Advertisment

India vs England ODI: বুমরাহর বদলে দলে এলেন শার্দুল ঠাকুর

ভারতীয় শিবিরে বড় ধাক্কা। টি-২০ সিরিজের পর এবার আসন্ন ওয়ান ডে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। শুক্রবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ পরিবর্তে মিডিয়াম পেসার শার্দুল ঠাকুরকে দলে নিল টিম ইন্ডিয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
Shardul Thakur

India vs England ODI: বুমরাহর বদলে দলে এলেন শার্দুল ঠাকুর।

ভারতীয় শিবিরে বড় ধাক্কা। টি-২০ সিরিজের পর এবার আসন্ন ওয়ান ডে সিরিজ থেকেও চোটের জন্য ছিটকে গেলেন জসপ্রীত বুমরাহ। শুক্রবার জানিয়ে দিল ভারতীয় ক্রিকেট বোর্ড। বুমরাহ পরিবর্তে মিডিয়াম পেসার শার্দুল ঠাকুরকে দলে নিল টিম ইন্ডিয়া।

Advertisment

অন্যদিকে অলরাউন্ডার ওয়াশিংটন সুন্দরও টি-২০ ও ওয়ান-ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেন। গোড়ালিতে চোট রয়েছে তাঁর। সুন্দরের বদলি হিসাবে টি-২০ তে সুযোগ পেয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অলরাউন্ডার ক্রুনাল পাণ্ডিয়া। অন্যদিকে ওয়ান ডে-তে দলে এসেছেন অক্ষর প্যাটেল।

আরও পড়ুন: India vs Ireland: ব্রিটিশদের বিরুদ্ধে ব্যাটিং অর্ডার নিয়ে পরীক্ষার ভাবনা বিরাটের

এই মুহূর্তে ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের টোয়েন্টি-টোয়েন্টি সিরিজ খেলছে বিরাট কোহলি অ্যান্ড কোং। ডাবলিনে আয়ারল্যান্ডের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে বাঁ-হাতের বৃদ্ধাঙ্গুষ্ঠে চোট পান বুমরাহ। এর ফলে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজ থেকে ছিটকে যান তিনি। বুমরাহর পরিবর্তে দীপক চাহারকে সুযোগ দেন নির্বাচকরা। বুমরাহর চোটের প্রসঙ্গে নির্বাচকরা জানিয়েছেন যে, গত ৪ জুলাই বুমরাহর সফল অস্ত্রোপচার হয়েছে লিডসে। দেশে ফিরে বোর্ডের মেডিক্যাল টিমের তত্ত্বাবধানেই রিহ্যাব চলবে।

বুমরাহ এই মুহুর্তে পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে এক নম্বর বোলার। তাঁর অনুপস্থিতি ভারতের জন্য অবশ্যই বড় ধাক্কা। শারদুল এখনও পর্যন্ত দেশের জার্সিতে তিনটি ওয়ান-ডে খেলে পাঁচ উইকেট নিয়েছেন। ২০১৬ থেকে ভারতীয় দলের ডেথ ওভার স্পেশালিস্ট তিনি। চলতি বছর আইপিএল চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের হয়ে ১৩ ম্যাচে ১৬ উইকেট নিয়েছেন শার্দুল।ইংল্যান্ডের সঙ্গে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ খেলবে ভারত। তারপরই বহু প্রতীক্ষিত পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। এখন দেখার টেস্টের আগে বুমরাহ ফিট হতে পারেন কি না!

BCCI ECB
Advertisment