Advertisment

Windies T20I Series: ফের চোট শিখর ধাওয়ানের, দলে আসতে পারেন সনজু স্য়ামসন

ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে কেরলের এই উইকেটকিপার-ব্য়াটসম্য়ানকে প্রথমে দলে রাখা হয়নি। কিন্তু শিখর ধাওয়ানের চোটের জন্য় এমএসকে প্রসাদ অ্যান্ড কোং স্য়ামসনকে নেওয়ার কথা ভাবতে পারে।

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan Ruled Out of Windies T20I Series Due to Injury, Samson Called as Replacement:

ফের চোট পেলেন ধাওয়ান, উইন্ডিজের বিরুদ্ধে টি-২০ দলে আসতে পারেন সনজু

ফের একবার জাতীয় দলের দরজা খুলতে চলেছে সনজু স্যামসনের। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আসন্ন টি-২০ সিরিজে কেরলের এই উইকেটকিপার-ব্য়াটসম্য়ানকে প্রথমে দলে রাখা হয়নি। কিন্তু শিখর ধাওয়ানের চোটের জন্য় এমএসকে প্রসাদ অ্যান্ড কোং স্য়ামসনকে নেওয়ার কথা ভাবতে পারে। এমনটাই রিপোর্ট একাধিক মিডিয়ার। যদিও বিসিসিআই এই মর্মে এখনও কিছু জানায়নি।

Advertisment

গত সোমবার সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে খেলতে গিয়ে ধাওয়ান তাঁর বাঁ হাটুতে চোট পেয়েছেন। দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে প্রথম সুপার লিগের ম্য়াচে স্ট্রেচ করতে গিয়ে ধাওয়ানের পায়ে চোট লেগেছে। মনে করা হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তিন ম্য়াচের টি-২০ সিরিজে তাঁর খেলা হবে না। গব্বরের জায়গায় আসতে পারেন সনজু।

আরও পড়ুন-সনজুর বাদ পড়া নিয়ে সরব ভাজ্জি, সৌরভকে বললেন অবিলম্বে নির্বাচকদের বদলাতে

তিন ম্য়াচের টি-২০ ও সমসংখ্যক ওয়ান-ডে ম্য়াচ খেলবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ। আগামী ৬ ডিসেম্বর হায়দরাবাদে টি-২০ সিরিজের শুভারম্ভ। বাংলাদেশের বিরুদ্ধে দলে রেখেও একটি ম্য়াচেও খেলানো হয়নি স্য়ামসনকে। এরপর ক্য়ারিবিয়ানদের বিরুদ্ধে তাঁকে দলে রাখা হয়নি। যা দেখে ভারতীয় ফ্য়ানেরা সোশাল মিডিয়ায় সোচ্চার হয়েছিলেন। চূড়ান্ত সমালোচিত হন জাতীয় দলের নির্বাচকরা।

সনজুর বাদ পড়া নিয়ে সরব হয়েছিলেন কংগ্রেস সাংসদ শশী থারুরও। তিনিও টুইট করেন। সনজুর বাদ পড়ার ইস্যুতে মাথা ঠিক রাখতে পারেননি হরভজন সিং। ভারতের সিনিয়র স্পিনার সাফ বলেছেন যে, সময় এসেছে জাতীয় দলের নির্বাচকদের বদলে ফেলার। তাঁর বিশ্বাস বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্য়ায় দল নির্বাচনের জন্য় যোগ্য় ব্যক্তিদেরই নিয়ে আসবেন।

ঘরোয়া ক্রিকেটে সনজুর ধারাবাহিক দুর্দান্ত ফর্ম দেখেই নির্বাচকরা বাংলাদেশের বিরুদ্ধে দলে রেখছিলেন সনজুকে। কিন্তু খেলেছিলেন ঋষভ পন্থই। চূড়ান্ত ব্য়র্থ হয়েছেন তিনি। তবুও ভারতীয় টিম ম্য়ানেজমেন্টের আশীর্বাদ রয়েছে তাঁর মাথার ওপর।

cricket West Indies India
Advertisment