানের এই সাহসী পদক্ষেপ ক্রীড়াজগতে লিঙ্গ সমতার পথে নতুন দিগন্ত খুলে দিয়েছে, যা ট্রান্সজেন্ডার সম্প্রদায়ের জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

Sapir Berman Football transgender history Israel