/indian-express-bangla/media/media_files/2025/03/30/WXjTGEmiJamPdHRqEPEj.png)
শেন ওয়ার্নের মৃত্যুতে চাঞ্চল্যকর মোড়
তিন বছর আগে মারা গিয়েছেন অস্ট্রেলিয়ার কিংবদন্তী লেগস্পিনার শেন ওয়ার্ন (Shane Warne)। ২০২২ সালের এপ্রিল ৫২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছিলেন তিনি। চিকিৎসকরা জানিয়েছিলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে ওয়ার্ন মারা গিয়েছিলেন। মৃত্যুর সময় থাইল্যান্ডে ছিলেন ওয়ার্ন।
এবার তাঁর মৃত্যু নিয়ে একটি চাঞ্চল্যকর তথ্য প্রকাশ্য়ে এসেছে। একটি রিপোর্টে দাবি করা হয়েছে, তাঁর ঘর থেকে একটি ওষুধের বোতল পাওয়া গিয়েছিল। এই ওষুধের কারণেই তাঁর শরীরে সমস্য়া হয়। এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই সময় ব্যাপারটা আমাদের চেপে যেতে বলা হয়েছিল।
ঘরে পাওয়া গিয়েছিল উত্তেজক ওষুধের বোতল
ইংরেজি সংবাদমাধ্যম ডেইলি মেইলে প্রকাশিত প্রতিবেদন অনুসারে, যে ঘরে ওয়ার্নের মৃত্যু হয়েছিল, সেখান থেকে পুলিশ আধিকারিকরা একটি উত্তেজক ওষুধের বোতল উদ্ধার করেছিলেন। সূত্রের খবর, যৌন ইচ্ছা বাড়ানোর জন্য এই ওষুধ ব্যবহার করা হয়ে থাকে। কিন্তু, যাঁরা হৃদরোগের সমস্য়ায় ভুগছেন, তাঁদের এই ওষুধ একেবারে দেওয়া হয় না।
করোনা-সঙ্কট: মদের বদলে 'স্যানিটাইজার' বানাচ্ছে শেন ওয়ার্নের কোম্পানি!
নাম প্রকাশে অনিচ্ছুক একজন পুলিশকর্মী ডেইলি মেইলকে জানিয়েছেন, কয়েকজন উচ্চপদস্থ আধিকারিক ওই বোতলটি তৎক্ষণাৎ সরিয়ে ফেলার নির্দেশ দিয়েছিলেন। ওয়ার্নের মতো একজন কিংবদন্তী ব্যক্তিত্বের চরিত্র কলঙ্কিত হোক, সেটা তাঁরা একেবারেই চাননি।
অস্ট্রেলিয়ায় দাবানলের মোকাবিলায় প্রাণপ্রিয় সম্পদ নিলাম করে দিলেন শেন ওয়ার্ন
তিনি আরও জানান, 'এই একটা বোতলই ঘরে ছিল। কিন্তু, ওয়ার্ন কতটা ওষুধ নিয়েছিলেন, সেই ব্যাপারে আমরা কিছুই জানি না। ঘটনাস্থলে বমি এবং রক্তের দাগ দেখতে পাওয়া গিয়েছিল। আমরা ওই ওষুধের বোতলটা সরিয়ে ফেলেছিলাম। ঠিক যেমনটা আমাদের নির্দেশ দেওয়া হয়েছিল।'
ময়নাতদন্তের রিপোর্টেও উল্লেখ করা হয়েছিল, ওয়ার্নের মৃত্যু একেবারে স্বাভাবিকভাবে হয়েছে। খুন কিংবা কোনও ষড়যন্ত্রের তত্ত্ব খারিজ করে দেওয়া হয়। সঙ্গে এও জানানো হয়, ওয়ার্ন শ্বাসকষ্টের সমস্যায় ভুগছিলেন। শেষপর্যন্ত হৃদরোগে আক্রান্ত হয়েই তিনি মারা যান।