Bangladesh Cricketer Shakib Al Hasan: জাতীয় দলের হয়ে খেলার চেয়ে শ্রীলঙ্কার টি১০ লিগকে অগ্রাধিকার দিলেন বাংলাদেশের তারকা ক্রিকেটার সাকিব আল হাসান। ওই লিগে খেলার জন্য সাকিব ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে আসন্ন ওয়ানডে সিরিজে অংশ নেবেন না। সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুসারে, অলরাউন্ডার সাকিব লঙ্কা টি১০ লিগে এখন মনোনিবেশ করতে চান।
সাকিব আল হাসান নিঃসন্দেহে গত কয়েক মাসে বাংলাদেশের অন্যতম আলোচিত নাম। হত্যা মামলায় নাম জড়ানোর পরও তাঁর বিচার প্রক্রিয়া আইনি পথে চলেনি। প্রথমসারির এই অলরাউন্ডার ইতিমধ্যে টেস্ট এবং টি২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার কথা ঘোষণা করেছেন। কিন্তু, তিনি ওয়ানডেতে খেলা চালিয়ে যেতে চান বলেই জানিয়েছেন।
সাকিব আল হাসান জানিয়েছিলেন, তিনি আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর পরে ওয়ানডেতে আরও বেশি করে মনোনিবেশ করবেন। তবে, তিনি কবে অবসর নেবেন, সেনিয়ে মুখ খোলেননি সাকিব। তাঁর অবসর নিয়ে স্বভাবতই ধোঁয়াশা তৈরি হয়েছে। তারই মধ্যে সাকিব জানালেন যে তিনি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে একদিনের ম্যাচে খেলবেন না। বদলে, শ্রীলঙ্কার বিরুদ্ধে টি১০ লিগে খেলবেন।
সাকিব আল হাসান এর আগে আফগানিস্তান জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজে খেলেননি। এবার তিনি ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে সিরিজে খেলবেন না। অথচ, আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫-এর আগে এটাই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের শেষ অ্যাসাইনমেন্ট।
এই ইস্যুতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক কর্তা জানিয়েছেন যে, সাকিব বর্তমানে খেলার মত মানসিক অবস্থায় নেই। এমনটাই তাঁরা মনে করছেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলের একজন সদস্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজে সাকিব আল হাসানের না থাকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সংবাদমাধ্যমকে বলেছেন, 'সাকিব ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ানডেতে থাকছেন না। আমরা সেই অনুযায়ীই আমাদের স্কোয়াড তৈরি করেছি।'
বিসিবির আরেক কর্তা বিবৃতি দিয়ে জানিয়েছেন যে, সাকিব আল হাসানের মানসিক অবস্থা ভালো নয়। তাই তাঁরা মনে করেন না যে এই অলরাউন্ডার খেলার মত অবস্থায় আছেন। সংবাদমাধ্যমকে তিনি বলেন, 'তাঁর বর্তমান মানসিক অবস্থার প্রেক্ষিতে আমরা মনে করছি যে, সাকিব খেলার অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলা জাতীয় দলের প্রতিনিধিত্ব করার মত ব্যাপার না। তাই ও ওখানে খেলছে।'
সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে যে সাকিব আল হাসান ওয়েস্ট ইন্ডিজ জাতীয় ক্রিকেট দলের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের সময়, অর্থাৎ ১২-২২ ডিসেম্বর- লঙ্কা টি১০ লিগে গালে মার্ভেলসের হয়ে খেলবেন। বাংলাদেশের এই অলরাউন্ডারকে শ্রীলঙ্কার ওই টুর্নামেন্টে প্রাক-ড্রাফট নির্বাচনের সময় প্লাটিনাম প্লেয়ার বিভাগে নথিবদ্ধ করা হয়েছে।
আরও পড়ুন- BCCI ছেড়েই দিলেন জয় শাহ! বড় আপডেটে তোলপাড় আইসিসি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল শীঘ্রই শ্রীলঙ্কা সিরিজের স্কোয়াড ঘোষণা করবে। তবে তারা স্কোয়াড চূড়ান্ত করার আগে নাজমুল হোসেন ও তৌহিদ হৃদয়ের মেডিকেল রিপোর্টের জন্য অপেক্ষা করছে। এই জুটি কুঁচকির চোটে ভুগছিল। ইতিমধ্যে সেরেও উঠছে। বিসিবি আশাবাদী যে তারা সিরিজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারবে।
বাংলাদেশ এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে একদিনের সিরিজটি সেন্ট কিটসে ৮, ১০ এবং ১২ ডিসেম্বর হবে। তারপরে ১৫, ১৭ এবং ১৯ ডিসেম্বর সেন্ট ভিনসেন্টে দুই দেশের ৩টি টি২০ খেলার কথা।