Advertisment

মামব্রে সরুক, টিম ইন্ডিয়ার বোলিং কোচ হোন আগারকার! সিনিয়র তারকার ইচ্ছা প্রকাশ্যে

ভরত অরুণ বোলিং কোচের পদ থেকে সরে দাঁড়ানোর পরে দায়িত্বে এসেছেন পরশ মামব্রে। তবে সিনিয়র প্লেয়ার চাইছেন অজিত আগারকারকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

টি২০ ওয়ার্ল্ড কাপের পরে ভারতের কোচিং স্টাফে পুরোপুরি রদবদল ঘটেছে। ব্যাটিং কোচ বিক্রম রাঠোর বাদে কোচিং স্টাফের সকলকেই সরতে হয়েছে। হেড কোচ রাহুল দ্রাবিড়ের সঙ্গে যোগ দিয়েছেন বোলিং কোচ হিসেবে পরশ মামব্রে এবং ফিল্ডিং কোচ টি দিলীপ।

Advertisment

তবে টিম ইন্ডিয়ার সিনিয়র এক তারকা পরশ মামব্রেকে সরিয়ে অজিত আগারকারকে বোলিং কোচ চাইছেন। টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছে, আইসিসি ২০২৩ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আগারকারকে বোলিং কোচ হিসেবে দেখতে চাইছেন সেই তারকা।

আরও পড়ুন: ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে KKR-এর ওপেনিংয়ে কে! এই তারকারাই হতে পারেন সেরা তিন চয়েস

টাইমস অফ ইন্ডিয়া-কে বোর্ডের এক সূত্র জানিয়েছেন, "সিনিয়র সেই ক্রিকেটারের বক্তব্য বর্তমানে জাতীয় দলের সমস্ত সিদ্ধান্তে প্রাধান্য পায়। তিনি চাইছেন ২০২৩ ওয়ার্ল্ড কাপ পর্যন্ত আগারকারের মত একজন অভিজ্ঞ তারকা জাতীয় দলের বোলারদের তৈরি করুক। মামব্রে যদিও বোলিং কোচ হিসেবে বেশ ভাল। তবে যুব দল, অনুর্দ্ধ-১৯ এবং এনসিএ একাডেমিতে উঠতি বোলারদের দেখভাল করুন মামব্রে, এমনটাই তাঁর ইচ্ছা।"

জাতীয় দলের হয়ে মামব্রে ২টো টেস্ট এবং ৩টে ওয়ানডে খেলেছেন। এনসিএ-তেও কোচ দ্রাবিড়ের সহকারী ছিলেন। জাতীয় দলে তিনি ভরত অরুণের স্থলভিষিক্ত হয়েছেন। ইন্ডিয়া-এ, অনুর্দ্ধ-১৯ দল এবং এনসিএ-তে কাজ করার পরে মামব্রেকে সিনিয়র জাতীয় দলের বোলিং কোচ হিসেবে নিয়োগ করা হয়েছে।

আরও পড়ুন: নিজেদের গরু-ছাগল মনে হয়! IPL নিলাম নিয়ে বিষ্ফোরক CSK তারকা

আগারকার অবশ্য জাতীয় দলের বোলিং কোচ নন, নির্বাচক কমিটিতে চেতন শর্মার পরবর্তী চেয়ারম্যান হওয়ার দৌড়ে রয়েছেন। ১০ বছরের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে আগারকার ২৮ টেস্ট, ১৯১ ওয়ানডে এবং ৪টে টি২০ ম্যাচে খেলেছেন। তিন ফরম্যাট মিলিয়ে ৩৪৯ উইকেটের মালিক তিনি। ৪৪ বছরের তারকা শেষবার মাঠে খেলেছিলেন দিল্লি ক্যাপিটালসের জার্সিতে, ২০১৩-য়। তারপরে ধারাভাষ্যকারের ভূমিকায় পাওয়া গিয়েছে তাঁকে।

BCCI Indian Cricket Team Indian Team
Advertisment