Suresh Raina six off Shakib Al Hasan: চার বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন। কিন্তু, তিনি যে এখনও ২২ গজে আগের মতই দুর্দান্ত, ফের বোঝালেন ভারতীয় ক্রিকেটার সুরেশ রায়না। মার্কিন যুক্তরাষ্ট্রে সিক্স৬০ স্ট্রাইক টুর্নামেন্টে বাংলাদেশের সাকিব আল হাসানকে দুটি বিশাল ছক্কা হাঁকিয়ে রায়না নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিলেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল) এই টুর্নামেন্টের আয়োজক। সেখানেই রায়না দেখালেন, অবসর নিলেও তাঁর ক্রিকেটীয় দক্ষতা এখনও আগের মতই আছে। তাতে কোনও মরচে পড়েনি।
এই টুর্নামেন্টে নিউইয়র্ক লায়ন্সের হয়ে প্রাক্তন ভারতীয় ব্যাটার রায়না, লস অ্যাঞ্জেলেস ওয়েভসের অধিনায়ক সাকিব আল হাসানকে এক ওভারে দুটি ছক্কা এবং একটি চার মেরেছেন। সাকিব সম্প্রতি ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজে ভারতে খেলে গিয়েছেন। তার আগে পাকিস্তানের বিরুদ্ধে দুটি টেস্ট জয়ী বাংলাদেশ দলের হয়েও খেলেছেন। ডালাসের এই টুর্নামেন্টে রায়না ম্যাচে রীতিমতো আধিপত্য দেখিয়েছেন। সেখানে বিশ্বমানের অলরাউন্ডার এবং আন্তর্জাতিক ক্রিকেটে বর্তমানে ওয়ানডে খেলে চলা সাকিবকে পুরো পাড়ার মানের খেলোয়াড়ের স্তরে নামিয়ে এনেছিলেন রায়না। প্রাক্তন ভারতীয় ক্রিকেটারের এই ভয়ংকর মেজাজি ব্যাটিংয়ের মুখে পড়ে বিপর্যস্ত সাকিব এক ওভারে ১৮ রান দেন। তারপর আর বোলিং করতে আসেননি।
Suresh Raina for New York Lions. 🔥 pic.twitter.com/2RPlattirC
— Mufaddal Vohra (@mufaddal_vohra) October 5, 2024
আরও পড়ুন- বিশ্বকাপ জিততে ফাইনালে অভিনয়ের আশ্রয় পন্থের! ভয়ঙ্কর সত্য এবার ফাঁস করে বিস্ফোরক ক্যাপ্টেন রোহিত
এই ম্যাচে রায়না মাত্র ২৮ বলে ৫৩ রান তোলেন। ইনিংসে ছিল তিনটি ছক্কা এবং ছয়টি বাউন্ডারি। তাঁর এই ছারখার করা ব্যাটিংয়ের সুবাদে নিউইয়র্ক লায়ন্স ১০ ওভারে ১২৬ রান তোলে। ভালো খেলেছেন উপুল থারাঙ্গাও। তিনি ২৩ বলে ৪০ রান করেছেন। বেন কাটিং করেছেন ১২ রান। ম্যাচে রান তাড়া করতে নেমে ওয়েভস শুরু থেকেই ধাক্কা খায়। ওপেনার স্টিফেন এসকিনাজি গোল্ডেন ডাকে আউট হন। সাকিব, চতুর্থ ওভারে তাবরাইজ শামসির কাছে আউট হওয়ার আগে ১৬ বলে মাত্র ১৩ রান করেন। এই পরিস্থিতিতে অ্যাডাম রোসিংটন এবং টিম ডেভিড ওয়েভসের ইনিংসের হাল ধরার চেষ্টা করেন। শেষ পর্যন্ত সাকিবের দল ৭ উইকেটে ১০৭ রান করে। যার ফলে, ১৯ রানে হেরে যায়।