Advertisment

বিশ্বের এক নম্বরকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে সেরেনা

বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস। সোমবার মেলবোর্ন পার্কে ১০ বছরের ছোট হালেপকে ৬-১, ৪-৬, ৬-৪ সেটে হারালেন সেরেনা।

author-image
IE Bangla Web Desk
New Update
Serena Williams beats world No.1 Simona Halep

বিশ্বের এক নম্বরকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে সেরেনা। (ছবি-টুইটার)

বিশ্বের এক নম্বর সিমোনা হালেপকে গুঁড়িয়ে অস্ট্রেলিয়ান ওপেনের শেষ আটে পৌঁছলেন সেরেনা উইলিয়ামস। সোমবার মেলবোর্ন পার্কে ১০ বছরের ছোট হালেপকে ৬-১, ৪-৬, ৬-৪ সেটে হারালেন সেরেনা। গত বছর কন্যা সন্তানের জন্ম দেওয়ায় এই টুর্নামেন্টে খেলা হয়নি বিশ্বের ১৬ নম্বর খেলোয়াড়ের। সেরেনাকে দুরন্ত ফর্মে দেখে এখনই অনেকে বলতে শুরু করে দিয়েছেন, “সেরেনা ইজ ব্যাক!” দু'বছর পর এই টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সেরেনা। 

Advertisment

গত বছর উইম্বলডন ও যুক্তরাষ্ট্রে ওপেনের ফাইনালে উঠেও হারতে হয়েছিল সেরেনাকে। কিন্তু এবার অস্ট্রেলিয়ায় সেই পুরনো ছন্দে খেলেছেন সেরেনা। কেরিয়ারের অষ্টম অস্ট্রেলিয়ান ওপেনকেই পাখির চোখ করেছেন ৩৭ বছরের মিশিগান নিবাসী। এদিনের ম্যাচে শুরুটা ভাল করেছিলেন হালেপ। কিন্তু সেরেনার সামনে কার্যত দাঁড়াতে পারেননি তিনি। তিন সেটের লড়াইয়ে ২৩ গ্র্যান্ড স্লাম জয়ীর কাছে কার্যত ম্যাচ ছেড়ে দিয়ে আসেন হালেপ। ৬-১ সেটে প্রথম সেট জিতে নেন সেরেনা। যদিও দ্বিতীয় সেটে হালেপ পাল্টা দেন। ৪-৬ জিতে নেন। কিন্তু তৃতীয় সেটে ফের একবার সেরেনা নিজের জাত চেনান। গতকাল রজার ফেডেরারের বিদয় কার্যত শোকের ছায়া নেমে এসেছিল বছরের প্রথম গ্র্যান্ড স্লামে। কিন্তু সেরেনা টুর্নামেন্ট জমিয়ে দিলেন।

আরও পড়ুন: লিঙ্গ বৈষম্য়ের অভিযোগ এনে চেয়ার আম্পায়ারকে চোর বললেন সেরেনা

এদিনের টুর্নামেন্টে কোর্টে নামার সময় একটি মজার ঘটানর স্বাক্ষীই থাকেন সেরেনা। মার্কিনি কিংবদন্তি যখন টানেল থেকে কোর্টের পথ ধরেন, তখন ঘোষণা করা হয় , “মেয়েদের এক নম্বর টেনিস তারকাকে স্বাগত’’। সেরেনা একথা শোনার পর ফের টানেলে ফিরে গিয়ে হালেপকে আসার রাস্তা করে দেন। যদিও সেরেনা এই নিয়ে কোনও বিতর্ক বাঁধাননি। আগামী বুধবার শেষ চারে যাওয়ার জন্য সেরেনাকে মুখোমুখি হতে হবে ক্যারোলিনা পিলসকোভার।

Advertisment