Advertisment

অস্ট্রেলিয়ার ক্রিকেটে গুরুদায়িত্বে শেন ওয়াটসন, বোর্ডে আছেন প্য়াট কামিন্স

প্রাক্তন স্টার অলরাউন্ডার শেন ওয়াটসন পেলেন গুরুদায়িত্ব। সোমবার রাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) বার্ষিক সাধারণ বৈঠকে ওয়াটসনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়।

author-image
IE Bangla Web Desk
New Update
Shane Watson appointed president of Australian Cricketers’ Association

অস্ট্রেলিয়ার ক্রিকেটে গুরুদায়িত্বে শেন ওয়াটসন, বোর্ডে আছেন প্য়াট কামিন্স (ছবি-টুইটার, শেন ওয়াটসন)

অস্ট্রেলিয়ার ক্রিকেটের সঙ্গেই ফের একবার যুক্ত হলেন সেদেশের প্রাক্তন স্টার অলরাউন্ডার শেন ওয়াটসন। সোমবার রাতে অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (এসিএ) বার্ষিক সাধারণ বৈঠকে ওয়াটসনকে প্রেসিডেন্ট পদে নির্বাচিত করা হয়।

Advertisment

নতুন ভূমিকায় আসতে পেরে খুশি ওয়াটসন। টুইটারে তিনি লিখেছেন, “আমি এসিএ-র প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে সত্য়িই সম্মানিত। অনেক বড় জুতোয় আমাকে পা গলাতে হচ্ছে। এর আগে যাঁরা এই পদ সামলেছেন, তাঁদের কথা মাথায় রেখেই বলছি। আমি এই সুযোগ পেয়ে আপ্লুত। কাজ করার জন্য় অত্য়ন্ত উৎসাহী। এই খেলাটা আমাকে অনেক কিছু দিয়েছে। এবার ফিরিয়ে দেওয়ার পালা।”

ওয়াটসন অস্ট্রেলিয়ার হয়ে ৫৯টি টেস্ট, ১৯০টি ওয়ানডে ও ৫৮টি টি-২০ খেলেছেন। ইন্ডিয়ান প্রিমিয়র লিগে চেন্নাই সুপার কিংসের হয়ে ধারাবাহিক ভাবে ভাল ক্রিকেট খেলেছেন। এসিএ-তে ওয়াটসনের ১০ সদস্য়ের বোর্ডে রয়েছেন বর্তমান অজি দলের ক্রিকেটার প্য়াট কামিন্স ও ক্রিস্টেন বিমস। ক্রিকেট ধারাভাষ্য়কার ও প্রাক্তন অস্ট্রেলীয় ক্রিকেটার লিজা স্থলেকর।

আরও পড়ুন-আইপিএলের পরে রক্তাক্ত ওয়াটসন এখন হাঁটতেই পারছেন না, দেখুন মর্মান্তিক ভিডিও

৩৮ বছরের ওয়াটো অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটারদের প্রতি অভিভাবকত্বের যে নীতি সেই প্রসঙ্গে বলছেন, “অস্ট্রেলিয়ার মহিলা ক্রিকেটার আমরা এটা বলে আশ্বস্ত করতে পারি যে, এখন থেকে আমরা তাদের ও তাদের পরিবারের পাশে রয়েছি। আমার মেয়ের মতো যেসব মেয়েরা এই খেলাটায় আসবে তারা একটা কেরিয়ারও গড়তে পারবে।”

Cricket Australia Australia
Advertisment