Sachin Tendulkar, Shahid Afridi: পাকিস্তানের প্রাক্তন অলরাউন্ডার শাহিদ আফ্রিদিকে 'বুম-বুম' নামে ডাকা হয়। কারণ তিনি পাকিস্তানের সেরা আক্রমণাত্মক ব্যাটারদের একজন। আফ্রিদি ওডিআই ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করার রেকর্ডটি দীর্ঘদিন ধরে রেখেছিলেন। নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে সেঞ্চুরি করেছিলেন। ২০১৪ সালে, নিউজিল্যান্ডের অলরাউন্ডার কোরি অ্যান্ডারসন ৩৬ বলে আফ্রিদির রেকর্ড ভেঙেছিলেন। দক্ষিণ আফ্রিকার প্রাক্তন অধিনায়ক এবি ডিভিলিয়ার্স ২০১৫ সালে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৩১ বলে সেঞ্চুরি করে অ্যান্ডারসনের রেকর্ড ভেঙে দেন।
অবসরপ্রাপ্ত পাকিস্তানি তারকার সেঞ্চুরির পিছনে বিশেষ গল্প আছে। যা ভারতীয়রা পছন্দ করেন। সেটা হল, আফ্রিদি নিজেই জানিয়েছিলেন যে তিনি শচীন তেণ্ডুকারের ব্যাট ব্যবহার করে সেই ৩৭ বলে শতরান করেছিলেন। ২০২১ সালে এক সাক্ষাৎকারে আফ্রিদি বলেন, 'আমি আমার প্রথম ইনিংসটি যে ব্যাট দিয়ে খেলেছিলাম তা আমি নিরাপদে রেখে দিয়েছি। কারণ, ব্যাটটি ইতিহাস তৈরি করেছে। ওটা শচীনের ব্যাট ছিল। তিনি আমার প্রিয় খেলোয়াড়দের একজন। আর, আমি তাঁর ব্যাট দিয়ে একটি বিশ্ব রেকর্ড তৈরি করেছি। আমি ওয়াকার ইউনিসের কাছেও কৃতজ্ঞ। ব্যাটটি তিনিই আমাকে দিয়েছিলেন। যখন আমি ম্যাচের আগে অনুশীলন করছিলাম তিনি আমাকে সেই ব্যাট দিয়ে খেলতে বলেছিলেন।'
আফ্রিদি আরও বলেন, 'শাহিদ আফ্রিদি তৈরিতে ওই ব্যাটটা একটা বড় ভূমিকা পালন করেছে। এটা আমার জন্য খুবই স্পেশাল। এটা নিয়ে আমি পরেও খেলার চেষ্টা করেছি। তারপর যত্ন করে তুলে রেখে দিয়েছি।' আফ্রিদির প্রাক্তন পাকিস্তান সতীর্থ আজহার মাহমুদও অবসরপ্রাপ্ত অলরাউন্ডারের ব্যবহৃত শচীন তেণ্ডুলকারের ব্যাট নিয়ে একটা মজার গল্প বলেছেন।
মাহমুদ বলেছেন, 'সেই সময় শ্রীলঙ্কার দুই ওপেনার জয়সুরিয়া ও উইকেটরক্ষক কালুভিথারানা আগেভাগে আক্রমণ করত। তাই আমরা ভেবেছিলাম আমাদের এমন কাউকে দরকার যে ৩ নম্বরে ব্যাট করতে পারে। আফ্রিদি এবং আমাকে ওয়াসিম বললেন, আপনারা যান। স্লগ করার চেষ্টা করুন (নেটে)। আমি সাবধানে স্লগিং করছিলাম। আর, আফ্রিদি নেটে স্পিনারদের সবাইকে প্রতিবলে হাঁকাচ্ছিল।'
আরও পড়ুন- বোলারের ভুল নয়, তবু নো-বল কল আম্পায়ারের! আম্পায়ার-বোলার দুজনেই ঠিক, কীভাবে সম্ভব
আহজার মাহমুদ বলেছেন, 'পরের দিন, আমরা শ্রীলঙ্কার বিরুদ্ধে মাঠে নামি। টিম ম্যানেজমেন্ট বলেছিল যে আফ্রিদি তিন নম্বরে ব্যাট করবে। আমার মনে হয় ওয়াকার ইউনিস শচীনের কাছ থেকে ব্যাট পেয়েছে। সেই ব্যাট নিয়েই আফ্রিদি খেলবে। সেদিনের সেঞ্চুরির পরে, আফ্রিদি একজন ব্যাটসম্যান হিসেবে নিজের নাম খোদাই করে দেয়। ও আগে একজন বোলার ছিল। এমন বোলার যে ব্যাটটাও করতে পারে। কিন্তু, শেষ পর্যন্ত ও ব্যাটার হিসেবেই নাম কিনল।'