Advertisment

আগে নিজেদের সমস্যা মেটাও, পাকিস্তানকে একহাত নিলেন ধাওয়ান

আফ্রিদিকে তুলোধোনা করে ছাড়লেন জাতীয় দলের তারকা ওপেনার। জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে কেউ কিছু বললে তিনি ফোঁস করবে উঠবেনই।

author-image
IE Bangla Web Desk
New Update
shikhar dhawan

পাকিস্তানকে বিঁধলেন গব্বর (ধাওয়ানের টুইটার)

প্রথমে নিজের দেশের সমস্যা ঠিক করো। আমাদের সমস্যা নিয়ে মাথা না ঘামালেও চলবে। কার্যত এমন আক্রমণাত্মক ভঙ্গিতেই এবার পাকিস্তানকে একহাত নিলেন শিখর ধাওয়ান। মাঠে সমসময়েই আগ্রাসন দেখিয়ে ব্যাটিং করেন। এবার মাঠের বাইরেও পাকিস্তান-প্রসঙ্গে সটান ছক্কা হাকালেন জাতীয় দলের তারকা। কাশ্মীর প্রসঙ্গে মুখ খুলে শাহিদ আফ্রিদি টুইট করেছিলেন, "রাষ্ট্রপুঞ্জের নিয়ম অনুযায়ী কাশ্মীরীদেরও তাদের প্রাপ্য় অধিকার দেওয়া উচিত। যে স্বাধীনতা আমরা সকলে পেয়ে থাকি। তাহলে কেন এটা তৈরি করা হল? রাষ্ট্রপুঞ্জ কি ঘুমোচ্ছে? কোনও প্ররোচনা ছাড়াই এখানে হিংসা ও অপরাধ চলছে মানবিকতার বিরুদ্ধে। রক্তপাত রুখতে কেন রাষ্ট্রপুঞ্জ কোনও পদক্ষেপ গ্রহণ করছে না?"

Advertisment

যার জবাবে আফ্রিদিকে প্রথমে টুইটারে তুলোধোনা করে ছেড়েছিলেন গম্ভীর। তারপরে শিখর ধাওয়ানও লিখলেন, "আগে নিজের দেশের অবস্থা বদলাও। নিজের চিন্তাভাবনা নিজের কাছেই রাখো। আমাদের দেশের জন্য আমরা যা করছি, তা ভালোর জন্য়ই। ভবিষ্যতে কী করতে হবে, সেই বিষয়েও আমাদের স্পষ্ট ধারণা রয়েছে। ফালতু মাথা ঘামিও না।"

আরও পড়ুন নিজের অবসরের সিদ্ধান্ত ধোনিই নিক, বলছেন ধাওয়ান

৩৭০ ধারা প্রত্যাহারের প্রতিবাদ আফ্রিদির, পাল্টা দিলেন গম্ভীর

তারপরে জাতীয় এক টিভি চ্যানেলের টক শো-য় উপস্থিত হয়ে ধাওয়ান আরও জানান, পাকিস্তানি ক্রিকেটারদের উচিত নিজেদের দেশের কথা খেয়াল করা। সেই অনুষ্ঠানে জাতীয় দলের তারকা ওপেনার জানিয়েছেন, "যদি কেউ আমাদের দেশের বিরুদ্ধে কথা বলে, তাহলে আমরা অবশ্যই প্রতিবাদ করব। বাইরের কোনও লোকের থেকে আমরা পরামর্শ শুনব না। একটা প্রবাদ রয়েছে, যাদের ঘর কাঁচের তৈরি, তারা অন্যের ঘরে পাথর ছোঁড়ে না।"

জাতীয় দলের তারকা ওপেনার মাঠে নামছেন নভেম্বরে। ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে সীমিত ওভারের সিরিজে তাঁকে ফের বাইশ গজে দেখা যাবে।

Read the full article in ENGLISH

cricket pakistan Shahid Afridi
Advertisment