সরফরাজের পরিবর্তে এক জোড়া নতুন অধিনায়ক পেল পাকিস্তান। ক্রিকেটের দীর্ঘতম ফর্ম্য়াটে আজহার আলি ক্য়াপ্টেন হচ্ছেন। কুড়ি ওভারের ক্রিকেটে অধিনায়কত্বের দায়িত্ব দেওয়া হল স্টার ব্য়াটসম্য়ান বাবর আজমকে।
اظہر علی کو قومی ٹیسٹ کرکٹ ٹیم کا کپتان مقرر کردیا گیا
اظہر علی آسٹریلیا کے خلاف 2 ٹیسٹ میچز میں قومی ٹیسٹ ٹیم کی قیادت کریں گے
بابر اعظم کو قومی ٹی ٹونٹی کرکٹ ٹیم کا کپتان بنادیا گیا https://t.co/PwyboJRRE4
— PCB Media (@TheRealPCBMedia) October 18, 2019
চলতি মাসের শেষে পাকিস্তান যাচ্ছে শ্রীলঙ্কা সফরে। তার আগেই এই পরিবর্তন আনল পাকিস্তান। সদ্য়ই দ্বীপরাষ্ট্রের দ্বিতীয় সারির দল পাকিস্তানে এসে সরফরাজদের তিন ম্য়াচের টি-২০ সিরিজে তুলোধোনা করেছে। ওয়ান ডে-তে শ্রীলঙ্কা ০-২ এ হেরেছিল। তবে টি-২০ তে পাকিস্তানকে পর্যুদস্ত করে সেই হারের প্রতিশোধ তুলেছিল।
আরও পড়ুন: পাকিস্তানকে টি২০ সিরিজে হোয়াইটওয়াশ করল শ্রীলঙ্কা
উইকেটকিপার-ব্য়াটসম্য়ান সরফরাজের নেতৃত্বে পাকিস্তান ১৩টি টেস্টের মধ্য়ে চারটি জিতেছে। ৩৭টি টি-২০ ম্যাচের মধ্য়ে ২৯টিতে জয় এসেছে। সরফরাজের নেতৃত্বেই পাকিস্তান ২০১৭ সালে চ্য়াম্পিয়ন্স ট্রফি জেতে ভারতকে হারিয়ে। ১৯৯২ সালে ইমরান খানের পাকিস্তান বিশ্ব জয় করেছিল। তারপর সরফরাজের হাত ধরেই পাকিস্তান আইসিসি-র কোনও আন্তর্জাতিক ইভেন্টে সেরার খেতাব পায়।