মাত্র কয়েক ঘণ্টা আগেই ব্য়াংককে ইতিহাস লিখেছে ভারত। রবিবাসরীয় রাতে ব্য়াডমিন্টনের মানচিত্রে দেশকে আলাদা একটা জায়গা করে দিয়েছেন সাত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি। বিডব্লিউএফ ওয়ার্ল্ড ট্য়ুর সুপার ফাইভ হানড্রেড থাইল্য়ান্ড ওপেন (বিডব্লিউএফ সুপারসিরিজ নামেই পরিচিত ছিল অতীতে) জিতেছেন। এর আগে ভারতের কোনও জুটি এই নজির গড়েননি। ফাইনালে সাত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি চিনা প্রতিদ্বন্দ্বী জুন হুই লি এবং ইউ চেন লুইকে হারিয়েছেন। তাঁদের পক্ষে ফল ২১-১৯ ১৮-২১ ২১-১৮।
৬২ মিনিটের রুদ্ধশ্বাস লড়াইয়ে যে কোনও টিমই জিততে পারত। কিন্তু মাথা ঠান্ডা রেখে অত্য়ন্ত বুদ্ধি করে খেলেই ভারতীয় জুটি বাজিমাত করেছে। ২০১৬-র মার্ট থেকে একসঙ্গে খেলছেন সাত্ত্বিকসাইরাজ-চিরাগ। মার্চে পোলিশ ইন্টারন্যাশনাল চ্য়ালেঞ্জ থেকে শুরু হয়েছিল। কঠোর পরিশ্রম আর অধ্য়াবসায়ের দাম পেলেন তাঁরা।
আরও পড়ুন: চোখের জলে ব্যাডমিন্টনকে বিদায় জানালেন লি, মারণ রোগের সঙ্গে লড়ছেন তিনি
সাত্ত্বিকসাইরাজ-চিরাগদের কৃতিত্ব শুধু তাঁদের একার নয়। দেশের ডাবলস ব্য়াডমিন্টন টিমকে শক্তিশালী করার জন্য় রয়েছেন পুলেল্লা গোপীচাঁদ। তিনিই ভারতের চিফ কোচ। কিন্তু গোপীচাঁদের টিমে রয়েছেন অ্যাথেন্স অলিম্পিকে ব্রোঞ্জ পদকজয়ী ব্য়াডমিন্টন খেলোয়াড় ফ্ল্য়ান্ডি লিম্পেলে। এখানেই শেষ নয় সাত্ত্বিকসাইরাজ-চিরাগদের কোচিং করান ট্য়ান কিম হার। এনার কোচিংয়েই ভারতের ডাবলস শাটলাররা অনেক উন্নতি করছে। রবিবাসরীয় জয় তারই প্রমাণ। সাত্ত্বিকসাইরাজ-চিরাগের পারফরম্য়ান্সে উচ্ছ্বসিত কোচ গোপীচাঁদ। ডিএনএ-কে তিনি বললেন,"এই সপ্তাহে ওরা অত্য়ন্ত ভাল ব্য়াডমিন্টন খেলেছে। আমি নিশ্চিত এই জয় ওদের আত্মবিশ্বাস অনেকটাই বাড়িয়ে দেবে। আমি নিশ্চিত ভবিষ্য়তেও ওরা এভাবেই আরও জয় ছিনিয়ে আনতে পারবে।"