KKR Shah Rukh Khan: ফেভারিট রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদু কী ঝাপ্পি – আইপিএলের আগে কেকেআর শিবিরে 'ডন' শাহরুখ খান!

Shah Rukh Khan surprises KKR camp! কেকেআর শিবিরে শাহরুখ খানের স্পেশাল চমক! রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদুকরী ঝাপ্পি – আইপিএলের আগে দারুণ উদ্দীপনা!

Shah Rukh Khan surprises KKR camp! কেকেআর শিবিরে শাহরুখ খানের স্পেশাল চমক! রিঙ্কুকে চুমু, রাহানে-বেঙ্কিদের জাদুকরী ঝাপ্পি – আইপিএলের আগে দারুণ উদ্দীপনা!

author-image
IE Bangla Sports Desk
New Update
IPL-KKR: কেকেআরের খেলা দেখতে হামেশাই গ্যালারিতে থাকেন শাহরুখ

IPL-KKR: কেকেআরের খেলা দেখতে হামেশাই গ্যালারিতে থাকেন শাহরুখ। (ছবি- আইপিএল)

Shah Rukh Khan’s Grand Entry! A Kiss for Rinku & Motivational Hug for KKR Stars Before IPL: আজ আইপিএল শুরু। তার আগেই কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) শিবিরে হাজির হলেন কিং খান!

Advertisment

শাহরুখ খানের আগমনে দলের উচ্ছ্বাসের যেন শেষ নেই। প্রত্যেকবারের মতো এবারও তিনি নিজের দলকে অনুপ্রেরণা দিতে মাঠে হাজির হয়েছেন, আর এবারও তাঁর ভালোবাসা এবং উষ্ণতা ছড়িয়ে দিলেন নাইটদের মধ্যে। 

Advertisment

এরমধ্যে সবচেয়ে নজরকাড়া মুহূর্ত ছিল রিঙ্কু সিংয়ের সঙ্গে শাহরুখের বিশেষ মুহূর্ত। রিঙ্কুর মাথায় ভালোবাসার চুমু এঁকে দেন বলিউড বাদশা!

গত সিজনে রিঙ্কুর দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাঁর প্রতি এই ভালোবাসার নিদর্শন কিং খানের। শুধু তাই নয়, রাহানে এবং বেঙ্কটেশ আইয়ারকেও আপন জড়িয়ে ধরলেন তিনি।

তাদের দু’জনকে একসঙ্গে দিলেন এক আবেগঘন ঝাপ্পি, যা কেকেআর শিবিরে নতুন শক্তি জোগাবে বলেই মনে করছেন খেলোয়াড়রা।

কেকেআর শিবিরের দাবি, শাহরুখের এই বিশেষ উপস্থিতি শুধু দলের মনোবলই বাড়ায়নি, বরং গোটা ফ্র্যাঞ্চাইজির মধ্যেই ইতিবাচক শক্তির সঞ্চার ঘটিয়েছে। আইপিএল ২০২৪-এ কেকেআরের লড়াই কতটা দারুণ হতে চলেছে, তা বোঝা যাচ্ছে দলীয় স্পিরিট দেখেই।

আরও পড়ুন- একশো সৈন্য নিয়ে প্রাণপাত ইডেনের কিউরেটরের– বাইশ গজে আজ মহা চমক!

অতীতেও শাহরুখকে বারবার দলের খেলোয়াড়দের পাশে থাকতে দেখা গিয়েছে। তাতে খেলোয়াড়দের মনোবল বেড়েছে বলেই তাঁদের দাবি। এই পরিস্থিতিতে এবারও কি শাহরুখের অনুপ্রেরণায় কেকেআর ফের জয়ের রাস্তায় হাঁটবে? সেটা জানার জন্য অপেক্ষা আর কিছুদিনের! 

IPL KKR Indian Premier League (IPL) Eden Gardens Shah Rukh khan