/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/05/Shakib-al-Hasan_main.jpg)
চোটে কাবু সাকিব (ফেসবুক)
সামনেই বিশ্বকাপ তার আগেই বড়সড় সমস্যায় বাংলাদেশ। চোট পেয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলছেন না সাকিব আল হাসান। পিঠের পেশির চোটে রীতিমতো বেকায়দায় তিনি। বিশ্বকাপের আগে দলের একনম্বর তারকার চোট সমস্যায় ফেলে দিয়েছে বাংলাদেশ ক্রিকেটকে।
আরও পড়ুন
ভারতীয় ক্রিকেটারকে এবার কোচ করল বাংলাদেশ বোর্ড, বিশ্বকাপের আগে নয়া চমক
বুধবার আয়ারল্যান্ডের বিরুদ্ধে ব্যাট করার সময়েই পিঠের বাঁ পাশের পেশির চোট লাগে তারকা অলরাউন্ডারের। সে কারণে ব্যাট হাতে অর্ধশতরান করার পরেই ড্রেসিংরুমে ফিরে আসতে হয় সাকিব আল হাসানকে। শুক্রবারেই ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ফাইনাল। সেই ম্যাচে তাঁর খেলা নিয়ে সংশয় ছিল। বলা হয়েছিল, সাকিব সেই ফাইনালে খেলবেন কিনা, সেই সিদ্ধান্ত তাঁর উপরেই ছেড়ে দিয়েছে টিম ম্যানেজমেন্ট। দলীয় সূত্রে জানানো হয়েছিল, শারীরিক অবস্থার কথা পর্যালোচনা করে তার পরেই সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবারে ফাইনালে একাদশে অবশ্য নেই সাকিব।
ফিজিও থিহান চন্দ্রমোহনের কড়া পর্যবেক্ষণে ছিলেন সাকিব। পিঠের বাঁ দিকের মাংসপেশির চোট যথেষ্ট গুরুতর ছিল। বৃহস্পতিবার সকালে হালকা জিম করলেও সাকিবের ব্যথা নাকি কমে নি। শুক্রবারে ফাইনালের দিন টসের সময় অধিনায়ক মাশরাফি জানিয়ে দিয়েছেন, সাকিব থাকছেন না বাংলাদেশের একাদশে।
ঘটনা হল, সাকিবের চোট কতটা গুরুতর, তা নিয়ে বাংলাদেশ ক্রিকেটে এখনও ঢাক গুড়গুড় দশা। পরিষ্কার করে কিছু বলা হচ্ছে না। দু-সপ্তাহও বাকি নেই বিশ্বকাপের ঢাকে কাঠি পড়তে। তার আগে ত্রিদেশীয় সিরিজে ফাইনালে খেলছেন না সাকিব।
গোটা ঘটনা সাকিবের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েই সংশয়ের বাতাবরণ তৈরি করে দিয়েছে।