/indian-express-bangla/media/media_files/2025/05/02/yeEfCj0EobEG79LLM7tu.jpg)
Shahid Afridi fan attack: ২০১২ সালে করাচি এয়ারপোর্টে ফ্যানের হাতে আক্রান্ত হয়েছিলেন শাহিদ আফ্রিদি
Shahid Afridi Karachi airport fight: পহেলগাঁও হামলার পর পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি ভারতীয় সেনা সম্পর্কে কুৎসিত মন্তব্য করেছিলেন, যার ফলে তিনি ব্যাপক সমালোচিত হন এবং সোশ্যাল মিডিয়ায় ট্রোল হতে থাকেন। কিছুদিন আগে শিখর ধাওয়ান তাঁকে কড়া জবাব দিয়েছিলেন। এরই মধ্যে শাহিদ আফ্রিদির একটি পুরনো ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে তিনি জনতার সঙ্গে বিতর্কে জড়িয়ে পড়েছেন এবং শারীরিকভাবে আক্রান্ত হচ্ছেন।
ভাইরাল ভিডিওর নেপথ্যের ঘটনা
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, পাকিস্তানের জনতা আফ্রিদির সঙ্গে ঝামেলা করছেন এবং তাঁকে মারধর করছেন। এই ভিডিওটি ২০১২ সালের একটি পুরনো ঘটনা, যা শিখর ধাওয়ানের প্যারোডি অ্যাকাউন্ট থেকে পোস্ট করা হয়েছে।
Tu mujhe kya chai pilayega bkl,tujhe to khud ke log chai nahi pilatepic.twitter.com/hoE1W9NFqThttps://t.co/m2bSgiNC58
— Shikkar Dhawen🐦 (@76off43) April 29, 2025
২০১২ সালে কী হয়েছিল?
এই ভিডিওটি ১৩ বছর পুরনো। ঘটনাটি ঘটে যখন শাহিদ আফ্রিদি ২০১২ সালে ঢাকা থেকে করাচি ফিরছিলেন। করাচি বিমানবন্দরে এক ফ্যান তাঁর উপর হামলা চালায় এবং এক ঠাসিয়ে চড় মারে। পাল্টা প্রতিক্রিয়ায় আফ্রিদিও হাত তুলেছিলেন। পরে তিনি বলেন যে তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেননি, তাই এমন পাল্টা মার দিয়েছিলেন। তবে, সেই ফ্যান কেন তাঁর সঙ্গে মারামারি করেছিলেন, তা এখনও স্পষ্ট নয়।
আরও পড়ুন এবারে শাহিদ আফ্রিদির উপর Surgical Strike! সেনাকে অপমানের বদলা নিল ভারত
ভারতে আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ
ভারতে শাহিদ আফ্রিদির ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করা হয়েছে। পাকিস্তানের বেশ কয়েকজন সেলিব্রিটির অ্যাকাউন্ট, যাঁরা ভারতের বিরুদ্ধে বিদ্বেষ ছড়াচ্ছিলেন, তাঁদেরও ভারতে ব্লক করা হয়েছে। আফ্রিদি পহেলগাঁও হামলার পর ভারতীয় সেনাকে 'অপদার্থ' বলেছিলেন, যা ভারতীয়দের মধ্যে ব্যাপক অসন্তোষ সৃষ্টি করেছিল।
আরও পড়ুন হিজবুল জঙ্গি ছিল ভাই! পহেলগাঁও হামলা নিয়ে কুমন্তব্যের পরই আফ্রিদির পর্দাফাঁস