/indian-express-bangla/media/media_files/2025/03/22/RJTjdqrbUEPoNLC5DPAj.jpg)
IPL-KKR: কেকেআরের খেলা দেখতে হামেশাই গ্যালারিতে থাকেন শাহরুখ। (ছবি- আইপিএল)
Shah Rukh Khan’s Grand Entry! A Kiss for Rinku & Motivational Hug for KKR Stars Before IPL: আজ আইপিএল শুরু। তার আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে হাজির হলেন কিং খান!
𝙎𝙪𝙧𝙥𝙧𝙞𝙨𝙚, 𝙨𝙪𝙧𝙥𝙧𝙞𝙨𝙚! 𝙏𝙝𝙚 𝙆𝙞𝙣𝙜 𝙞𝙨 𝙗𝙖𝙘𝙠 👑💜 pic.twitter.com/AgUJz8liDz
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
শাহরুখ খানের আগমনে দলের উচ্ছ্বাসের যেন শেষ নেই। প্রত্যেকবারের মতো এবারও তিনি নিজের দলকে অনুপ্রেরণা দিতে মাঠে হাজির হয়েছেন, আর এবারও তাঁর ভালোবাসা এবং উষ্ণতা ছড়িয়ে দিলেন নাইটদের মধ্যে।
Party Pathan ke ghar pe rakhoge toh mehman nawazi ke liye Pathan khud aayega aur patake bhi layega.
— Shah Rukh Khan (@iamsrk) March 22, 2025
Aaj shaam 6 baje dekhiye IPL 18 ka mega celebration. @BCCI@IPL@JioHotstar
এরমধ্যে সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ছিল রিঙ্কু সিংয়ের সঙ্গে শাহরুখের বিশেষ মুহূর্ত। রিঙ্কুর মাথায় ভালোবাসার চুমু এঁকে দেন বলিউড বাদশা!
𝐊𝐢𝐧𝐠 𝐊𝐡𝐚𝐧 𝐤𝐚 𝐩𝐲𝐚𝐚𝐫, 𝐊𝐧𝐢𝐠𝐡𝐭𝐬 𝐤𝐞 𝐧𝐚𝐚𝐦 💜 pic.twitter.com/mx2EkNHLdT
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
গত সিজনে রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁর প্রতি এই ভালোবাসার নিদর্শন কিং খানের। শুধু তাই নয়, রাহানে এবং বেঙ্কটেশ আইয়ারকেও আপন জড়িয়ে ধরলেন তিনি।
𝐄𝐤 𝐡𝐢 𝐝𝐢𝐥 𝐡𝐚𝐢 𝐤𝐢𝐭𝐧𝐞 𝐛𝐚𝐚𝐫 𝐣𝐢𝐭𝐨𝐠𝐞 💜 pic.twitter.com/RvD91NnmMt
— KolkataKnightRiders (@KKRiders) March 21, 2025
তাদের দু’জনকে একসঙ্গে দিলেন এক আবেগঘন ঝাপ্পি, যা কেকেআর শিবিরে নতুন শক্তি জোগাবে বলেই মনে করছেন খেলোয়াড়রা।
Kolkata’s heartbeat is louder than ever! 💜🏆 The Knights are ready, the city is behind them⚔️ pic.twitter.com/31l3Jjhho7
— KolkataKnightRiders (@KKRiders) March 22, 2025
কেকেআর শিবিরের দাবি, শাহরুখের এই বিশেষ উপস্থিতি শুধু দলের মনোবলই বাড়ায়নি, বরং গোটা ফ্র্যাঞ্চাইজির মধ্যেই ইতিবাচক শক্তির সঞ্চার ঘটিয়েছে। আইপিএল ২০২৪-এ কেকেআরের লড়াই কতটা দারুণ হতে চলেছে, তা বোঝা যাচ্ছে দলীয় স্পিরিট দেখেই।
আরও পড়ুন- একশো সৈন্য নিয়ে প্রাণপাত ইডেনের কিউরেটরের– বাইশ গজে আজ মহা চমক!
অতীতেও শাহরুখকে বারবার দলের খেলোয়াড়দের পাশে থাকতে দেখা গিয়েছে। তাতে খেলোয়াড়দের মনোবল বেড়েছে বলেই তাঁদের দাবি। এই পরিস্থিতিতে এবারও কি শাহরুখের অনুপ্রেরণায় কেকেআর ফের জয়ের রাস্তায় হাঁটবে? সেটা জানার জন্য অপেক্ষা আর কিছুদিনের!