/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/08/Sourav-Chaudhary.png)
Asian Games 2018: চাষের কাজে বাবাকে সাহায্য করেন ‘সোনার’ ছেলে সৌরভ
মঙ্গলবার চলতি এশিয়ান গেমসের তৃতীয় দিনে চমকে দিয়েছে সৌরভ চৌধুরি। বছর ষোলোর উত্তরপ্রদেশের মীরাটের বাসিন্দা ১০ মিটার এয়ার পিস্তলে দেশের জন্য সোনা ছিনিয়ে এনেছে। এশিয়ান গেমসের আসরে পঞ্চম ভারতীয় হিসেবে স্বর্ণপদক জয়ের নজির গড়েছে সৌরভ। উত্তরপ্রদেশ সরকারের পক্ষ থেকেও ১০ লক্ষ টাকার পুরস্কার ঘোষণা করা হয়েছে তার জন্য়।
Saurabh gets a ????!
Making his Asian Games debut and how!
Our 16 year old shooter, Saurabh Chaudhary shot his way to earn himself and the nation a ????medal in men’s 10m Air Pistol event with an Asian Games record score of 240.7???????? is proud of you.#TOPSAthlete#AsianGames2018 pic.twitter.com/YtzW7lZ1QX— SAIMedia (@Media_SAI) August 21, 2018
এদিন সৌরভের লড়াইটা কিন্তু মোটেই সহজ ছিল না। জীবনের প্রথম সিনিয়র ইভেন্ট ও এশিয়াড অভিষেকে সৌরভকে লড়তে হয়েছে একাধিকবারের বিশ্ব ও অলিম্পিক চ্যাম্পিয়নদের সঙ্গে। কিন্তু এই বয়স দাঁড়িয়েও মাথা ঠান্ডা রেখে অত্যন্ত পরিণত পারফরম্যান্স দিয়েছে সৌরভ। এমনকি গেসম রেকর্ডও তৈরি করেছে সে।
সৌরভের শেষ দু’টো শট ছিল ১০.২ ও ১০.৪। এই লিডই ইভেন্টে ফারাক গড়ে দেয়। কয়েক মাস আগেই জার্মানে অনুষ্ঠিত জুনিয়র বিশ্ব চ্যাম্পিয়নশিপে সৌরভ বিশ্ব রেকর্ড ভেঙেছিল। কিন্তু কেউ কল্পনা করতে পারেননি যে, মাত্র ১৬ বছর বয়সে সৌরভ যশপল রানা, রনধির সিং, জিতু রাই ও রঞ্জন সোধিদের ছুঁয়ে ফেলবে।
আরও পড়ুন: Asian Games 2018 Day 3 Live Updates Live Streaming: সৌরভের সোনা, সঞ্জীবের রুপো ও অভিষেকের ব্রোঞ্জ
মীরাটের কলিনা গ্রামে থাকে সৌরভ। একাদশ শ্রেণির ছাত্র সে। বাবা পেশায় কৃষক। সুযোগ পেলে সৌরভও চাষের কাজে হাত লাগায়। ভালবেসেই করে সেটা। সৌরভ বলেছে, “আমার চাষআবাদের কাজ ভালই লাগে। ট্রেনিংয়ের বাইরে খুব একটা সময় পাই না। কিন্তু এর মধ্যেও বাড়ি থাকলে বাবাকে সাহায্য করি।'' মীরাট থেকে ৫৩ কিলোমিটার দূরে বেনোলি বাঘপথের অমিত শেওরানের অ্যাকাডেমিতে ট্রেনিং নেয় সৌরভ। এশিয়াডের পরেই বিশ্ব চ্যাম্পিয়নশিপে নামবে সে।