Advertisment

বিশ্বকাপে অনুষ্কা শর্মার জন্য় চায়ের কাপ নিয়ে ঘুরছিল নির্বাচকরা: ফারুখ ইঞ্জিনিয়ার

দেশের প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ার তোপ দাগলেন জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির ওপর। তাঁর দাবি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখন “মিকি মাউজ সিলেকশন কমিটি”

author-image
IE Bangla Web Desk
New Update
Indian selectors were serving tea to Anushka Sharma during 2019 World Cup: Farokh Engineer

বিশ্বকাপে অনুষ্কা শর্মার জন্য় চায়ের কাপ নিয়ে ঘুরছিল নির্বাচকরা: ফারুখ ইঞ্জিনিয়ার

দেশের প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার তোপ দাগলেন জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির ওপর। তাঁর দাবি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখন “মিকি মাউজ সিলেকশন কমিটি”। এখানেই শেষ নয়, আরেক ধাপ এগিয়ে ইঞ্জিনিয়ার আরও জানিয়েছেন যে, ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা দিতে ব্য়স্ত ছিলেন।

Advertisment

প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীলিপ বেঙ্গসরকারের ক্রিকেট অ্যাকাডেমিতে এসে একের পর এক বিস্ফোরক সব মন্তব্য় করেন দেশের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, “ এরা কি আদৌ যোগ্য়তায় নির্বাচক হওয়ার যোগ্য়? এরা কি কেউ ১০-১২টি টেস্ট খেলেছে, এমনকী একজন নির্বাচকতে আমি চিনিই ন।বিশ্বকাপের সময় একজনকে দেখলাম ভারতীয় দলের ব্লেজার পরে রয়েছে। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? সে নিজেকে নির্বাচক বলে পরিচয় দিয়েছিল। বিশ্বকাপের সময় নির্বাচকরা অনুষ্কা শর্মাকে কাপের পর কাপ চা দিতেই ব্য়স্ত ছিল।”

আরও পড়ুন-বিমানবন্দরে সৌরভের সেলফি, ঝড় তুলল সোশাল মিডিয়ায়

Read full story in English
cricket Anushka Sharma Cricket World Cup
Advertisment