Advertisment

পন্টিং বা শাস্ত্রী নন! ভিডিও পোস্ট করে ধাওয়ান জানালেন তাঁর হেড কোচের নাম

চোট সারিয়ে সদ্য়ই জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজের সঙ্গেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য়ও তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Shikhar Dhawan's Son Zoravar Motivates Him To Play In Most Unusual Way

পন্টিং বা শাস্ত্রী নন! ভিডিও পোস্ট করে ধাওয়ান জানালেন তাঁর হেড কোচের নাম

চোট সারিয়ে সদ্য়ই জাতীয় দলে প্রত্য়াবর্তন করেছেন শিখর ধাওয়ান। শ্রীলঙ্কার বিরুদ্ধে আসন্ন তিন ম্য়াচের টি-২০ সিরিজের সঙ্গেই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তিন ম্য়াচের ওয়ানডে সিরিজের জন্য়ও তাঁকে দলে রেখেছেন নির্বাচকরা।

গব্বরের জন্য় রবি শাস্ত্রী ( জাতীয় দল) বা রিকি পন্টিং (দিল্লি ক্য়াপিটালস) কিন্তু হেড কোচ নন। সাফ একথা জানিয়ে দিলেন তিনি। ৩৪ বছরের বাঁ-হাতি ওপেনার বলছেন তাঁর বছর পাঁচেকের ছেলে জোরাভরই হেড কোচ। ইনস্টাগ্রামে ছেলের সঙ্গে একটি মজার ভিডিও শেয়ার করেছেন ধাওয়ান। সেখানে দেখা যাচ্ছে তাঁর ছেলে বাবার ঘাড়ে মাথায় উঠে দাপাদাপি করছে। আর এই ভিডিও শুট করেছেন ধাওয়ানের স্ত্রী আয়েশা মুখার্জী।

আরও পড়ুন-শ্রীলঙ্কা, অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা ভারতের

এই ভিডিও পোস্ট করে গব্বর লিখেছেন, "আমার হেড কোচ খেলার জন্য় আমায় মোটিভেট করছে। গব্বরকে ছোট গব্বরই মারতে পারে। জোরাভর আর আমার স্ত্রী আমার সঙ্গে দেখা করতে আসছে। পরিবারের সঙ্গে কোয়ালিটি টাইম কাটানোর জন্য় আমি মুখিয়ে রয়েছি।"

দিল্লির হয়ে মহারাষ্ট্রের বিরুদ্ধে সৈয়দ মুস্তাক আলি ট্রফির প্রথম সুপার লিগের ম্য়াচ খেলতে গিয়ে মারাত্মক চোট পান গব্বর। ফিল্ডিংয়ের সময় স্ট্রেচ করতে গিয়ে হাঁটুতে গভীর ক্ষতের সৃষ্টি হয় তাঁর। এরপর ধাওয়ানকে অস্ত্রোপচারও করাতে হয়। ২৭টি সেলাই পড়ে তাঁর। এই কারণে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খেলা হয়নি তাঁর।

cricket
Advertisment