KKR' New Captain: শ্রেয়সের বদলি খুঁজে পেলেন শাহরুখ! নতুন অধিনায়কের নাম ঘোষণা কেকেআরের
KKR-Shah Rukh: শ্রেয়স আইয়ারকে এবার আর ধরে রাখেনি কেকেআর। তাঁর জায়গায় কে অধিনায়ক হবেন, সেনিয়ে ব্যাপক জল্পনা চলছিল। শাহরুখ খানের দল নতুন অধিনায়কের নেতৃত্বেও শিরোপা ধরে রাখার ব্যাপারে বদ্ধপরিকর।
KKR Team & Shah Rukh Khan: দলের খেলা দেখতে গ্যালারিতে হাজির থাকেন শাহরুখ ও তাঁর পরিবারের সদস্যরা। (ছবি- ফাইল)
KKR Announces name of New Captain, Replacing Shreyas Iyer: আসন্ন আইপিএল মরশুমে দলের অধিনায়ক খুঁজে পেল কেকেআর। সোমবার নতুন অধিনায়কের নাম ঘোষণা করেছে নাইট টিম। গতবার শ্রেয়স আইয়ারের নেতৃত্বে কেকেআর আইপিএল চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু, তারপর আর শ্রেয়সকে এবার ধরে রাখেনি। তারপরই জল্পনা শুরু হয়েছিল কাকে কেকেআরের অধিনায়ক করা হবে, তা নিয়ে। শাহরুখ খানের দল অবশেষে সেই জল্পনার অবসান ঘটাল।
Advertisment
এই প্রসঙ্গে সোমবার কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) ঘোষণা করেছে যে আসন্ন আইপিএল ২০২৫ মরশুমে দলের অধিনায়ক হবেন অজিঙ্কা রাহানে। একইসঙ্গে, দলের সহ-অধিনায়কের নামও এদিনই ঘোষণা করেছেন কেকেআর কর্তারা। অলরাউন্ডার ভেঙ্কটেশ আইয়ারকে বর্তমান চ্যাম্পিয়ন দলের সহ-অধিনায়ক মনোনীত করা হয়েছে। এবারের আইপিএল ২২ মার্চ থেকে শুরু হওয়ার কথা।
কয়েক বছর পর ফিরলেন
৩৬ বছর বয়সি অজিঙ্কা রাহানে এবারই কেকেআরে ফিরে এসেছেন। এর আগে তিনি ২০২২ সালে কেকেআরের হয়ে খেলেছিলেন। নভেম্বরে আয়োজিত আইপিএল ২০২৫ মেগা নিলামে অজিঙ্কা রাহানেকে ১.৫ কোটি টাকায় দলে ভেড়ায় কেকেআর। রাহানে তাঁর দুর্দান্ত ঘরোয়া মরশুমে এবছরই মুম্বইকে ইরানি কাপ ও সৈয়দ মুশতাক আলি ট্রফি জয়ে নেতৃত্ব দিয়েছেন।
Advertisment
রাহানে সৈয়দ মুশতাক আলি টি২০ টুর্নামেন্টে অসাধারণ পারফর্ম করেছেন, আট ইনিংসে ৫৮.৬২ গড়ে ১৬৪.৫৬ স্ট্রাইক রেটে তিনি ৪৬৯ রান করেছেন। পাঁচটি অর্ধশতক হাঁকিয়েছেন। অন্যদিকে, ভেঙ্কটেশ আইয়ারকে মেগা নিলামের আগে প্লেয়ার পুলে ছেড়ে দেওয়া হয়েছিল। কিন্তু, নিলামে কেকেআর তাঁকে ২৩.৭৫ কোটি টাকায় কিনে নিয়েছে। তাতে ভেঙ্কটেশে আইয়ারের আর্থিক মূল্যও বেড়েছে। তিনি আইপিএলে তৃতীয় সর্বোচ্চ মূল্যের ভারতীয় খেলোয়াড়ের স্বীকৃতি পেয়েছেন।
IPL 2025: কেকেআর আসন্ন মরশুমের জন্য অজিঙ্কা রাহানেকে তাদের অধিনায়ক এবং ভেঙ্কটেশ আইয়ারকে সহ-অধিনায়ক মনোনীত করেছে। (ছবি- কেকেআর)
সোমবার দলের নতুন অধিনায়কের নাম ঘোষণা করতে গিয়ে কেকেআরের সিইও বেঙ্কি মাইসোর বলেন, 'আমরা আনন্দিত যে অজিঙ্কা রাহানের মত একজন অভিজ্ঞ ও পরিপক্ব নেতা আমাদের সঙ্গে রয়েছেন। একইসঙ্গে, ভেঙ্কটেশ আইয়ার কেকেআরের দীর্ঘদিনের ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড় এবং তাঁর নেতৃত্বগুণও চমৎকার। আমরা আত্মবিশ্বাসী যে তাঁরা একসঙ্গে কাজ করে আমাদের শিরোপা ধরে রাখার লক্ষ্য পূরণ করবেন।'
অধিনায়কত্ব গ্রহণ করে রাহানে এদিন বলেন, 'কেকেআরের মতো সফল আইপিএল ফ্র্যাঞ্চাইজির নেতৃত্ব দেওয়ার সুযোগ পাওয়া আমার জন্য সম্মানের বিষয়। আমার মনে হয়, আমাদের দল দুর্দান্ত এবং যথেষ্ট ভারসাম্যপূর্ণ। আমি সবাইকে নিয়ে একসঙ্গে কাজ করতে এবং আমাদের শিরোপা রক্ষার চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য মুখিয়ে আছি।'