Champions Trophy: IND vs PAK: ভারতের দীর্ঘতম ওভার বল করলেন, চোটের আশঙ্কা ছড়িয়ে মাঠ ছাড়লেন মহম্মদ শামি

ICC, Champions Trophy, 2025, IND vs PAK: শামির ১১ বলের এই দীর্ঘ ওভারের রেকর্ড গড়ার আগে জসপ্রীত বুমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলের একটি ওভার করেছিলেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shami in IND vs PAK match: শামির তৃতীয় ওভারের সময় ফিজিও তাঁকে পরীক্ষা করছেন

Shami in IND vs PAK match: শামির তৃতীয় ওভারের সময় ফিজিও তাঁকে পরীক্ষা করছেন। (ছবি- জিওহটস্টারের স্ক্রিনগ্র্যাব)

IND vs PAK: মহম্মদ শামি চ্যাম্পিয়ন্স ট্রফির ইতিহাসে একজন ভারতীয় বোলার হিসেবে সবচেয়ে দীর্ঘতম ওভার করলেন রবিবার। দুবাইয়ের দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচে তাঁর এই ওভার গোটা টুর্নামেন্টের দ্বিতীয় দীর্ঘতম ওভার। রবিবার, তিনিই ভারতীয় বোলিংয়ের সূচনা করেন। তারপরই এই নিন্দাজনক বোলিং করেন বাংলার পেসার।

Advertisment

৩৪ বছর বয়সি বোলার রবিবার নতুন বল হাতে বোলিং শুরু করেছিলেন। ইনিংসের প্রথম ওভারেই পাকিস্তানের দুই ওপেনার ইমাম-উল-হক ও বাবর আজমের বিরুদ্ধে তিনি ১১ বলের ওভার করেন। এটিই চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের কোনও বোলারের দীর্ঘতম ওভার এবং টুর্নামেন্টের ইতিহাসে দ্বিতীয় দীর্ঘতম ওভার।

শামির ১১ বলের এই দীর্ঘ ওভারের রেকর্ড গড়ার আগে জসপ্রীত বুমরা ২০১৭ সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে ৯ বলের একটি ওভার করেছিলেন। শামি এদিন ওভারে চারটি ওয়াইড দেন। দুবাইয়ের গরমে তাঁকে কিছুটা অস্বস্তি অনুভব করতে দেখা যায়। যার ফলে ওভারের পরপরই তিনি জুতোর পরিবর্তনের জন্য ডাগআউটে ফিরে যান।

শামি যখন নিজের তৃতীয় ওভার করতে ফেরেন, তখন তাঁকে ব্যথায় কাতরাতে দেখা যায়। বিশেষ করে পায়ের অ্যাঙ্কল ও কাফের অংশ তিনি চেপে ধরেন। ফিজিও মাঠে ছুটে আসেন তাকে দেখতে। সেই ওভারে মাত্র তিন রান দেন শামি। পাঁচ ওভার শেষে পাকিস্তানের তখন বিনা উইকেটে ২৫ রান। সেই সময় শামি মাঠ ছেড়ে ড্রেসিংরুমে ফিরে যান।

Advertisment

দীর্ঘ ইনজুরি কাটিয়ে ফেরা শামি এর আগের ম্যাচে দুবাইতেই বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন। তিনি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের হয়ে পাঁচ উইকেট নেওয়া দ্বিতীয় বোলার এবং সবচেয়ে কম ডেলিভারিতে ২০০ একদিনের (ওডিআই) উইকেট নেওয়া দ্রুততম বোলার। শামির অনুপস্থিতিতে হার্দিক পান্ডিয়া তাঁর পরিবর্ত বোলিংয়ে আসেন এবং তরুণ পেসার হর্ষিত রানা তাকে সঙ্গ দেন। তবে ১১তম ওভারের পর শামি আবার মাঠে ফিরে আসেন এবং দ্বিতীয় স্পেলে বোলিং শুরু করেন।

আরও পড়ুন- পাকিস্তানের দ্বিতীয় উইকেটের পতন, ফিরলেন ইমাম-উল-হক

শামি এর আগে দীর্ঘদিন চোটের জন্য ভারতীয় দলের বাইরে ছিলেন। গত একদিনের বিশ্বকাপের পর থেকে তিনি চোটের জন্য খেলতে পারেননি। গত ইংল্যান্ড সিরিজেই ভারতীয় দলে ফিরেছেন। তার আগে বাংলার হয়ে খেলে নিজের সুস্থতার প্রমাণ দিতে হয়েছে এই বোলারকে। কিন্তু, রবিবারের দুবাই ফের তাঁর চোট নিয়ে সন্দেহের আঙুল তুলল। 

cricket Champions Trophy Cricket News Indian Cricket Team Pakistan Cricket Team