Advertisment

Jasprit Bumrah-Champions Trophy: দুঃসংবাদে ছারখার টিম ইন্ডিয়া! চ্যাম্পিয়ন্স ট্রফিতে বুমরার অভাবে বুক দুরুদুরু রোহিতদের

Bumrah set to miss Champions Trophy matches: অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ৫ ম্যাচের টেস্ট সিরিজে, বুমরাহ ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Jasprit Bumrah, Steve Smith, জসপ্রীত বুমরা, স্টিভ স্মিথ

Bumrah in Australia: অস্ট্রেলিয়া সফরে জসপ্রীত বুমরা। (ফাইল ছবি)

Bumrah set to miss Champions Trophy matches: পিঠের ফোলাভাব কমেনি। তাই চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্বের ম্যাচগুলোয় খেলতে পারবেন না জসপ্রীত বুমরা। তাঁকে বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট একাডেমিতে (এনসিএ) গিয়ে রিপোর্ট করতে বলা হয়েছে। সেখানে বুমরার ফিটনেস পর্যালোচনা ও পর্যবেক্ষণ করবেন চিকিৎসকরা। বুমরা যদি চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে খেলতে না পারেন, সেটা ভারতের কাছে এক বড় ধাক্কা। বিশ্বের সেরা ৮টি ওয়ানডে দলকে নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হবে। এই টুর্নামেন্টের বেশিরভাগ ম্যাচ পাকিস্তানের করাচি, রাওয়ালপিন্ডি, লাহোরে হলেও, ভারতের ম্যাচগুলো হবে সংযু্ক্ত আরব আমিরশাহির দুবাইয়ে।

Advertisment

এমাসের শেষের দিকে ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে টি২০ সিরিজের জন্য দল বাছতে শনিবার মুম্বইয়ে বৈঠক করেন জাতীয় নির্বাচকরা। বুমরার ফিটনেস সম্পর্কে সেখানে আপডেট পেশ করা হয়েছে। এমনিতে চ্যাম্পিয়ন্স ট্রফির দল ঘোষণার শেষ তারিখ রবিবার হলেও বিসিসিআই সময় বাড়ানোর আবেদন করেছে। নির্বাচকরা ঠিক করছেন, তাঁরা বুমরাকে ১৫ জনের দলে রাখবেন নাকি টুর্নামেন্টের জন্য রিজার্ভ খেলোয়াড়দের তালিকায় যুক্ত করবেন। জানা গেছে যে বিসিসিআই প্রাথমিকভাবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের কাছে একটি অস্থায়ী দলের তালিকা জমা দেবে। যেহেতু দলে পরিবর্তন আনা হতে পারে, তাই টুর্নামেন্ট এলে বুমরার ফিটনেসের অগ্রগতি পর্যবেক্ষণের জন্য নির্বাচকদের সময় দেওয়া হবে।

বিসিসিআইয়ের এক সূত্রের মতে, মার্চের প্রথম সপ্তাহের মধ্যেই বুমরা সম্পূর্ণরূপে ফিট হয়ে যাবেন বলে আশা করা হচ্ছে। ওই সূত্রটি জানিয়েছে, 'বুমরা তাঁর পুনর্বাসনের জন্য এনসিএ যাবেন। প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ওঁর কোনও ফ্র্যাকচার নেই। তবে পিঠে ফোলাভাব আছে। তাই এনসিএ তাঁর রিকভারি পর্যবেক্ষণ করবে। বুমরা তিন সপ্তাহ এনসিএতে থাকবেন। তার পরেও তাঁকে একটি বা দুটি ম্যাচ খেলতে হতে পারে। সেগুলো তাঁর ম্যাচ ফিটনেস পরীক্ষার অনুশীলন ম্যাচও হতে পারে।'

নিউজিল্যান্ডের বিরুদ্ধে ভারতের শেষ গ্রুপ ম্যাচ হবে ২ মার্চ। তবে বুমরা খেলতে প্রস্তুত কি না, তা স্পষ্ট নয়। এর আগে, ভারত ২০ ফেব্রুয়ারি বাংলাদেশ এবং ২৩ ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ভারত তাদের সমস্ত ম্যাচ দুবাইতেই খেলবে। কারণ নিরাপত্তার কারণে টিম ইন্ডিয়া আগেই জানিয়ে দিয়েছে, পাকিস্তানে যাবে না। আইসিসি ইতিমধ্যে সেই হাইব্রিড মডেলে রাজি হয়েছে। সেমিফাইনাল হবে ৪ এবং ৫ মার্চ। ফাইনাল হবে ৯ মার্চ।

Advertisment

অস্ট্রেলিয়ায় সাম্প্রতিক ৫ ম্যাচের টেস্ট সিরিজে, বুমরাহ ৩২ উইকেট নিয়ে সিরিজ সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন। চোটের জন্য সিডনিতে সিরিজের শেষ দিনে তিনি মাঠের বাইরে ছিলেন। অস্ট্রেলিয়া সিরিজ জিতেছে এবং বর্ডার-গাভাসকর ট্রফি জিতেছে। বুমরার এর আগেও পিঠের সমস্যা ছিল। অস্ত্রোপচারের পর তিনি প্রায় ১১ মাস- ২০২২ এর সেপ্টেম্বর থেকে ২০২৩-এর আগস্ট পর্যন্ত ক্রিকেট খেলতে পারেননি। আয়ারল্যান্ডের বিরুদ্ধে টি২০ ম্যাচে জাতীয় দলে ফিরেছেন।

আরও পড়ুন- শামি ফিরলেন জাতীয় দলে, জায়গা পেলেন না পন্থ

এই স্ট্রাইক বোলার যাতে নিজের ওপর চাপ না ফেলেন সেব্যাপারে ভারতীয় টিম ম্যানেজমেন্ট সচেতন। গত বছরের শুরুতে রাঁচিতে ইংল্যান্ডের বিরুদ্ধে চতুর্থ টেস্টের জন্য বুমরাকে বিশ্রাম দেওয়া হয়েছিল। সম্প্রতি, মুম্বইতে নিউজিল্যান্ডের বিরুদ্ধে ৩য় ও শেষ টেস্টে তাঁকে বিশ্রাম দেওয়া হয়েছে। যাতে তিনি অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজের জন্য তরতাজা থাকতে পারেন। অস্ট্রেলিয়ায়, বুমরাহ ৫ টেস্টে ১৫১.২ ওভার বল করেছেন। তাঁর স্ট্রাইক রেট ২৮.৩। পার্থে প্রথম টেস্টে রোহিত শর্মা খেলতে পারেননি। বুমরাই পার্থ ম্যাচের অস্থায়ী অধিনায়ক ছিলেন। সিডনিতে শেষ টেস্টেও যখন রোহিত খেলেননি। বুমরাই টিমের নেতৃত্ব দেন।

cricket Champions Trophy Cricket News Jasprit Bumrah The Indian Express
Advertisment