Mohun Bagan vs Jamshedpur FC: A Battle for ISL 2025 Final Spot! দুই প্রতিবেশী রাজ্যে পশ্চিমবঙ্গ আর ঝাড়খণ্ডের দলের মধ্যে আজ, বৃহস্পতিবার (৩ এপ্রিল) ফাইনালে ওঠার লড়াই। এই দুই দলের মধ্যে এক দল মোহনবাগান ইতিমধ্যেই লিগ শিল্ড চ্যাম্পিয়ন হয়ে প্রাথমিক লক্ষ্যপূরণ করে ফেলেছে। আর অপর দল প্রথমবার ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালে ওঠার পথ সুগম করার লক্ষ্য নিয়ে ঘরের মাঠে নামবে। জামশেদপুর এফসি আর মোহনবাগান সুপার জায়ান্টের মধ্যে দ্বিতীয় সেমিফাইনালে তাই আজ দুই দলই জয়ের লক্ষ্যে মরিয়া হয়েই মাঠে নামবে।
মেরিনার্সের সমর্থকরা নজিরবিহীনভাবে ৫৬ পয়েন্ট নিয়ে লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর মোহনবাগান সুপার জায়ান্টকেই এই ম্যাচে ফেভারিট ভাবছেন। কিন্তু, আইএসএলে এই পর্যায়ে কোনও দলকেই ফেভারিট বলা যায় না। যে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে গত বুধবার সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় পাঁচ হাজার ফুট ওপরে শিলংয়ের মাঠে নর্থইস্ট ইউনাইটেড এফসি-কে জোড়া গোলে হারিয়ে জামশেদপুর এফসি সেমিফাইনালে উঠেছে, তা ইস্পাতনগরীর টিমের ইস্পাতকঠিন দৃঢ়তারই পরিচয়।
দুই দলের লড়াইয়ের ইতিহাস
ইন্ডিয়ান সুপার লিগে মোহনবাগান ও জামশেদপুর মুখোমুখি হয়েছে ১০ বার। ৫টিতে জিতেছে বাগান। তিনটিতে জামশেদপুর, দু’টি ড্র হয়েছে। দুই দলের মধ্যে ম্যাচে মোহনবাগান ১৪টি ও জামশেদপুর ৮টি গোল করেছে। আইএসএল প্লে অফে এই প্রথম মুখোমুখি হচ্ছে দুই দল।
২০২০-২১- জয়ী দল জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী দল এটিকে মোহনবাগান, ফল ১-০।
২০২১-২২- জয়ী দল জামশেদপুর এফসি, ফল ২-১ ও জয়ী দল জামশেদপুর এফসি, ফল ১-০।
২০২২-২৩- জয়ী দল এটিকে মোহনবাগান, ফল ১-০ এবং ০-০ ড্র।
২০২৩-২৪- জয়ী দল এটিকে মোহনবাগান, ফল ৩-২ ও জয়ী দল এটিকে মোহনবাগান, ফল ৩-০।
২০২৪-২৫- জয়ী দল মোহনবাগান সুপার জায়ান্ট, ফল ৩-০ ও ১-১ ড্র।
আজকের ম্যাচ- সেমিফাইনাল ২, প্রথম লেগ
দল: জামশেদপুর এফসি বনাম মোহনবাগান সুপার জায়ান্ট
স্টেডিয়াম- জেআরডি টাটা স্পোর্টস কমপ্লেক্স, জামশেদপুর
ম্যাচ শুরুর সময়- ৩ এপ্রিল, ২০২৫, সন্ধ্যা ৭.৩০
সরাসরি সম্প্রচার ও স্ট্রিমিং
স্টার স্পোর্টস ৩- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম;
জিওহটস্টার- বাংলা, হিন্দি, ইংলিশ, মালয়ালাম
সেটপিসের লড়াই!
জামশেদপুর দলের এই দুর্দান্ত পারফরম্যান্স এবং দুর্ভেদ্য ও অদম্য রক্ষণ দেখে টানা ১২টি ম্যাচে অপরাজিত বাগান-বাহিনীর চিন্তায় পড়ে যাওয়াই স্বাভাবিক ঘটনা। মরক্কান গোলমেশিন আলাদিন আজারেইও ইস্পাতবাহিনীর যে রক্ষণে চিড় ধরাতে পারেননি, সেই রক্ষণে চিড় ধরানোটা যে মোটেই সহজ কাজ হবে না, তা খুব ভালো করেই জানেন মোহনবাগান সুপার জায়ান্টের কোচ হোসে মোলিনা। তাই প্রতিপক্ষের জালে বল জড়ানোর জন্য তাঁদের মূলত সেটপিস মুভগুলিকেই কাজে লাগাতে হবে বলেই তাঁর ধারণা। উলটো দিকে সবুজ-মেরুন রক্ষণও যে রকম অদম্য, তাতে ইস্পাত-বাহিনীকেও একই রাস্তা নিতে হতে পারে।
আরও পড়ুন- আইলিগে উঠে আইএসএলেও জায়গা করে নিতে মরিয়া ডায়মন্ড হারবার এফসি, আত্মবিশ্বাসী কোচ কিবু ভিকুনা
আর, একথা মাথায় রেখেই গত কয়েক দিনে সেটপিস থেকে গোল অনুশীলনের ওপর জোর দিয়েছে সবুজ-মেরুন। এ পর্যন্ত ২০টি সেটপিস গোল করেছে সুপার জায়ান্ট। জামশেদপুরও তাদের চেয়ে বেশি পিছিয়ে নেই। এ মরশুমে সেটপিসে ১৯টি গোল আছে ইস্পাতনগরীর দলের। সেই হিসেবে বলাই যায় যে, সেটপিসের গোলে দুই দলই সেরা দুই জায়গায় আছে। ফলে এই লড়াইকে সেটপিস থেকে গোলের প্রতিযোগিতাও বলা যেতে পারে।