Advertisment

Mohammed Shami & Rishabh Pant: চোট সারিয়ে ফেরায় পন্থই আদর্শ? অকপট স্বামীর বিরাট স্বীকারোক্তিতে বড়সড় ইঙ্গিত

Mohammed Shami seeks inspiration: মহম্মদ শামি প্রায় একবছর বাম অ্যাকিলিস হিল ইনজুরির জন্য দলের বাইরে। চোট না কমায় তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

author-image
IE Bangla Sports Desk
New Update
Rishabh Pant, Mohammed Shami, ঋষভ পন্থ, মহম্মদ শামি,

Rishabh Pant-Mohammed Shami: পন্থ সম্পর্কে অনেক কিছু বলেছেন ভারতীয় পেসার। (ছবি- টুইটার)

Mohammed Shami & Rishabh Pant: ঋষভ পন্থের ধৈর্য দেখে অনুপ্রাণিত মহম্মদ শামি। ২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে বর্ডার-গাভাসকার ট্রফি। তার আগে রঞ্জি ট্রফির কয়েকটি ম্যাচ খেলতে চান এই ভারতীয় পেসার। প্রায় একবছর বাম অ্যাকিলিস হিল ইনজুরির জন্য শামি ক্রিকেট মাঠের বাইরে। চোট না কমায় তাঁর অস্ট্রেলিয়া সফর নিয়েও তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা। 

Advertisment

সোমবার গুরগাঁওয়ে এক ইভেন্টের ফাঁকে শামি বলেছেন, 'আমি ঋষভের সঙ্গে জাতীয় ক্রিকেট একাডেমিতে সময় কাটিয়েছি। ও ইনজুরির পর সেখান থেকে ফিরে এসেছে। আমি সেই সব দৃশ্য দেখেছি। সেই সব ছবি অত্যন্ত ভয়ংকর। যেটা আমার সবচেয়ে ভালো লেগেছে, তা হল- আমি ওঁকে কখনও দুঃখ পেতে দেখিনি। ওঁর সমস্ত লিগামেন্ট ভেঙে গিয়েছিল। কিন্তু, তারপরও ও হাসিমুখে ফিরে আসার চেষ্টা চালিয়ে গিয়েছে। এটা থেকে আমি এক বিরাট শিক্ষা পেয়েছি। ওঁর এই ইতিবাচক মনোভাব আমাকে ধৈর্যের গুরুত্ব শিখিয়েছে।'

বছর ৩৪-এর শামি, ২০২৩ একদিনের বিশ্বকাপের পর থেকে ভারতের হয়ে খেলেননি। রবিবার চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নিউজিল্যান্ডের মধ্যে প্রথম টেস্ট শেষ হওয়ার পরে সহকারি কোচ অভিষেক নায়ারের কাছে তাঁকে বোলিং অনুশীলন করতে দেখা গিয়েছে। এরপর শামি বলেন, 'খুব ভালো ফিল করেছি। এর আগে, অর্ধেক রান আপ নিয়ে বোলিং করছিলাম। কারণ, শরীরে খুব বেশি চাপ নিতে চাইনি।, এবার সিদ্ধান্ত নিয়েছি, শেষ দুটো সেশনে পুরো গতিতে বল করব। আমি আমার ১০০% দেওয়ার চেষ্টা করছি। ভালো ফল পাচ্ছি। আশা করি, শিগগিরই মাঠে ফিরতে পারব।'

শামি প্রায় একবছর বাম অ্যাকিলিস হিল ইনজুরির কারণে মাঠের বাইরে। চোট পুরো কমেনি। তাতে তাঁর  অস্ট্রেলিয়া সফর ধাক্কা খাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। তবে শামি তাঁর ফিটনেস নিয়ে আশাবাদী। তিনি বলেন, 'আমি জানি সবাই ভাবছে অস্ট্রেলিয়ায় যাব কি না, কিন্তু সেই সিরিজের এখনও অনেক দেরি। আমি তার মধ্যেই আশাকরি, সুস্থ হয়ে যাব। আমি শুধুমাত্র যে ব্যাপারে ফোকাস করতে চাই, তা হল কীভাবে নিজেকে ফিট রাখা যায় এবং কীভাবে আমি ট্যুরের জন্য যতটা সম্ভব ফিট থাকতে পারি। আমি জানি, টেস্ট সিরিজে আমাকে কী করতে হবে। এখন, কিছু সূক্ষ্ম বিষয় নিয়ে কাজ করা আর ক্রিজে বেশি সময় কাটানোটা দরকার।'

শামি জানিয়েছেন, রঞ্জিতে ২৬ অক্টোবর থেকে বাংলার পরবর্তী রাউন্ডের ম্যাচ শুরু হবে। সেখানে তিনি খেলতে পারবেন কি না, সেই ব্যাপারে নিশ্চিত নন। এই ব্যাপারে বাংলার বোলার বলেন, 'যদি আমি ফিট থাকি, আট-দশ দিন হাতে সময় পাই, তাহলে অস্ট্রেলিয়া যাওয়ার আগে একটা বা দুটো ঘরোয়া ম্যাচ খেলব। জানি না ঠিক কবে মাঠে নামতে পারব। কিন্তু, যেদিন ২০-৩০ ওভার বল করতে পারব, ডাক্তারদের কাছ থেকে ছাড়পত্র পাব, সেদিন নামব। আর, এজন্যই অস্ট্রেলিয়া সিরিজে যাওয়ার আগে ক্রিজে যতটা সম্ভব সময় কাটাতে চাই।'

রোহিতের ভারতীয় দল অস্ট্রেলিয়ায় সিরিজ জিততে পারে বলেই আশাবাদী শামি। ২০১৮-১৯ সালে অস্ট্রেলিয়ায় ভারতের প্রথম টেস্ট সিরিজ জয়ে শামি গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। চার ম্যাচে ১৬ উইকেট পান। কিন্তু, ২০২০-২১ সালে তিনি মাত্র একটা টেস্ট খেলেন। সেটা অ্যাডিলেডে। তারপর ইনজুরি নিয়ে দেশে ফেরেন। শামি বলেন, 'আমরা এখনও জিততে পারি। আমরা বাউন্স খেলতে পারি। আমরা জিতেছি, কারণ আমাদের চার জন বিভিন্ন ধরনের ফাস্ট বোলার আছে। আমাদের এখন শুধু কিছু রান করতে হবে। বাকিটা আমাদের বোলাররা করে দেবে।'

আরও পড়ুন- এভাবেও ফিরে আসা যায়- ক্যাপশনে, ১ম টেস্ট উতরে টিপছাপ, কিউইর সাউদির

বিদেশে টেস্ট জেতার জন্য ভারতের পেস ব্যাটারিকে কৃতিত্ব দিয়ে শামি বলেন, 'আমরা ২০১৪ থেকে একটা ইউনিট হিসাবে কাজ করছি। ভারতের কাছে ঘণ্টায় ১৪০ কিলোমিটারের বেশি গতিতে বল করতে পারে, এমন তিন জন বোলার হয়তো নেই। কিন্তু, দু'জন তো আছেন। এখন আমাদের বেঞ্চে এমন কিছু বোলার আছেন, যাঁরা ঘণ্টায় ১৪৫ কিলোমিটার গতিতে বল করতে পারেন। আগে আমাদের পেস আক্রমণ ততটা আগ্রাসী ছিল না। এখন আমরা ইটের জবাব পাথরে দিতে পারি। আমরা দেখিয়ে দিয়েছি, কীভাবে বিদেশ সফর করতে হয়।'

Rishabh Pant Mohammed Shami Cricket News injury
Advertisment