New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/04/0PMXwQGTxDo4iqArCB0C.jpg)
KKR-Sharukh Khan: কেকেআরের খেলা দেখতে গ্যালারিতে শাহরুখ খান। (ছবি- আইপিএল)
Shah Rukh Khan praises Rahane's captaincy: আইপিএলের অন্যতম বর্ণময় চরিত্র শাহরুখ। বলিউড অভিনেতা তাঁর বিরাট মাপের ব্যক্তিত্ব গুটিয়ে রেখে দলের খেলোয়াড়দের অত্যন্ত কাছের মানুষ হয়ে উঠেছেন।
KKR-Sharukh Khan: কেকেআরের খেলা দেখতে গ্যালারিতে শাহরুখ খান। (ছবি- আইপিএল)
Shah Rukh Khan’s message to KKR: দল বৃহস্পতিবার জিততেই তিনি খুশ। সানরাইজার্স হায়দারাবাদকে ইডেনের মাটিতে হারানোর পর কেকেআরের খেলোয়াড়দেরকে এই খুশি মনে বার্তা দিলেন নাইট টিমের মালিক শাহরুখ খান। আইপিএল দলগুলোর মালিকদের মধ্যে সবচেয়ে বর্ণময় চরিত্র, এই বলিউড অভিনেতা মন খুলে প্রশংসা করেছেন কেকেআর অধিনায়ক অজিঙ্কা রাহানের। বার্তায় আলাদা করে উল্লেখ করেছেন ভেঙ্কটেশ আইয়ার, সুনীল নারিন, বরুণ চক্রবর্তীর। তার মধ্যে আইয়ারকে বলেছেন এই জয়ের মুহূর্তটা বারবার ফিরিয়ে আনতে। নারিন আর চক্রবর্তীকে বলেছেন, স্পিনের জাদু ধরে রাখতে। তিনি এই জাদু বারবার দেখতে চান। নারিনরা সেই জাদু যেন ভবিষ্যতের জন্যও ধরে রাখেন। আইপিএল ম্যাচের পর টিম মালিক দলের ব্যাপারে কথা বলছেন। ব্যাপারটা খেলোয়াড়দের ওপর মানসিক চাপ তৈরি করতে পারে। এ কথা ভেবে শাহরুখ তাঁর বার্তায় পরিবেশটা হালকা করার চেষ্টা করেছেন। বার্তায় এঁকে দিয়েছেন নিজের হাসিমুখের ছবি।
কেকেআর সিইও ভেঙ্কি মাইসোর দলের ছেলেদের শাহরুখের বার্তা পড়ে শুনিয়েছেন। ভেঙ্কির কথায়, 'বস মেসেজ পাঠিয়েছে। আমাকে পড়তে বলেছে। আমি তোমাদের পড়ে শুনাচ্ছি। এসআরকে মজা করে বলেছেন, ম্যাচের আগে আমাদের টিম মিটিংটা ক্যামেরার সামনে হওয়া উচিত। কারণ আমরা চ্যাম্পিয়নের মতো খেলেছি।'
কেকেআর ব্যাটার অঙ্গকৃশ রঘুবংশী হায়দরাবাদের বিরুদ্ধে ৩২ বলে ৫০ রান করেছেন। তাঁকে শাহরুখ বার্তায় লিখেছেন, 'অঙ্গকৃশ দুর্দান্ত খেলেছ।' বাকি খেলোয়াড়দের নিয়েও বার্তা দিয়েছেন শাহরুখ। তাতে লিখেছেন, 'অজিঙ্কার অধিনায়কত্বটা দুর্দান্ত হয়েছে। ভেঙ্কটেশ ভবিষ্যৎ নিয়ে খুব বেশি ভেব না। শুধু ক্রিজে বেশিক্ষণ থাকার চেষ্টা কর। আর, রিঙ্কু! তুমি একজন চ্যাম্পিয়ন। তোমাকে হাসতে দেখে আমার খুব ভালো লাগছে। সুনীল আর বরুণ, তোমাদের একসঙ্গে বল করতে দেখাটা এক বিরাট সৌভাগ্য। আমার সৌভাগ্য যে তোমাদের একসঙ্গে বল করতে দেখতে পাচ্ছি। হর্ষিত দুর্দান্ত ক্যাচ নিয়েছ। ভালো বোলিং করেছ। বৈভব তুমি একজন তারকা। নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে খেলেছ। প্ল্যানটাকে কাজেও লাগিয়েছ।'
আরও পড়ুন- কেকেআরকে নিয়ে আগ্রহ কমছে কলকাতার? হাইভোল্টেজ ম্যাচেও অর্ধেক ফাঁকা গ্যালারি, পিছনে যে পাঁচ কারণ
প্রতিদ্বন্দ্বী দল সানরাইজার্সের অনুকূল রায়েরও প্রশংসা করেছেন শাহরুখ। কিং খান লিখেছেন, 'অনুকূল ভালো ক্যাচ নিয়েছে! মোদ্দা কথা, এই ম্যাচ একটা শিক্ষা দিয়ে গেল। যেমন অবস্থা, তেমন ব্যবস্থা নেওয়া উচিত!'