একটু ঘষা মাজা করলেই আগের টাচ ফিরে আসবে। আইপিএলে খেলতে নামার আগে এমনটাই জানালেন শ্যেন ওয়াটসন। সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগে অনুশীলনে নেমে পড়ল সিএসকে।
ক্রিকেটার ও সাপোর্ট স্টাফ মিলিয়ে দলের ১৩ জন কোভিড আক্রান্ত হওয়ার পর অনুশীলনে নামতেই পারেনি সিএসকে। ১১ জন সাপোর্ট স্টাফের সঙ্গে রুতুরাজ গাইকোয়াড, দীপক চাহারও করোনা টেস্টে পজিটিভ ধরা পড়েন। সেই কারণে অনুশীলনে নামতে বিলম্ব হয় সিএসকের। শেষ পর্যন্ত তৃতীয় পর্যায়ের কোভিড টেস্ট উত্তীর্ন হওয়ার পর গত শুক্রবার অনুশীলন শুরু করে ধোনি নেতৃত্বাধীন সিএসকে।
আরো পড়ুন ক্ষমা চেয়েও রক্ষা নেই, মঞ্জরেকরকে আইপিএল থেকে বাদ দিলে বোর্ড
প্রথম নেট সেশন করার পরেই দলের নির্ভরযোগ্য অলরাউন্ডার শ্যেন ওয়াটসন টুইটারে জানিয়ে দেন, "প্রথম ট্রেনিং সেশনে সিএসকে সতীর্থদের সঙ্গে নামতে পারাটা দারুণ উত্তেজনাপূর্ণ ছিল। বেশ মজা হল। বেশ কিছু জায়গা একটু মরচে পড়ে গিয়েছে। তবে তা যেতে বেশিদিন লাগবে না।"
২০১৮ সালের আইপিএলের নিলামের আগে ওয়াটসনকে নিলামে কিনেছিল সিএসকে। তারপর থেকে হলুদ জার্সিতে গত দু মরশুমে ৩২ ম্যাচ খেলে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ৯৫৩ রান করেছেন। বল হাতেও ৬ উইকেট দখল করেছেন। ২০১৮ সালের ফাইনালে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ১১৭ রানের বিধ্বংসী ইনিংসও খেলেন। সুরেশ রায়না দল থেকে সরে দাঁড়ানোর পর ওয়াটসনের ভূমিকা আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে সিএসকের কাছে।
সেপ্টেম্বরের ১৯ তারিখ থেকে শুরু হয়ে আইপিএল চলবে নভেম্বরের ১০ তারিখ পর্যন্ত। খেলা হবে তিন ভেন্যুতে- শারজা, আবু ধাবি এবং দুবাইয়ে।
Read the full article in ENGLISH
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন