Shardul Thakur records hat-trick: ভারতীয় দলে ব্রাত্য তারকারই এবার হ্যাটট্রিক, ঝড় উঠল রঞ্জিতে

Shardul Thakur records hat-trick for Mumbai: মুম্বইয়ের হয়ে বোলিং করে শার্দুল ঠাকুর প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন। ইনিংসের ৩য় ওভারে হ্যাটট্রিক করেন।

Shardul Thakur records hat-trick for Mumbai: মুম্বইয়ের হয়ে বোলিং করে শার্দুল ঠাকুর প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে আউট করেন। ইনিংসের ৩য় ওভারে হ্যাটট্রিক করেন।

author-image
IE Bangla Sports Desk
New Update
Shardul Thakur: মেঘালয়-মুম্বই রঞ্জি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর

Shardul Thakur: মেঘালয়-মুম্বই রঞ্জি ম্যাচে ৪ উইকেট নিয়েছেন শার্দুল ঠাকুর। (ছবি- অমিত চক্রবর্তী)

Shardul Thakur records hat-trick for Mumbai: রঞ্জি ম্যাচে মুম্বইয়ের হয়ে হ্যাটট্রিক করলেন শার্দুল ঠাকুর। মুম্বইয়ের হয়ে বোলিং করতে নেমে শার্দুল প্রথম ওভারেই মেঘালয়ের ওপেনার নিশান্ত চক্রবর্তীকে বিনা রানে আউট করেন। এরপর ইনিংসের তৃতীয় ওভারেই হ্যাটট্রিক করেন। বৃহস্পতিবার মুম্বইয়ের শরদ পাওয়ার ক্রিকেট একাডেমিতে ২০২৪-২৫ রঞ্জি ট্রফির প্রথম দিনে এই বিধ্বংসী ফর্মে দেখা যায়  ভারতীয় দলের পেসারকে। 

Advertisment

ঠাকুর ওভারের শেষ তিন বলে বি অনিরুদ্ধ, সুমিত কুমার ও জসকিরতকে শূন্য রানে আউট করেন। এটাই তাঁর প্রথম শ্রেণির ম্যাচে প্রথম হ্যাটট্রিক। ৩৩ বছর বয়সি এই ক্রিকেটার গত সপ্তাহে এই মাঠেই জম্মু-কাশ্মীরের বিরুদ্ধে অসাধারণ সেঞ্চুরি হাঁকান। যদিও সেই ম্যাচে মুম্বই হেরে গিয়েছে। সেই হেরে যাওয়ার ফলে মু্ম্বইয়ের রঞ্জি ট্রফির নকআউট পর্বে যাওয়ার সম্ভাবনাও কমে গিয়েছে।

ঠাকুর হলেন রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের ৫ম বোলার, যিনি হ্যাটট্রিক করলেন। ২০২৩-২৪ সালে রয়স্টন ডায়াসের পর তিনি এই তালিকায় স্থান পেলেন। এই মরশুমে এখনও পর্যন্ত ৭ ম্যাচে, ঠাকুর ২০ উইকেট এবং ১টি সেঞ্চুরি, ২টি অর্ধশতক-সহ ২৯৭ রান করেছেন। গ্রুপ এ-তে তৃতীয় স্থানে থাকা মুম্বইকে বোনাস পয়েন্ট নিশ্চিত করতে চলতি ম্যাচ ইনিংসে বা ১০ উইকেটে জিততে হবে। 

রঞ্জি ট্রফিতে মুম্বইয়ের যে বোলাররা হ্যাটট্রিক করেছেন

Advertisment
জাহাঙ্গীর খোটবম্বে বনাম বরোদাব্র্যাবোর্ন স্টেডিয়াম, বম্বে১৯৪৩-৪৪
উমেশ কুলকার্নিবম্বে বনাম গুজরাটশাস্ত্রী ময়দান, আনন্দ১৯৬৩-৬৪
এএম ইসমাইলবম্বে বনাম সৌরাষ্ট্রব্র্যাবোর্ন স্টেডিয়াম, বম্বে১৯৭৩-৭৪
রয়স্টন ডায়াসমুম্বই বনাম বিহারমইন-উল হক স্টেডিয়াম, পাটনা২০২৩-২৪
শার্দুল ঠাকুরমুম্বই বনাম মেঘালয়বিকেসি গ্রাউন্ড, মুম্বই২০২৪-২৫

তালিকায় জম্মু-কাশ্মীর (২৯ পয়েন্ট), বরোদা (২৭ পয়েন্ট) রয়েছে প্রথম এবং দ্বিতীয় স্থানে। মুম্বই চাইছে যাতে ভদোদরায় শেষ রাউন্ডের ম্যাচে জম্মু-কাশ্মীর বা বরোদার কেউই এক পয়েন্টের বেশি না পায়। বৃহস্পতিবার খেলার আগে ঠাকুর মুম্বইয়ের যোগ্যতা অর্জনের সম্ভাবনা নিয়েও আশা প্রকাশ করেছিলেন। 

আরও পড়ুন- চ্যাম্পিয়ন্স ট্রফি আয়োজনের আগে ধাক্কা পাকিস্তানের! সময়ে হবে না স্টেডিয়াম নির্মাণ

 তিনি বলেন, 'দীর্ঘ ফরম্যাটের খেলা সবসময়ই একটা আবেগের ব্যাপার। একটা সেশনই গোটা ম্যাচের চেহারা বদলে দিতে পারে। আমি এই ফরম্যাট থেকে শিক্ষা নিয়েছি। আমি কোনও কিছুকেই হালকাভাবে নিই না। কোচ এবং অধিনায়ক বলেন, আমাদের একসঙ্গে থাকতে হবে। একজোট হয়ে খেলতে হবে।' 

cricket Team India Team-India Cricket News Shardul Thakur Ranji Trophy BCCI Indian Cricket Team