Advertisment

Saudi Arabia open to hosting IPL matches: IPL-কে টেক্কা দিয়ে কয়েকশ কোটির নতুন লিগ? তেলে ভাসমান ধনকুবের দেশ থেকে এল বিরাট আপডেট

IPL Auction 2025 in Jeddah Saudi Arabia: ক্রিকেট দুনিয়ায় পা রাখছে সৌদি। তবে নতুন কোনও লিগ আয়োজন করে নয়। আইপিএলের ম্যাচ সৌদিতে আয়োজনের মাধ্যমে।

author-image
IE Bangla Sports Desk
আপডেট করা হয়েছে
New Update
IPL Auction in Jeddah

IPL Auction in Jeddah: জেড্ডায় এবার বসেছিল আইপিএল নিলামের আসর (বিসিসিআই)

IPL Auction 2025 in Jeddah Saudi Arabia: এখনই টি২০ লিগ চালু করার কোনও অভিপ্রায় নেই। তবে আইপিএল ম্যাচ আয়োজনের ইচ্ছা রয়েছে ষোলআনা। জেড্ডায় আন্তর্জাতিক মানের এক ক্রিকেট স্টেডিয়াম আয়োজন করা হবে। এমনটাই জানিয়েছে, সৌদি আরব ক্রিকেট সংস্থার চেয়ারম্যান সৌদ বিন মাসাল আল সাউদ।

Advertisment

ক্রিকবাজ-এর এক প্রতিবেদন অনুযায়ী, আল সাউদকে উদ্ধৃত করে বলা হয়েছে সৌদি আরব মোটেই আইপিএলে বিনিয়োগ করবে না। একাধিক প্রতিবেদনে এই আগে জানানো হয়েছিল, নিজস্ব টি২০ ফ্র্যাঞ্চাইজি লিগ চালু করবে সৌদি আরব। সেই সঙ্গে আইপিএলেও বিনিয়োগ করবে।

সেই দাবি খারিজ করে আল সাউদ ক্রিকবাজ-কে বলেছেন, "এটা মোটেও ঠিক নয়। একদমই সত্যি নয়।" তবে আইপিএলের ম্যাচ আয়োজনের সত্যটা নিয়ে তিনিই সেই প্রচারমাধ্যমে বলেছেন, "কেন নয়?" জানা গিয়েছে, সৌদি ক্রিকেট সংস্থার তরফে এই নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে একপ্রস্থ আলোচনা হয়েছে। আলোচনা হয়েছে সৌদি সরকারের সঙ্গেও।

আরও পড়ুন: ওয়ার্নার-উইলিয়ামসন থেকে পৃথ্বী শ! হৃদয় ভেঙে দিয়ে একের পর এক সুপারস্টার এবার আনসোল্ড

সৌদির জন বিনিয়োগ তহবিল (পিআইএফ)-এর তরফে ক্রীড়াক্ষেত্রের বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করা হয়েছে- যেমন টেনিস, ফুটবল, গলফ। সৌদি আরবের ঘরোয়া ফুটবল লিগের মুখ স্বয়ং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সৌদি ধনকুবের নিউক্যাসেল ইউনাইটেড-ও কিনেছেন। লিভ গলফ-এ পিআইএফ-এর তরফে ২ বিলিয়ন ডলার বিনিয়োগ করা হয়েছে। যা বিশ্বের সেরা গলফারদের আকর্ষণ করেছে সাম্প্রতিককালে।

আল সৌদ জানিয়েছেন, ক্রিকেট সাম্রাজ্যে পা দেওয়ার প্ৰথম পদক্ষেপ হবে আইপিএল আয়োজন করা। "আইপিএল নিলাম আয়োজন করা বড় ব্যাপার। এটা আমাদের পরিকল্পনা দ্রুত বাস্তবায়ন ঘটাতে সমর্থ হবে। সৌদি সরকার এবং জয় শাহের সাহায্য ছাড়া এটা আয়োজন করা সম্ভব ছিল না।"

গত রবিবার এবং সোমবার আইপিএলের মেগা নিলামের আয়োজন বসেছিল সৌদি আরবের জেড্ডায়। লিগের ইতিহাসে সবথেকে ধনী ক্রিকেটার হয়েছেন ঋষভ পন্থ। লখনৌ সুপার জায়ান্টস এবারের নিলামে ২৭ কোটি টাকা খরচ করে কিনে নিয়েছে পন্থকে।

BCCI saudi arabia IPL Saudi Arab ipl auction Jay Shah
Advertisment