scorecardresearch

ইউরোর শুরুর ম্যাচেই আজ ইতালি-তুরস্ক! কখন-কোন চ্যানেলে চোখ রাখবেন, জানুন

EURO CUP 2020 Turkey vs Italy Match Preview: শুক্রবার রাতেই ইউরোর ওপেনিং ম্যাচে মুখোমুখি ইতালি এবং তুরস্ক রোমে। কানায় কানায় ভর্তি স্টেডিয়ামেই শুরু হতে চলেছে ফুটবলের মেগা টুর্নামেন্টের আসর।

ইউরোর শুরুর ম্যাচেই আজ ইতালি-তুরস্ক! কখন-কোন চ্যানেলে চোখ রাখবেন, জানুন

EURO 2020 Turkey vs Italy Match Preview in Bengali: করোনায় ছারখার হয়ে গিয়েছিল দেশটা। সেই দেশের মাটিতেই এবার উদ্বোধন ঘটছে ইউরো কাপের ফুটবল যজ্ঞে। আর প্রথম ম্যাচেই দেশের মাটিতে খেলবে ইতালি। প্রতিপক্ষ তুরস্ক। রোমের স্তাদিও অলিম্পিও স্টেডিয়ামে আজ্জুরিরা জয় দিয়েই টুর্নামেন্টে অভিযান শুরু করতে চাইছেন। গত বছরে টুর্নামেন্ট অতিমারীর কারণে করা সম্ভব হয়নি। তবে রোমের হাতেই থেকেছে ইউরো কাপের শুরুর ম্যাচ আয়োজনের দায়িত্ব।

এবার ইউরো হচ্ছে একাধিক দেশে। রোমের হাতে ওপেনিং ম্যাচের দায়িত্ব থাকলেও টুর্নামেন্টে সবথেকে বেশি ম্যাচ দেখতে চলেছে ওয়েম্বলি স্টেডিয়াম। ইংল্যান্ড ঘরের মাঠে এই স্টেডিয়ামকে বেস করেই এবার খেলছে। পাঁচটি গ্রুপ পর্বের ম্যাচ আয়োজন করার পরে উত্তর লন্ডনের ওয়েম্বলিতে সেমিফাইনাল এবং ফাইনাল ম্যাচও হবে। রবিবারই এই মাঠে ইংল্যান্ড টুর্নামেন্ট অভিযান শুরু করছে ক্রোয়েশিয়ার বিপক্ষে।

আরো পড়ুন: করোনা কেড়ে নিল জাতীয় দলের প্রাক্তন তারাকে, শোকে মুষড়ে উঠল ভারতীয় ফুটবল

যাইহোক, দারুন ছন্দে থেকেই ইতালি টুর্নামেন্টে খেলতে নামছে। ২০১৮-য় ইতালি ফুটবলে কালো অধ্যায় চলছিল। বিশ্বকাপেও যোগ্যতা অর্জন করতে ব্যর্থ জয় নীল জার্সির দল। তবে তারপরে রবার্তো মানচিনি দায়িত্ব নিয়ে দলকে অতল খাদ থেকে তুলে এনেছেন। জিজি বুঁফো, পিরলো, চিয়েলিনিদের মত একাধিক সিনিয়র তারকা অবসর নেওয়ায় তরুণ ফুটবলার বাছার কাজ অনেকটাই সহজ হয়ে গিয়েছিল মানচিনির কাছে।

তরুণ রক্ত আমদানি করেই মানচিনির হাত ধরে ঘুরে দাঁড়িয়েছে ইতালি। ইউরোয় টানা দশটা কোয়ালিফাইং ম্যাচ জিতেছে ইতালি। টানা ২৭ ম্যাচ অপরাজিত অতীতের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা।

শেষ আট ম্যাচে একটাও গোল হজম করেনি ইতালি। বুঁফো নেই তো কি, মানচিনি হাজির করেছেন ২২ বছরের জিয়ানুইগি দনারুমাকে। শুরু থেকেই যিনি বুঁফোর বিকল্প হয়ে ওঠার বার্তা দিয়েছেন। প্রমাণ করেছেন নিজেকে। অবসর ভেঙে ডিফেন্সে ফিরে এসেছেন জর্জিও চিয়েলিনিও।

আরো পড়ুন: শুরু হচ্ছে ইউরো কাপ! কখন, কোথায়, কীভাবে দেখবেন রোনাল্ডো-বেলদের মহারণ! জানুন একনজরে

অন্যদিকে, তুরস্কও কম যায় না। বিশ্বকাপ চাম্পিয়ন ফ্রান্সকে কোয়ালিফাইং রাউন্ডে হারিয়ে চূড়ান্ত আত্মবিশ্বাস নিয়ে খেলতে নামবে তুর্কি বাহিনী। নিজেদের গ্রুপে দ্বিতীয় স্থান অর্জন করেই যোগ্যতা অর্জন করেছে তুরস্ক। তুরস্কের অন্যতম শক্তি রক্ষণ। যোগ্যতা অর্জন পর্বে মাত্র তিনটি গোল হজম করেছে তুরস্ক। মেমফিস ডিপে, এরিং হালান্ডের মত তারকাদেরও নাভিশ্বাস তুলে দিয়েছিল তুরস্কের রক্ষণ।

ইতালি-তুরস্ক দু-দলেরই আক্রমণভাগ অন্যতম সেরা। ২০১৯-২০ মরশুমে সিরি-এ-তে ৩৬ গোল করা সিরো ইম্মোবিল ইউরোপিয়ান গোল্ডেন শ্যু জিতেছিলেন। অন্যদিকে তুরস্কের বুরাক ইলমাজ আবার দেশটির দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা আন্তর্জাতিক পর্যায়ে। কিংবদন্তি হাসান সুকুরের (৫১) নামের পাশেই দ্বিতীয় স্থানে ইলমাজের নাম (২৯)।

When is the Euro 2020 opening match between Italy and Turkey?
ইতালি বনাম তুরস্কের শুরুর ম্যাচ কবে হবে?

ইউরোর শুরুর ম্যাচে ইতালি বনাম তুরস্ক ম্যাচ শুক্রবার রোমে। ভারতীয় সময়ে যদিও শনিবার।

What time is Euro 2020 opening match between Italy and Turkey?
ইতালি বনাম রোমের ম্যাচ কখন?

ইউরোর শুরুর ম্যাচে ইতালি এবং তুরস্ক। খেলা ভারতীয় সময় রাত ১২.৩০-এ। তার আগে উদ্বোধনী অনুষ্ঠান হবে। সেখানে গান গাইতে দেখা যাবে বিখ্যাত আন্দ্রে বচেল্লিকে। এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন U2 ব্যান্ডের লিড সিঙ্গার বোনো এবং ডিজে মার্টিন গ্যারিক্স।

Where will Euro 2020 opening match between Italy and Turkey be live broadcast in India?
ইতালি বনাম তুরস্ক ম্যাচের লাইভ ভারতে কোন চ্যানেলে সম্প্রচারিত হবে?

ইউরোর উদ্বোধনী ম্যাচ দেখা যাবে সোনি স্পোর্টস নেটওয়ার্ক চ্যানেলে- Sony Six, Sony Ten 1, Sony Ten 3, Sony Ten 4.।

Where can Euro 2020 opening match between Italy and Turkey be livestreamed in India?
ইতালি বনাম তুরস্ক ম্যাচের লাইভস্ট্রিম কোথায় দেখা যাবে?

ভারতে Sony LIV অ্যাপের মাধ্যমে ইউরোর লাইভ স্ট্রিম উপভোগ করা যাবে।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Bengali App.

Web Title: Uefa euro 2020 schedule teams fixtures live streaming italy vs turkey euro opening match when and where to watch preview in bengali