দেশের প্রাক্তন উইকেটকিপার ফারুক ইঞ্জিনিয়ার তোপ দাগলেন জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির ওপর। তাঁর দাবি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখন “মিকি মাউজ সিলেকশন কমিটি”
দেশের প্রাক্তন উইকেটকিপার ফারুখ ইঞ্জিনিয়ার তোপ দাগলেন জাতীয় দলের বর্তমান নির্বাচক কমিটির ওপর। তাঁর দাবি এমএসকে প্রসাদের নেতৃত্বাধীন নির্বাচক কমিটি এখন “মিকি মাউজ সিলেকশন কমিটি”। এখানেই শেষ নয়, আরেক ধাপ এগিয়ে ইঞ্জিনিয়ার আরও জানিয়েছেন যে, ইংল্যান্ডে বিশ্বকাপ চলাকালীন নির্বাচকরা অনুষ্কা শর্মাকে চা দিতে ব্য়স্ত ছিলেন।
Advertisment
প্রাক্তন ভারতীয় ক্রিকেটার দীলিপ বেঙ্গসরকারের ক্রিকেট অ্যাকাডেমিতে এসে একের পর এক বিস্ফোরক সব মন্তব্য় করেন দেশের সর্বকালের অন্যতম সেরা উইকেটকিপার। টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেছেন, “ এরা কি আদৌ যোগ্য়তায় নির্বাচক হওয়ার যোগ্য়? এরা কি কেউ ১০-১২টি টেস্ট খেলেছে, এমনকী একজন নির্বাচকতে আমি চিনিই ন।বিশ্বকাপের সময় একজনকে দেখলাম ভারতীয় দলের ব্লেজার পরে রয়েছে। আমি তাঁকে জিজ্ঞাসা করেছিলাম, কে আপনি? সে নিজেকে নির্বাচক বলে পরিচয় দিয়েছিল। বিশ্বকাপের সময় নির্বাচকরা অনুষ্কা শর্মাকে কাপের পর কাপ চা দিতেই ব্য়স্ত ছিল।”