Advertisment

বড় ধাক্কা টিম ইন্ডিয়ায়, কাঁধের চোটে মাঠের বাইরে তারকা

তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে এক্স রে-র ব্যবস্থা করা হয় ধাওয়ানের। তারপর জানা যায়, তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের তরফে যদিও বলা হয়েছিল, চোট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
Team India

টিম ইন্ডিয়া (বিসিসিআই)

নিউজিল্যান্ড সফরে রওনা হওয়ার সময়েই বড়সড় ধাক্কা ভারতীয় ক্রিকেটে। ওপেনার শিখর ধাওয়ান কাঁধের চোটে ছিটকে গেলেন নিউজিল্যান্ড সফর থেকে। চলতি সপ্তাহের শুক্রবার থেকেই শুরু হয়ে যাচ্ছে নিউজিল্যান্ড সফর। সেই সফরেই জাতীয় দলের সঙ্গে নিউজিল্যান্ডে উড়ে গেলেন না ধাওয়ান।

Advertisment

বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তৃতীয় ওয়ানডে চলাকালীন চোট পান শিখর ধাওয়ান। তারপরে সোমবার ভারতীয় দল অকল্যান্ডগামী বিমানে উড়ে গেলেও, যেতে পারেননি ধাওয়ান। ধাওয়ানের পরিবর্তে ওপেনার হিসেবে সঞ্জু স্যামসন, মায়াঙ্ক আগারওয়াল ও নিউজিল্য়ান্ডে এ দলের জার্সিতে দুরন্ত ফর্মে থাকা পৃথ্বী শ।

আরও পড়ুন আইপিএলে ফর্মে ফিরতে রাঁচির বিখ্যাত জায়গায় ধোনি, ফাঁস ছবি

অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলার সময়ে মাত্র ৫ ওভারের মাথাতেই ধাওয়ান চোট পেয়ে বেরিয়ে গিয়েছিলেন। তারপর আর সারাক্ষণ ফিল্ডিং করেননি। ব্যাটিংয়েও নামার সম্ভবনা ছিল না। বাঁ হাতি তারকা ব্যাটসম্যান ম্যাচের পঞ্চম ওভারেই কভার দিয়ে অ্যারন ফিঞ্চের পাঠানো বল আটকাতে গিয়েছিলেন। সেখানেই বাঁ হাতে চোট পেয়ে বসেন তিনি।

তড়িঘড়ি হাসপাতালে পাঠিয়ে এক্স রে-র ব্যবস্থা করা হয় ধাওয়ানের। তারপর জানা যায়, তিনি আর খেলতে পারবেন না। বিসিসিআইয়ের তরফে যদিও বলা হয়েছিল, চোট পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

আরও পড়ুন শচীনকে বাদ দিল মোদী সরকার, ফের তুঙ্গে বিতর্ক

ধাওয়ানের পরিবর্তে ব্যাট করতে নেমে রোহিতের সঙ্গে ওপেন করতে নেমেছিলেন লোকেশ রাহুল। বেশি রান করতে পারেননি তিনি। মাত্র ১৭ রান করে অ্যাস্টন অ্যাগারের বলে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরতে হয়েছিল তাঁকে।

তার আগে ধাওয়ান দ্বিতীয় ওয়ানডেতেও চোট পেয়েছিলেন। প্যাট কামিন্সের বল ধাওয়ানের বুকে আছড়ে পড়েছিল। সেই ধাক্কা সামলে ৯৬-ও করেছিলেন। তবে রবিবারের ধাক্কা আর সামলাতে পারলেন না।

গত বছর থেকেই চোটের সমস্যায় ভুগছেন দিল্লির তারকা। বিশ্বকাপের সময়ে বৃদ্ধাঙ্গুষ্ঠিতে চোট পেয়ে দেশে ফিরে আসতে হয়েছিল। সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কনুইয়েও আঘাত পেয়েছিলেন তিনি। সেই সময় ২৭টা সেলাই করতে হয়েছিল।

এবারহ চোটের ধাক্কা সামলে কবে জাতীয় দলের জার্সিতে ফের দেখা যায় গব্বরকে, সেটাই দেখার।

Read the full article in ENGLISH

BCCI Shikhar Dhawan
Advertisment