Shakib Al Hasan reassessment test in Chennai: চেন্নাইয়ে বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়নের পরীক্ষায় ব্যর্থ হলেন সাকিব আল হাসান। ফলে, তাঁর বোলিংয়ের বিরুদ্ধে আইসিসির নিষেধাজ্ঞা বহাল থাকল। ইংল্যান্ডে প্রাথমিক পরীক্ষায় ব্যর্থ হওয়ার পর ২১ ডিসেম্বর চেন্নাইয়ের শ্রী রামচন্দ্র সেন্টার ফর স্পোর্টস সায়েন্সে সাকিব আল হাসান ফের পরীক্ষা দেন। কিন্তু, সেখানেও তাঁর বোলিং অ্যাকশনকে পাসমার্ক দেওয়া হয়নি।
আর এরই ভিত্তিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শনিবার নিশ্চিত করেছে যে সম্প্রতি চেন্নাইয়ে পুনর্মূল্যায়নের পরীক্ষায় ব্যর্থ হওয়ার জেরে অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান আপাতত আর বল করতে পারবেন না। বিসিবি তার বিবৃতিতে জানিয়েছে, 'ব্রিটেনের লফবোরো বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কেন্দ্রে প্রাথমিক মূল্যায়নের পর আন্তর্জাতিক ক্রিকেটে সাকিবের বোলিংয়ে নিষেধাজ্ঞা জারি আছে। বোলিং নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য সফল পুনর্মূল্যায়নের প্রয়োজন। সাকিব বোলিং করতে না পারলেও, তিনি ঘরোয়া এবং আন্তর্জাতিক সব ধরনের ক্রিকেটে ব্যাটসম্যান হিসেবে খেলতে পারবেন।'
বিসিবি জানিয়েছে, ১২ জানুয়ারির মধ্যে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য অস্থায়ী দল ঘোষণা করা হবে। কিন্তু সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে নিষেধাজ্ঞার পর তাঁর খেলার সম্ভাবনা এখনও অস্পষ্ট। সেপ্টেম্বরে ইংল্যান্ডে সারের হয়ে সামারসেটের বিরুদ্ধে খেলার সময় তাঁর ক্লাব সারের পরাজয়ের পর সাকিবের বোলিং অ্যাকশন নিয়ে তদন্ত হয়েছিল। কাউন্টি দলের এই ম্যাচে সাকিব প্রথম ইনিংসে ১২ রান এবং দ্বিতীয় ইনিংসে ০ রান করেন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছিল যে, অভিজ্ঞ অলরাউন্ডারের বোলিং কেবল ইংল্যান্ডের ঘরোয়া প্রতিযোগিতায় নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু বিসিবি জানায় যে, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) নিয়মের জেরে সাকিবের বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা দুনিয়াজুড়ে প্রযোজ্য।
আরও পড়ুন- দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার অভাবে বুক দুরুদুরু রোহিতদের
২০০৬ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর সাকিবের বোলিং অ্যাকশন তদন্তের আওতায় আসে। বাঁ-হাতি এই অলরাউন্ডারের ১৪০০০-এরও বেশি রান এবং ৭০০-এরও বেশি উইকেট আছে। সাকিব টেস্ট এবং টি২০ থেকে অবসরের কথা ঘোষণা করেছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ঘরের মাটিতে তাঁর শেষ টেস্ট খেলার পরিকল্পনা ব্যক্তিগত নিরাপত্তার কারণে ভেস্তে যায়। তবে তিনি এখনও বাংলাদেশের হয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলার আশায় আছেন। সাকিব শেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ৩০ নভেম্বর। আবুধাবি টি১০ লিগে তিনি বাংলা টাইগার্সের অধিনায়ক ছিলেন। ওই ম্যাচে সাকিব শূন্য রানে অপরাজিত ছিলেন। ২ ওভারে বিনা রানে দেন ১২ উইকেট।