/indian-express-bangla/media/media_files/2025/05/03/Qry7Cup2GJdnsVu18eg9.jpg)
পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার শাহিদ আফ্রিদি
Shahid Afridi: বেশ কয়েক বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর গ্রহণ করেছেন পাকিস্তানের (Pakistan Cricket Team) তারকা ব্যাটার শাহিদ আফ্রিদি। অবসরের পর থেকে ভারতের বিরুদ্ধে বিভিন্ন বিতর্কিত মন্তব্যের কারণে তিনি সংবাদ শিরোনামে উঠে আসেন।
শনিবার অর্থাৎ ৭ জুন শাহিদ আফ্রিদির মৃত্যুর খবর আচমকাই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এই ভাইরাল ভিডিওয় দেখতে পাওয়া যায়, পাকিস্তানি নিউজ চ্যানেলের একজন অ্যাঙ্কর শাহিদ আফ্রিদির মৃত্যুর খবর দিচ্ছেন। ব্যাকগ্রাউন্ডে একটি অ্যাম্বুলেন্সও দেখতে পাওয়া যাচ্ছে। এই ভিডিওটি শেয়ার করে শাহিদ আফ্রিদির মৃত্যুর শোকজ্ঞাপন করা হচ্ছে।
Shahid Afridi: কুকুরের সঙ্গে তুলনা আফ্রিদিকে, ঝামা ঘষে দিলেন ভারতীয় নেতা
জেনে নিন, আফ্রিদির মৃত্যু সংক্রান্ত এই ভিডিওর সত্যতা
শাহিদ আফ্রিদির মৃত্যু সম্পর্কিত যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করা হচ্ছে, সেখানে একটি মৃতদেহ করাচিতে 'দাফন' করা হচ্ছে। সেখানে ভিজন গ্রুপের চেয়ারম্যান সহ বেশ কয়েকজন আধিকারিক শোকজ্ঞাপন করেছিল। এই ভিডিওটি সম্পর্কে খোঁজখবর করতে গিয়ে দেখা গিয়েছে, গোটা ব্যাপারটাই একেবারে ভুয়ো। আসলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে গোটা বিষয়টি তৈরি করা হয়েছে। শাহিদ আফ্রিদি আপাতত একেবারে ফিট। তাঁর মৃত্যু সংক্রান্ত এই ভিডিওটি একেবারেই ভুয়ো।
ভারতে নিষিদ্ধ করা হয়েছে শাহিদ আফ্রিদির সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট
পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার পর ভারত সরকারের পক্ষ থেকে পাকিস্তানের বেশ কয়েকটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট এবং ইউটিউব চ্যানেল বন্ধ করে দেওয়া হয়েছে। সেই তালিকায় নাম রয়েছে শাহিদ আফ্রিদিরও। ভারতীয় সেনাবাহিনীকে নিয়ে কয়েকমাস আগে বিতর্কিত মন্তব্য করেছিলেন আফ্রিদি। প্রসঙ্গত, ২০১৭ সালে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন শাহিদ। পাকিস্তানের হয়ে তিনি ২৭ টেস্ট ম্য়াচ, ৩৯৮ ওয়ানডে এবং ৯৯ আন্তর্জাতিক টি-২০ ম্য়াচ খেলেছেন।
Shahid Afridi: ভারত-পাকিস্তান সংঘর্ষের আবহে বিরাটকে নিয়ে বড় মন্তব্য আফ্রিদির, বললেন...
টেস্ট ক্রিকেটে শাহিদ আফ্রিদি ১,৭১৬ রান করার পাশাপাশি ৪৮ উইকেট শিকার করেছেন। অন্যদিকে ওয়ানডে ক্রিকেটে তিনি ৮,০৬৪ রান করেন। আর ৩৯৫ উইকেট শিকার করেছেন। এছাড়া আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে তিনি ১,৪১৬ রান করার পাশাপাশি ৯৮ উইকেটও শিকার করেছেন। ২০০৯ সালে পাকিস্তান যখন টি-২০ বিশ্বকাপের খেতাব জয় করেছিল, সেই দলের অধিনায়ক ছিলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তানকে জেতানোর পিছনে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছিলেন।