Advertisment

Virender Sehwag’s Son: বাপ কা বেটা! মাত্র ২৩ রানের জন্য ফেরারি মিস শেওয়াগের ছেলেের

Aaryavir Sehwag: আর্যবীরের এই দুর্দান্ত ইনিংস খেলার সময় তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন সতীর্থ অর্ণব বুগ্গা। মেঘালয়ের বিরুদ্ধে আর্যবীর মাত্র ৩০৯ বলে ২৯৭ রান করেছেন। ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ৫১টি চার।

author-image
IE Bangla Sports Desk
New Update
Virender Sehwag, Aaryavir Sehwag: বীরেন্দ্র শেওয়াগ, আর্যবীর শেওয়াগ

Virender Sehwag, Aaryavir Sehwag: বীরেন্দ্র শেওয়াগ ও আর্যবীর শেওয়াগ। Photograph: (ছবি- টুইটার)

Virender Sehwag’s Son News: মাত্র ২৩ রানের জন্য ফেরারি গাড়ি পেলেন না কিংবদন্তি ক্রিকেটার বীরেন্দ্র শেওয়াগের ছেলে আর্যবীর। ২০১৫ সালে শেওয়াগ প্রতিশ্রুতি দিয়েছিলেন, এক ইনিংসে তাঁর টেস্ট স্কোর ৩১৯ যে অতিক্রম করতে পারবেন, তাঁকে ফেরারি গাড়ি উপহার দেবেন। কোচবিহার ট্রফিতে তাঁর ছেলে আর্যবীর ২৯৭ রান করেছেন। ৩ রানের জন্য ট্রিপল সেঞ্চুরি করতে পারেননি। ফলে তিনি তাঁর বাবার থেকে মাত্র ২৩ রানের জন্য ফেরারি গাড়ি উপহার পেলেন না।

Advertisment

আর্যবীরের এই দুর্দান্ত ইনিংস খেলার সময় তাঁর সঙ্গে ক্রিজে ছিলেন সতীর্থ অর্ণব বুগ্গা। মেঘালয়ের বিরুদ্ধে আর্যবীর মাত্র ৩০৯ বলে ২৯৭ রান করেছেন। ইনিংসে ছিল ৩টি ছক্কা এবং ৫১টি চার। ছেলের এই সাফল্যে বেজায় খুশি বীরেন্দ্র শেওয়াগ। কারণ, তাঁর ছেলে ট্রিপল সেঞ্চুরির কাছাকাছি পৌঁছেছে। ছেলের ব্যাপারে শেওয়াগ সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, 'আর্যবীর শেওয়াগ ভালো খেলেছে। ২৩ রানের জন্য একটি ফেরারি গাড়ি মিস করল। তবুও যা করেছে বেশ ভালো। তোমার মধ্যে থাকা আগুনকে জ্বালিয়ে রাখ। আরও অনেক সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি, ট্রিপল সেঞ্চুরি কর। খেলে যাও।'

২০১৫ সালে, ক্রিকেট কিংবদন্তি বীরেন্দ্র শেওবাগ ও বিখ্যাত ধারাভাষ্যকার হর্ষ ভোগলের মধ্যে একটি কথোপকথনের পরে শেওয়াগ ফেরারি গাড়ি উপহার দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন। ফিরোজ শাহ কোটলায় ভারত এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ৪র্থ টেস্ট ম্যাচের আগে এই কথোপকথন হয়েছিল। নিজের ছেলেদের ব্যাপারে শেওয়াগ বলেছেন, 'হ্যাঁ, আমার ছেলেরা জানে যে আমি টেস্ট ক্রিকেটে কিছু অসাধারণ স্কোর করেছি। তাই আমি তাদের বলেছি, যদি তোমরা স্কুল ক্রিকেটেও সেই ৩১৯ রানের সীমা অতিক্রম কর, আমি তোমাদের ফেরারি গাড়ি উপহার দেব।'

Advertisment

আরও পড়ুন- কেমন হতে চলেছে ইংল্যান্ড সিরিজের ভারতীয় দল, জেনে নিন ভিতরের খবর

যাইহোক, কোচবিহার ট্রফিতে আর্যবীর তাঁর সতীর্থ অর্ণব বুগ্গার সঙ্গে ওপেন করেছে। অর্ণব বুগ্গা ১০৮ বলে ১১৪ রান করেছেন। যার ফলে, দিল্লি বেশ বড় রান (২ উইকেটে ৪৬৮) মেঘালয়ের সামনে রাখে। সেখানে মেঘালয়ের প্রাথমিক স্কোর ২৬০। আর্যবীরকে আউট করেন মেঘালয়ের আরএস রাঠোর। 

cricket son Cricket News Virender Sehwag Cooch Behar Trophy Aaryavir Sehwag Test cricket
Advertisment