Sarfaraz Khan weight loss: বারবার শরীর নিয়ে খোঁটা, এই ডায়েটেই ওজন কমিয়ে বাজিমাত টিম ইন্ডিয়ার ব্যাটারের

Sarfaraz Khan fitness: মুম্বইয়ে জন্ম নেওয়া সরফরাজ খান ফিট থাকার জন্য সেদ্ধ সবজি ও চিকেনের কড়া ডায়েট মেনে চলছেন। তিনি দিনে দুইবার করে অনুশীলন করছেন।

Sarfaraz Khan fitness: মুম্বইয়ে জন্ম নেওয়া সরফরাজ খান ফিট থাকার জন্য সেদ্ধ সবজি ও চিকেনের কড়া ডায়েট মেনে চলছেন। তিনি দিনে দুইবার করে অনুশীলন করছেন।

author-image
Subhamay Mandal
New Update
Sarfaraz Khan Weight Loss: কী খেয়ে কামাল দেখালেন সরফরাজ খান?

Sarfaraz Khan Weight Loss: কী খেয়ে কামাল দেখালেন সরফরাজ খান?

Sarfaraz Khan England preparation: ইংল্যান্ডের বিরুদ্ধে টিম ইন্ডিয়ার এ স্কোয়াডে সুযোগ পেয়েছেন সরফরাজ খান। আর এই কারণেই প্রচুর ঘাম ঝরাচ্ছেন সরফরাজ। কড়া ডায়েটের মধ্যে রয়েছেন তিনি। যার জেরে ১০ কেজি ওজন কমিয়েছেন স্থূলকায় চেহারের মারকুটে ব্যাটার। সরফরাজ এখনও পর্যন্ত বিদেশের মাটিতে কোনও টেস্ট ম্যাচ খেলেননি। ২০২৪ সালে ভারতের মাটিতে এই ইংল্যান্ডের বিরুদ্ধেই অভিষেক হয়েছিল তাঁর। ২৭ বছরের সরফরাজ ইংল্যান্ড লায়ন্সের বিরুদ্ধে ইন্ডিয়া এ স্কোয়াডে সুযোগ পেয়েছেন। সেই সুযোগের পুরোপুরি সদ্ব্যবহার করতে নেটে প্রচুর কসরত করছেন সরফরাজ।

Advertisment

মুম্বইয়ে জন্ম নেওয়া সরফরাজ খান ফিট থাকার জন্য সেদ্ধ সবজি ও চিকেনের কড়া ডায়েট মেনে চলছেন। তিনি দিনে দুইবার করে অনুশীলন করছেন। বিশেষ করে অফ-স্টাম্পের বাইরের বল মোকাবিলার কৌশল নিয়ে কাজ করছেন, কারণ ইংল্যান্ডের সুইং সহায়ক কন্ডিশনে সাফল্যের জন্য এই দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সর্বশেষ টেস্ট খেলেছেন নিউজিল্যান্ডের বিরুদ্ধে

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে সরফরাজ খান একটি ম্যাচেও সুযোগ পাননি। তিনি শেষবার ভারতের হয়ে টেস্ট খেলেছিলেন মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। এখনও পর্যন্ত ছয়টি টেস্ট ম্যাচে তিনি ৩৭.১০ গড়ে এক শতরান ও তিনটি হাফসেঞ্চুরি-সহ ৩৭১ রান করেছেন। তাঁর একমাত্র টেস্ট শতরান নিউজিল্যান্ডের বিরুদ্ধেই বেঙ্গালুরুতে, যেখানে তিনি ১৫০ রানের অসাধারণ ইনিংস খেলেছিলেন। এর আগে তিনি মুম্বইয়ের হয়ে ইরানি কাপ জেতানোর পথে অপরাজিত ২২২ রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন।

Advertisment

আরও পড়ুন শরীর নিয়ে খোঁটা শুনতে শুনতে ক্লান্ত, কঠোর পরিশ্রমে ১০ কেজি ঝরালেন টিম ইন্ডিয়ার ব্যাটার

রোহিত- বিরাটের জায়গা ফাঁকা, নজর সেই জায়গা পূরণে

রোহিত শর্মা ও বিরাট কোহলির টেস্ট থেকে অবসরের পর ভারতের প্লেয়িং ইলেভেনে দুটি জায়গা খালি হয়েছে। তাই সরফরাজ খান ‘ইন্ডিয়া এ’-এর হয়ে ভাল পারফর্ম করে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে জায়গা করে নিতে চান। তাঁর বাবা নওশাদ খানের তত্ত্বাবধানে তিনি কঠোর পরিশ্রম করছেন যাতে বিদেশের কন্ডিশনে সফল হওয়া যায় এবং জাতীয় দলের স্থায়ী সদস্য হওয়া যায়। টেস্ট দলে সুযোগ পাওয়ার আগে সরফরাজ ঘরোয়া ক্রিকেটে প্রচুর রান করে জাতীয় নির্বাচকদের নজর কেড়েছেন।

আরও পড়ুন ভয়ঙ্কর সিদ্ধান্ত ম্যাককালামের! ইন্ডিয়ার সঙ্গে সিরিজের আগেই ইংল্যান্ড টিমে উথাল-পাথাল

weight loss Sarfaraz Khan