হেলমেটের সামনে পুরো ফাঁকা। কোনো গ্রিল নেই। এমনই বিপজ্জনক হেলমেট পরেই বাইশ গজে ফিরেই চমকে দিলেন শাহিদ আফ্রিদি। পাকিস্তান সুপার লিগের প্লে অফ ম্যাচে খেললেন মুলতান সুলতানস বনাম করাচি কিংস ম্যাচে।
কয়েকমাস আগে কোভিডে আক্রান্ত হয়েছিলেন তিনি। শেষবার মাঠে দেখা গিয়েছিল পিএসএলের গ্রুপ পর্বের ম্যাচে মার্চে। তারপর চলতি মাসের নভেম্বরে ইমাদ ওয়াসিমদের করাচি কিংসের বিরুদ্ধে প্রত্যাবর্তন করেন। সাত নম্বরে ব্যাট করতে নেমে শুরুতেই আক্রমণাত্মক মেজাজে হাঁকাতে থাকেন তিনি। তবে ১২ বলে ১২ করার পর পেসার আর্শাদ ইকবালের বলে আউট হয়ে যান। ব্যাটে রান না পেলেও হেলমেটের কারণে শিরোনামে উঠে এসেছেন পাক তারকা।
আরো পড়ুন: আইপিএলের আয়োজনে ধন্যবাদ জয় শাহকে! সৌরভের নাম ভুলেই গেলেন মুকেশ-পুত্র
বিপজ্জনক দেখতে এই হেলমেটের গ্রিলের টপ বারই নেই। মুখে ধেয়ে আসা বল সহজেই আঘাত হানতে পারে মুখে। সৌভাগ্যবশত, আফ্রিদিকে সেরকম কোনো পরিস্থিতিতে পড়তে হয়নি। তবে এই হেলমেট সোশ্যাল মিডিয়ায় ক্রিকেট মহলে আলোচনার জন্ম দিয়েছে।
পিএসএলের কোয়ালিফায়ারে ধারাভাষ্যকার বাজিদ খান বলেন, "জন্টির মত আকর্ষণীয় হেলমেট পড়ে খেলছে। তবে এরকম হেলমেট আগে কখনো দেখিনি।" দক্ষিণ আফ্রিকান তারকা জন্টি রোডস বলেন, "এই হেলমেট পড়েই কয়েকমাস আগে খেলতে নেমেছিলাম। তবে গ্রিলের টপ বার নিয়ে আমার সমস্যা ছিল। সেইসঙ্গে দেখতেও সমস্যা হচ্ছিল। নিরাপত্তার কারণে এই হেলমেট থেকে দূরে থেকেছি।"
হেলমেট তৈরি করার সময় যেন সবসময় ক্রিকেটারের নিরাপত্তা অগ্রাধিকার পায়, তা বরাবরই নিশ্চিত করতে চেয়েছে আইসিসি। কয়েকবছর আগে ফিল হিউজসের মর্মান্তিক মৃত্যুর পর হেলমেট ডিজাইন নিয়ে আরো কড়া হয়েছে আইসিসি। আইপিএলে বিজয় শঙ্কর সরাসরি আঘাত পাওয়ার পর শচীন তেন্ডুলকর আওয়াজ তুলেছিলেন যেন ব্যাটসম্যানদের ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক করা হয়।
যাইহোক, হেলমেট নিয়ে শিরোনামে উঠে আসা আফ্রিদি ব্যাট হাতে ভেলকি দেখাতে না পারলেও করাচি কিংসের রান চেজ করার সময় ইফতিকার আহমেদকে আউট করেন। যাইহোক, মুলতান, করাচি দুই দলই ১৪১ রানে টাই হয়ে যাওয়ার পরে সুপার ওভারে শেষ হাসি হাসে কিংসরা। আফ্রিদিরা হেরে বসেন।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন