Shastri’s two tier system for Test cricket: টেস্ট ক্রিকেটকে বাঁচাতে বড় দাওয়াই দিলেন ভারতীয় দলের প্রাক্তন কোচ রবি শাস্ত্রী। তিনি জানিয়েছেন, টেস্ট ক্রিকেটকে বাঁচিয়ে রাখতে গেলে দ্বিস্তরীয় ব্যবস্থা দরকার। কেবলমাত্র তবেই টেস্ট ক্রিকেটে দর্শক টানা সম্ভব হবে বলেই জানিয়েছেন শাস্ত্রী।
বর্ডার-গাভাসকর ট্রফি সিরিজে প্রচুর দর্শক হয়েছিল। অনেকদিন পর টেস্ট ক্রিকেট স্টেডিয়ামে এত দর্শক দেখল। রীতিমতো রেকর্ড করেছে এই দর্শকসংখ্যা। যা দেখে খুশি, ক্রিকেট অস্ট্রেলিয়া। খুশি বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসিও। শাস্ত্রী এই সিরিজে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিলেন। তিনি সেসব দেখেই এবার তাঁর নতুন দাওয়াই বাতলেছেন। যাতে টেস্ট ম্যাচগুলোয় স্টেডিয়াম ফাঁকা না থাকে, সেটা কীভাবে করা সম্ভব- তা জানিয়েছেন প্রাক্তন ক্রিকেটার-কোচ।
শাস্ত্রী টেস্ট ক্রিকেটে একটি দ্বিস্তরীয় ব্যবস্থা চালুর প্রস্তাব দিয়েছেন। তাঁর কথায়, 'এমসিজি (মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড) টেস্ট আইসিসিকে একটা ভালো শিক্ষা দিয়ে গেল। বুঝিয়ে দিল যে টেস্ট ক্রিকেটকে টিকিয়ে রাখতে হলে সেরা দলগুলোকে আরও বেশি করে খেলাতে হবে। না হলে, সমস্যা তৈরি হবে। আমাদের সেরা ৬-৮টি দলকে নিজেদের মধ্যে বেশি করে টেস্ট খেলাতে হবে। এই দলগুলোর মধ্যেই এগিয়ে যাওয়া, পিছিয়ে যাওয়ার হিসেব-নিকেশ করতে হবে। এটা আলাদা বিভাগ তৈরি করে করা দরকার। কারণ, সেরা দলগুলো না খেললে দর্শকরা কিছুতেই স্টেডিয়াম ভরাবেন না।'
বিজিটি সিরিজে অস্ট্রেলিয়ার কাছে ভারত ৩-১ ব্যবধানে পরাজিত হয়েছে। তবে, সেটা হলেও ক্রিকেট অস্ট্রেলিয়ার স্টেডিয়ামগুলোয় দর্শকসংখ্যা বিশেষজ্ঞদের নজর কেড়েছে। ক্রিকেট অস্ট্রেলিয়া জানিয়েছে, এই সিরিজের ৫ টেস্টে ৮,৩৭,৮৭৯ দর্শক স্টেডিয়ামে এসে খেলা দেখেছেন। অস্ট্রেলিয়ায় অ্যাশেজ ছাড়া অন্য কোনও সিরিজে এত দর্শক স্টেডিয়ামে আসেন না। তার মধ্যে আবার পার্থ স্টেডিয়ামে ম্যাচের ২য় দিনে ৩২,৩৬৮ জন দর্শক এসেছিলেন, যা রেকর্ড।
আরও পড়ুন- রোহিতের ভবিষ্যৎ পেশা কী? ফাঁস করলেন ভারতে খেলে যাওয়া অজি ক্রিকেটার
এডিলেড ওভালে ২য় দিনে এসেছিলেন ৫১,৬৪২ দর্শক। সিরিজের ৫টি জায়গার মধ্যে এডিলেড ওভালেই দর্শকসংখ্যা সবচেয়ে বেশি হয়েছিল। মাত্র তিন দিনে এডিলেড ওভালে এসেছিলেন মোট ১,৩৫,০১২ জন। ব্রিসবেনে গাব্বায় টেস্টের ২য় দিনে উপস্থিত ছিলেন ৩৪,২২৭ জন দর্শক। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে মোট দর্শকসংখ্যা ছিল ৩,৭৩,৬৯১। যা অস্ট্রেলিয়ায় টেস্টে দর্শকসংখ্যার বিচারে রেকর্ড। এর আগের রেকর্ড ছিল ১৯৩৭ সালের। সেবার ডন ব্র্যাডম্যানের অস্ট্রেলিয়া ছয় দিনের টেস্টে ইংল্যান্ডকে হারিয়েছিল। সেবার দর্শক হয়েছিল ৩,৫০,৫৩৪ জন। শুধু কি তাই? মেলবোর্ন টেস্টের শেষ দিনেও হাজির ছিলেন ৭৪,৩৬২ জন দর্শক। যা রেকর্ড গড়েছে। আর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে (এসসিজি) ৫ম টেস্টের ১ম দিনে দর্শক হয়েছিল ৪৭,৯৯৮ জন। যা রেকর্ড তৈরি করেছে।