Advertisment

সপাটে লাথি মেরে স্ট্যাম্প ভেঙে আম্পায়ারকে গালি! মাঠে এ কী কাণ্ড সাকিবের, দেখুন ভিডিও

আইপিএলের দ্বিতীয়াংশে সাকিবকে কেকেআরের জার্সিতে দেখা যাবে না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আমিরশাহিতে বাকি আইপিএলের সময় ক্রিকেটারদের ছাড়তে পারবেন না তারা।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

লেগ বিফোরের সিদ্ধান্তে সাড়া দেননি আম্পায়ার। তাতেই ক্ষিপ্ত হয়ে সাকিব আল হাসান লাথি মেরে উইকেট ভাঙলেন। আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে প্রকাশ্যেই ক্ষোভ উগরে দিলেন ঢাকা প্রিমিয়ার লিগের ম্যাচে। যা নিয়ে তোলপাড় ক্রিকেট মহল। ঢাকা প্রিমিয়ার লিগে খেলা চলছিল মহামেডান স্পোর্টিং ক্লাব এবং আবাহনীর মধ্যে। সেই ম্যাচেই সাকিব খেলছিলেন মহামেডানের জার্সিতে।

Advertisment

ব্যাট হাতে ক্রিজে ছিলেন সাকিবের জাতীয় দলের সতীর্থ মুশফিকুর রহিম। তারকা ক্রিকেটারের প্যাডে বল আছড়ে পড়তেই সাকিব আম্পায়ারের কাছে আবেদন জানান। তবে আম্পায়ার নাকচ করে দিতেই ক্রুদ্ধ সাকিব কার্যত তান্ডবলীলা চালান।

আরো পড়ুন: ইউরোর শুরুর ম্যাচেই আজ ইতালি-তুরস্ক! কখন-কোন চ্যানেলে চোখ রাখবেন, জানুন

সেই ঘটনাতেই পরিস্থিতি থেমে থাকেনি। কিছুক্ষণ পরেই আরো একবার সাকিবের আবেদন খারিজ করে দিতেই স্ট্যাম্প উপরে ফেলে দিয়ে আবার আম্পায়ারের সঙ্গে তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন।

মহামেডান স্পোর্টিংয়ের ক্যাপ্টেন হিসাবে সাকিব ব্যাট করতে নেমে ২৭ বলে ৩৭ করেছিলেন। টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে স্কোরবোর্ডে তাঁর দল তুলেছিল ১৪৫/৬। জবাবে ব্যাট করতে নেমে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে আবাহনী ৫.৫ ওভারে ৩১/৩ তুলেছে।

ঢাকা প্রিমিয়ার লিগে খেলার জন্যই সাকিব পাকিস্তান সুপার লিগে অংশ নিয়ে আবু ধাবি যাননি। তার আগে গড়াপেটা প্রস্তাব গোপন করায় সাকিবকে নিষিদ্ধ ঘোষণা করেছিল আইসিসি। সেই নির্বাসন কাটিয়ে সাকিবকে আইপিএলে কেকেআরের জার্সিতে খেলতে দেখা গিয়েছে।

আইপিএলের দ্বিতীয়াংশে সাকিবকে কেকেআরের জার্সিতে দেখা যাবে না। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ড ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে আমিরশাহিতে বাকি আইপিএলের সময় ক্রিকেটারদের ছাড়তে পারবেন না তারা। ঠাসা ক্রীড়াসূচির কারণে।

যাইহোক, শুক্রবারের নক্কারজনক ঘটনার পরে সাকিবের বিরুদ্ধে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কী ব্যবস্থা নেয়, সেটা দেখার।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Bangladesh Cricket Shakib Al-Hasan
Advertisment