Advertisment

কোহলির অফফর্মের ফায়দা নিয়েছেন সৌরভরা! স্টিং ভিডিওয় ঝড় তুলে লন্ডভন্ড করলেন চেতন

কোহলি-রোহিত দ্বন্দ্ব নিয়ে বিরাট আপডেট চেতন শর্মার

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

স্টিং অপারেশনে ধরা পড়েছেন নির্বাচক কমিটির চেয়ারম্যান। ভারতীয় ক্রিকেট দলের ফিটনেস ইস্যুতে নকল ইঞ্জেকশন নিয়ে বিষ্ফোরক মন্তব্য করে বসেছেন চেতন শর্মা। শুধু তাই-ই নয়, সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলি সংঘাতের ঘটনাতেও মুখ খুলেছেন তিনি। সেই সঙ্গে জি নিউজের স্টিং ভিডিওয় বিরাট কোহলি বনাম রোহিত শর্মা দ্বন্দ্বেও মুখ খুলেছেন তিনি।

Advertisment

জাতীয় দলের প্রাক্তন শ্রীধরণ শ্রীরাম বিষ্ফোরকভাবে নিজের বইয়ে কিছুদিন আগেই বলে দিয়েছেন, ২০১৯-এ বিশ্বকাপে ভারতের ব্যর্থতার পর জাতীয় দল দুটো লবিতে ভাগ হয়ে গিয়েছিল। প্রাক্তন ফিল্ডিং কোচ জানিয়েছেন, “জাতীয় দলে রোহিত-বিরাটের দুটো ক্যাম্প হয়ে গিয়েছিল। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় রবি শাস্ত্রীকে।”

আরও পড়ুন: সবসময় সৌরভের নিন্দা করে বেড়াত কোহলি! স্টিং ভিডিওয় বিষ্ফোরক স্বীকারোক্তি প্রধান নির্বাচকের

জি নিউজের স্টিং ভিডিওয় সেই বক্তব্যেরই মান্যতা দিয়েছেন চেতন শর্মা, "আমরা রোহিতকে ক্যাপ্টেন করার পক্ষপাতী ছিলাম না। তবে আমরা কোহলির বিরুদ্ধে ছিলাম। বিরাটের খারাপ ফর্মের অছিলায় ওঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেয় বিসিসিআই। দেশের একনম্বর ব্যাটসম্যানের সঙ্গে এরকম ব্যবহার করা উচিত হয়নি। এটা লজ্জার।"

বিরাট-রোহিতের দ্বন্দ্ব নিয়ে চেতন শর্মার স্বীকারোক্তি, "বিরাট কোহলি, রোহিত শর্মার মধ্যে কোনও সমস্যা নেই। তবে ইগো রয়েছে। যেন দুজনেই বড় ফিল্ম স্টার। একজন যেন অমিতাভ, অন্যজন যেন ধর্মেন্দ্র।"

আরও পড়ুন: ‘ফিট হতে ইঞ্জেকশন নেয় ভারতীয় তারকারা’, গোপন ক্যামেরায় ডোপিং-বোমা চেতন শর্মার

২০২১-এই সেপ্টেম্বরে টি২০ ওয়ার্ল্ড কাপ শুরুর ঠিক আগেই কোহলি জানিয়ে দেন জাতীয় টি২০ দলের ক্যাপ্টেন থেকে সরছেন তিনি। তার ঠিক দু-মাস পরে ডিসেম্বরে বোর্ডের তরফে কোহলিকে ওয়ানডের নেতৃত্ব থেকেও ছেঁটে ফেলা হয়। বিসিসিআইয়ের তরফে রোহিত শর্মাকে ওয়ানডের নেতা ঘোষণা করা হয়। তার পর সৌরভ বলে দেন, কোহলিকে টি২০ নেতৃত্ব থেকে সরতে বারণ করা হয়েছিল। কারণ সাদা বলের ক্রিকেটে দুজন অধিনায়ক করা হবে না।

সেই কুখ্যাত ঘটনার প্রায় দু-বছর হতে চলল। কিন্তু এখনই সেই বিতর্কে ইতি পড়ার লক্ষণ নেই।

Virat Kohli BCCI Rohit Sharma Indian Cricket Team
Advertisment