Advertisment

ছক্কা খেয়েই মেজাজ গরম! বাংলাদেশি ব্যাটসম্যানকে মারণ-থ্রো শাহিনের, দেখুন সেই ভিডিও

বাংলাদেশের বিরুদ্ধে বড়সড় বিতর্কে জড়িয়ে পড়লেন শাহিন আফ্রিদি। শেষমেশ ক্ষমা চাইতে হল তাঁকে।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

বিনা প্ররোচনায় ব্যাটসম্যানকে সরাসরি বল ছুড়ে আঘাত করেছিলেন। সেই জন্য শেষমেশ ক্ষমা চাইতে হল পাকিস্তান পেসার শাহিন আফ্রিদিকে। ঢাকায় বাংলাদেশকে হারিয়ে পাকিস্তান শনিবারই সিরিজে ২-০ এগিয়ে গিয়েছেন। আর সেই ম্যাচেই বিতর্কিতভাবে শিরোনামে উঠে এলেন শাহিন আফ্রিদি।

Advertisment

পাকিস্তানি তারকা বোলার আফিফ হোসেনের কাছে ছয় হজম করেই মেজাজ হারিয়ে ফেলেছিলেন। তারপরেই বোলিংয়ের পরে ব্যাটসম্যানের শট তাঁর হাতে জমা হতেই সেই রাগের বিস্ফোরণ ঘটিয়ে আফিফকে সরাসরি বল ছুড়ে আঘাত করেন। সেই সময় ক্রিজের নির্দিষ্ট অংশেই দাঁড়িয়ে ছিলেন তিনি।

আরও পড়ুন: ডিভিলিয়ার্সের অবসরে কুরুচিকর পোস্ট আইপিএল তারকার! ছিঃছিঃ-কার পড়ল ক্রিকেট মহলে

তা সত্ত্বেও বল ছুঁড়ে ব্যাটসম্যানকে আহত করার পরে শাহিন আফ্রিদির স্পোর্টিং স্পিরিট নিয়ে প্রশ্ন উঠে যায়। শাহিন আফ্রিদির সজোরে ছোঁড়া বল আফিফকে আহত করতেই ফিজিও ছুটে আসেন। ঘটনাচক্রে চোট সেরকম গুরুতর কিছু না বলেই জানা গিয়েছে।

বিতর্কিত সেই ঘটনার পরে শাহিন আফ্রিদি ব্যাটসম্যান আফিফ হোসেনের কাছে গিয়ে ব্যক্তিগতভাবে ক্ষমা চেয়ে নেন। আলিঙ্গন সহ হাসিমুখে সেই বিতর্কের ইতি ঘটান। সেই পর্বের ভিডিও আবার পাকিস্তান ক্রিকেটের অফিসিয়াল টুইটার পেজে শেয়ার করা হয়।

জানা গিয়েছে, শাহিনের অহেতুক আগ্রাসনে পাক দলের ম্যানেজমেন্ট ও বটেই পাক বোর্ডও আপত্তি জানায়। সরাসরি বোলারকে ক্ষমা।চাওয়ার বার্তা দেওয়া হয়। তারপরেই ক্ষমা চেয়ে বিতর্কে ফুলস্টপ ফেলেন শাহিন।

টিম ম্যানেজমেন্টের কাছে ভর্ৎসিত হওয়ার পরেও অবশ্য বিতর্কের পুরোপুরি অবসান ঘটেনি। তার আগে শুক্রবার প্ৰথম টি২০ ম্যাচের সময় বাংলাদেশের উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসানকে আউট করে সরাসরি প্যাভিলিয়নে ফেরার দিকে ইঙ্গিত দেন আফ্রিদি। সেই কাণ্ডের জেরে ম্যাচ রেফারি শাহিনকে লেভেল ওয়ান ধারায় অভিযুক্ত করে সতর্ক করা হয়েছে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Cricket Cricket News Pakistan Cricket
Advertisment