Shane Watson Criticizes CSK’s Batting Order, Says Dhoni Should Have Batted Higher: চেন্নাই সুপার কিংস (সিএসকে)-এর ব্যাটিং কৌশল নিয়ে প্রশ্ন তুললেন প্রাক্তন অস্ট্রেলীয় অলরাউন্ডার শেন ওয়াটসন। তিনি মনে করেন, এমএস ধোনিকে আরও আগে ব্যাট করতে পাঠানো উচিত। অন্তত রবিচন্দ্রন অশ্বিনের আগে ব্যাটিং করানো উচিত। কিন্তু, সিএসকে তা করছে না।
রবিবার আইপিএলের ১১তম ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছে সিএসকে। এই ম্যাচে তারা পরে ব্যাট করবে। গত ম্যাচে বেঙ্গালুরুর বিরুদ্ধে ধোনি ১৬ বলে ৩০ রানের দুর্দান্ত ইনিংস খেললেও, তখন ম্যাচ প্রায় শেষ হয়ে গিয়েছিল। সেকথা মাথায় রেখে ওয়াটসন বলেন, "এটাই সিএসকে ভক্তরা দেখতে চান— ধোনির ১৬ বলে ৩০ রানের ঝড়। আমি সত্যিই চাই যে ও আরও ওপরের দিকে ব্যাটিং করুক। আমার মতে, ওঁকে অবশ্যই অশ্বিনের আগে নামানো উচিত।"
ওয়াটসন বলেন, "ধোনি যদি আরও ১৫ বল বেশি খেলতে পারে, তাহলে ও এই একই স্টাইলে আরও রান তুলতে পারে। গত কয়েক বছরে ও দেখিয়েছে যে এখনও কীরকম দুর্দান্ত ব্যাট করতে পারে। তাই আমি মনে করি, ওঁকে আরও ওপরে ব্যাটিং করানো উচিত যাতে আমরা ওঁর প্রতিভার পূর্ণ ব্যবহার দেখতে পাই।"
সিএসকের ব্যাটিং অর্ডার নিয়ে আরও কিছু সিদ্ধান্তে হতাশ ওয়াটসন। তিনি বলেন, "রাহুল ত্রিপাঠিকে ওপেনিংয়ে পাঠানোটা ভুল সিদ্ধান্ত। রুতুরাজ গায়কোয়াড় দুর্দান্ত ওপেনার, কিন্তু তাঁকে পরে পাঠানো হচ্ছে। হ্যাজলউডের বিরুদ্ধে রুতুরাজ যে শট খেলেছে, তা ওঁর স্বাভাবিক খেলা না। এটা দেখেই বোঝা যায় যে ও চাপের মধ্যে আছে।"
ওয়াটসন আরও বলেন, "দীপক হুডার ব্যাটিং ফর্মও ভালো নয়। ও যেন প্রতিটি বল থেকে বেঁচে যাওয়ার জন্য খেলছিল। আর স্যাম কারেনকে পাঁচ নম্বরে ব্যাট করানোটাও ভুল সিদ্ধান্ত, ও বরং সাত নম্বরেই বেশি কার্যকরী।" ওয়াটসন মনে করেন, সিএসকে যদি তাদের ব্যাটিং অর্ডারে দ্রুত পরিবর্তন না আনে, তাহলে তারা বড় সমস্যায় পড়তে পারে। এই প্রসঙ্গে তিনি বলেন, "যদি তারা এই ব্যাটিং লাইনআপ নিয়ে এগিয়ে যায়, তাহলে বিপদের মুখে পড়বে। যদি ঠিকঠাকভাবে এগোতে চায়, ওদের ব্যাটিং কম্বিনেশন ঠিক করতেই হবে।"
আরও পড়ুন- শরথ কমলের বিদায়ের দিনেই ইতিহাস, রেকর্ডবুকে নাম লেখালেন মনভ ঠাক্কর
আইপিএলের বাকি ম্যাচগুলোতে ধোনির ব্যাটিং অর্ডার নিয়ে সিএসকে নতুন কৌশল গ্রহণ করছে কিনা, সেটাই এখন দেখার অপেক্ষায় এই অস্ট্রেলীয় প্রাক্তন তারকা।