মোটরবাইক দুর্ঘটনায় ১৫ মিটার ছিটকে গেলেন ওয়ার্ন! সোমবার সকালেই ভয়াবহ দুঃসংবাদ

সোমবার সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়লেন শ্যেন ওয়ার্ন। সেই খবরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল সর্বত্র।

সোমবার সাতসকালেই দুর্ঘটনার কবলে পড়লেন শ্যেন ওয়ার্ন। সেই খবরে দ্রুত গতিতে ছড়িয়ে পড়ল সর্বত্র।

author-image
IE Bangla Sports Desk
New Update
NULL

সাতসকালেই ক্রিকেট মহলে বড়সড় দুঃসংবাদ। মোটরবাইক দুর্ঘটনায় আহত হলেন কিংবদন্তি অস্ট্রেলীয় স্পিনার শ্যেন ওয়ার্ন। পুত্র জ্যাকসনকে নিয়ে মোটরবাইকে যাচ্ছিলেন ওয়ার্ন। তবে নিয়ন্ত্রণ হারিয়ে ছিটকে পড়ে যান রাস্তায়। বাইক থেকে ১৫ মিটার দূরে ছিটকে যান তিনি। এমনটাই জানানো হয়েছে সিডনি মর্নিং হেরাল্ডের প্রতিবেদনে।

Advertisment

দুর্ঘটনার পরে নিউজ কর্পোরেশন-কে অজি কিংবদন্তি জানিয়েছেন, "গোটা শরীরে ব্যাপক আঘাত লেগেছে। জায়গায় জায়গায় ছড়ে গিয়েছে। ব্যথা সর্বাঙ্গে।"

সিরিয়াস ইনজুরি না ঘটলেও দুর্ঘটনার পরে যন্ত্রনায় আপাতত দিশাহীন তিনি। সারা রাত ঘুমোতে পারেননি। পা অথবা নিতম্বের হাড় ভেঙে গিয়েছে, এমন আশঙ্কায় হাসপাতালে ছুটেছিলেন তিনি। তবে জানা গিয়েছে, সেরকম কিছু ঘটেনি। তবে চিকিৎসকরা সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন অজি সুপারস্টারকে।

Advertisment

আরও পড়ুন: আউট না হয়েও ‘আউট’ কিউয়ি ওপেনার! কানপুর টেস্টে ভয়াবহ বিতর্ক, দেখুন ভিডিও

আহত হলেও আসন্ন এসেজ সিরিজে ধারাভাষ্যকারের কাজ চালিয়ে যাবেন তিনি। ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার মেগা দ্বৈরথ শুরু হচ্ছে ডিসেম্বরের ৮ তারিখ থেকে। গব্বায়।

ক্রিকেট মহল আপাতত শ্যেন ওয়ার্নের আরোগ্য কামনায় ব্যস্ত। এদিকে, কয়েকদিন আগেই ফের একবার বড়সড় বিতর্কে জড়িয়েছিলেন মহাতারকা। অস্ট্রেলীয় মডেল জেসিকা পাওয়ারকে অশ্লীল ছবি পাঠানোর অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। জেসিকা নিজে সংবাদমাধ্যমের কাছে ওয়ার্নের অশ্লীল বার্তা প্রকাশ করে দিয়েছিলেন। ওয়ার্ন নাকি সেই মডেলকে এক হোটেল রুমে সাক্ষাৎ করার প্রস্তাব দিয়েছিলেন। এর আগে মহাতারকা স্পিনারের বিরুদ্ধে একই অভিযোগ তুলেছিলেন এলি গঞ্জালভেস, ইমোজেন এন্থনি নামের আরও দুই মডেল।

অস্ট্রেলিয়া ক্রিকেটে সম্প্রতি তোলপাড় হয়েছে টিম পেইনের যৌন উস্কানিমূলক চ্যাট ফাঁস হয়ে যাওয়ায়। সেই ঘটনা প্রকাশ্যে আসার পরে পেইন এসেজের আগে দায়িত্ব ছেড়ে ক্রিকেট থেকে নির্বাসন পর্ব পালন করতে বাধ্য হয়েছেন। অস্ট্রেলিয়ার নতুন নেতা হয়েছেন প্যাট কামিন্স। সহ অধিনায়ক স্টিভ স্মিথ।

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

Cricket Australia Shane Warne Australia