New Update
/indian-express-bangla/media/media_files/2025/04/14/WdBQIjHIxD6aIJrKRtZE.jpg)
শিখর ধাওয়ান এবং সোফি শাইন
Shikhar Dhawan Girlfriend: সম্প্রতি শিখর একটি ইনস্টাগ্রাম রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তাঁকে চর্চিত বান্ধবী সোফি শাইনের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। তাঁরা দুজনে পঞ্জাবি পোশাক পরিধান করেছেন।
শিখর ধাওয়ান এবং সোফি শাইন
Shikhar Dhawan Girlfriend: টিম ইন্ডিয়ার প্রাক্তন ওপেনার শিখর ধাওয়ান আরও একবার সোশ্যাল মিডিয়ার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন। তবে এবার আর ক্রিকেট খেলার জন্য নয়, মূল আলোচ্য বিষয় তাঁর ব্যক্তিগত জীবন। সম্প্রতি শিখর একটি ইনস্টাগ্রাম রিল সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। সেখানে তাঁকে চর্চিত বান্ধবী সোফি শাইনের সঙ্গে দেখতে পাওয়া গিয়েছে। তাঁরা দুজনে পঞ্জাবি পোশাক পরিধান করেছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, একে অপরের সঙ্গে খুনসুটি করছেন। এই ভিডিওয় দুজনের কেমিস্ট্রি সমর্থকদের হৃদয় জয় করে নিয়েছে।
ভিডিওটি শেয়ার করার পাশাপাশি শিখর ক্যাপশনে লিখেছেন, 'গব্বর ইজ ব্যাক'। এই ভিডিওয় শিখরকে তাঁর চেনা মেজাজেই দেখতে পাওয়া গিয়েছে। ভিডিওটি ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। পাশাপাশি ভারতীয় ক্রিকেট দলের সমর্থকরা এই জুটিকে প্রশংসায় ভরিয়ে দিচ্ছেন। সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়, ভিডিওটি এমন একটা সময় সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হল, যখন শিখর এবং সোফির সম্পর্ক নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনা করা হচ্ছে।
এই ভাইরাল হওয়া ভিডিওয় দেখতে পাওয়া যাচ্ছে, সোফি অপর একটি ভিডিওর কথায় ঠোঁট মেলাচ্ছেন। বলছেন, 'এখান থেকে যেতে আমার একেবারে ইচ্ছে করছে না।' জবাবে শিখর কারণ জানতে চান। সোফি ফের বলেন, 'আমি তোমার কাছেই থাকতে চাই।' এই ভিডিওয় ইতিমধ্যে লাইকের বন্যা বইতে শুরু করেছে।
Shikhar Dhawan in a reel on Instagram. 😄 pic.twitter.com/QaQJtGyEzF
— Mufaddal Vohra (@mufaddal_vohra) April 12, 2025
২০২৫ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন শিখর এবং সোফিকে একসঙ্গে দেখতে পাওয়া গিয়েছিল। একটি ইন্টারভিউয়ে শিখরকে যখন তাঁর ব্যক্তিগত জীবন সম্পর্কে প্রশ্ন করা হয়, সেইসময় মুচকি হেসে গব্বর বলেন, 'হ্যাঁ, জীবনের পথে আমি অনেকটাই এগিয়ে গিয়েছি... এটা আমার কাছে একটি শিক্ষণীয় যাত্রা।' এরপর তাঁকে প্রশ্ন করা হয়, আবার কি প্রেমের সম্পর্কে জড়াতে চান? জবাবে শিখর বলেছিলেন, 'আমি সবসময় প্রেমের মধ্যেই থাকি। এই ঘরের মধ্যে সবথেকে সুন্দরী মহিলা আমার গার্লফ্রেন্ড।'
প্রসঙ্গত, ২০২৩ সালে আয়েশা মুখোপাধ্যায়ের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়ে গিয়েছিল শিখর ধাওয়ানের। সোফি শাইনের কথা যদি বলতে হয়, তাহলে তিনি আয়ারল্যান্ডের বাসিন্দা। আবু ধাবির একটি ফাইন্যান্সিয়াল সংস্থায় উচ্চপদে চাকরি করেন। যদিও শিখর কিংবা সোফি কেউই এই সম্পর্কের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার করেননি। তবে সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভিডিও দেখে সমর্থকরা জল্পনা করতে শুরু করেছেন। আশা করা হচ্ছে, গব্বরের জীবনে নতুন করে বসন্ত এসেছে।